কোনটি ক্রমবাচক শব্দ?

ক) পাঁচই
খ) সপ্তম
গ) এগার
ঘ) একুশে
বিস্তারিত ব্যাখ্যা:

পূরণবাচক/ক্রমবাচক সংখ্যা হল ভাষাতত্ত্বে সেই সমস্ত শব্দ যারা কোনো সমষ্টির বিভিন্ন উপাদানের ক্রমিক অবস্থান বর্ণনা করে। এই অবস্থান নির্ণয়ের মাপকাঠি হতে পারে আয়তন, গুরুত্ব, বয়স প্রভৃতি যে কোনো বিষয়। বাংলায় কতকগুলি নির্দিষ্ট বিশেষণ পদ এই কাজটি করে থাকে, যথা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি।

Related Questions

ক) বৃন্দ
খ) কুল
গ) বর্গ
ঘ) দাম
Note : 'দাম' শব্দটি শুধুমাত্র অপ্রাণিবাচক বিশেষ্যের (বিশেষত যা গুচ্ছ আকারে থাকে) বহুবচনে ব্যবহৃত হয়। যেমন: কুসুমদাম, শৈবালদাম। 'বৃন্দ', 'কুল', 'বর্গ' প্রাণিবাচক শব্দের সাথে বসে।
ক) কবিতাগুচ্ছ
খ) কবিতামালা
গ) কবিতারাজি
ঘ) কবিতাসমূহ
Note :

একের বেশি সংখ্যাক বোঝাতে যেসব লগ্নক ( রা, এরা, গুলো, গুলি, দের, রাজি, মালা, সমূহ, গুচ্ছ) বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে বচন বলে। অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যাবহিত লগ্নক/শব্ধঃ গুচ্ছ -> কবিতাগুচ্ছ, কেশগুচ্ছ। 

ক) সংখ্যার ধারণা
খ) গণনার ধারণা
গ) ক্রমের ধারণা
ঘ) পরিমাপের ধারণা
Note : বচন' শব্দের আক্ষরিক ও প্রায়োগিক অর্থ হলো 'সংখ্যার ধারণা'। এটি বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা এক না একাধিক, তা নির্দিষ্ট করে। 'গণনা' বা 'পরিমাপ' এর ধারণার চেয়ে 'সংখ্যার ধারণা, সুনির্দিষ্ট।
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
Note :

ধ্বনির পরিবর্তন তিন প্রকার। যথাঃ ধ্বন্যাগম, ধ্বনিলোপ ও ধ্বনির রূপান্তর।

ক) সম্প্রকর্ষ
খ) স্বরসঙ্গতি
গ) পরাগত
ঘ) অসমীকরণ
Note : দুটি সমজাতীয় স্বরের পুনরাবৃত্তি এড়ানোর জন্য মাঝখানে অন্য একটি স্বরধ্বনি যুক্ত করার প্রক্রিয়াকে 'অসমীকরণ' বা Dissimilation বলা হয়। যেমন: টপ + টপ = টপাটপ। এখানে পুনরাবৃত্তি এড়াতে একটি 'আ' স্বরধ্বনি আনা হয়েছে।
ক) ব্যঞ্জন বিকৃতি
খ) স্বরাগম
গ) পরাগম
ঘ) অসমীকরণ
Note :

স্বরাগম ক) আদি স্বরাগম / Prothesis : উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম। যেমন : স্কুল>ইস্কুল, স্টেশন>ইস্টিশন। এরূপ : আস্তাবল, আস্পর্ধা। খ) মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি / Anaptyxis : সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন : অ : রত্ন>রতন, ধর্ম>ধরম, স্বপ্ন>স্বপন, হর্ষ>হরষ ইত্যাদি। ই : প্রীতি>পিরীতি, ক্লিপ>কিলিপ, ফিল্ম>ফিলিম ইত্যাদি। উ : মুক্তা>মুকুতা, তুর্ক>তুরুক, ভ্রু>ভুরু ইত্যাদি। এ : গ্রাম>গেরাম, প্রেক>পেরেক, স্রেফ>সেরেফ ইত্যাদি। ও : শ্লোক>শোলোক, মুরগ>মুরোগ>মোরগ ইত্যাদি। গ) অন্ত্যস্বরাগম / Apothesis : কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম। যেমন : দিশ >দিশা, পোখত্ >পোক্ত, বেঞ্চ >বেঞ্চি, সত্য>সত্যি ইত্যাদি।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন