বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা (নরপতি) হলেন-
ক) ধর্মপাল
খ) গোপাল
গ) শশাঙ্ক
ঘ) দ্বিতীয় চন্দ্র গুপ্ত
বিস্তারিত ব্যাখ্যা:
শশাঙ্কই প্রথম বাঙালি শাসক যিনি বাংলার খণ্ড খণ্ড জনপদগুলোকে একত্রিত করে একটি স্বাধীন ও সার্বভৌম রাজ্য (গৌড়) প্রতিষ্ঠা করেছিলেন। তাই তাকেই প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়।
Related Questions
ক) শশাঙ্ক
খ) দেবগুপ্ত
গ) ভাস্কর
ঘ) বর্মন
Note : শশাঙ্কই ছিলেন গৌড়ের প্রথম সার্বভৌম ও স্বাধীন নরপতি। তিনি ৭ম শতকের শুরুতে রাজত্ব করেন এবং সমগ্র উত্তর ভারতে তাঁর প্রভাব বিস্তার করেছিলেন।
ক) মুর্শিদাবাদ
খ) যশোর
গ) ময়মনসিংহ
ঘ) চট্টগ্রাম
Note : শশাঙ্কের গৌড় রাজ্যের মূল কেন্দ্র ছিল বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান অঞ্চল। এর রাজধানী ছিল মুর্শিদাবাদের কাছে অবস্থিত কর্ণসুবর্ণ।
ক) ধর্মপাল
খ) লক্ষ্মণ সেন
গ) শশাঙ্ক
ঘ) ইলিয়াস শাহ
Note : রাজা শশাঙ্কই প্রথম বাংলার বিভিন্ন ক্ষুদ্র ও বিক্ষিপ্ত জনপদকে একত্রিত করে 'গৌড়' নামে একটি ঐক্যবদ্ধ ও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম 'বাঙালির রাজা' হিসেবে পরিচিত।
ক) গোপচন্দ্র
খ) শশাঙ্ক
গ) শ্রীচন্দ্র
ঘ) লড়হচন্দ্র
Note : গুপ্ত শাসনের পর বঙ্গ অঞ্চলে যে স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, তার অন্যতম শাসক ছিলেন গোপচন্দ্র। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা।
ক) আকবর,হুমায়ুন ও জাহাঙ্গীর
খ) ইলিয়াস শাহ, তুগলক ও জালালউদ্দিন
গ) ধর্মপাল ও গোপাল
ঘ) গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
Note : ৬ষ্ঠ শতকে বঙ্গ রাজ্যে গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব নামে তিনজন রাজা রাজত্ব করতেন এবং তাঁরা 'মহারাজাধিরাজ' উপাধি ধারণ করতেন, যা তাঁদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রমাণ করে।
ক) বাংলাদেশ
খ) বঙ্গ
গ) বাংলা
ঘ) বাঙ্গালা
Note : প্রাচীনকালে এই ভূখণ্ডটি মূলত 'বঙ্গ' নামে পরিচিত ছিল। 'বাংলা' বা 'বাঙ্গালা' নামগুলো পরবর্তীকালে, বিশেষ করে মুসলিম শাসনামলে জনপ্রিয় হয়।
জব সলুশন