বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?

ক) বখতিয়ার খলজি
খ) হুসেন শাহ
গ) ইলিয়াস শাহ
ঘ) সরফরাজ খান
বিস্তারিত ব্যাখ্যা:
যদিও বখতিয়ার খলজি দিল্লির সুলতানের অধীনে বাংলা জয় করেছিলেন, তাঁকেই বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা এবং প্রথম মুসলিম শাসক বা সুলতান হিসেবে গণ্য করা হয়।

Related Questions

ক) মুহম্মদ বখতিয়ার খলজি
খ) মুহম্মদ বিন কাসিম
গ) মুহম্মদ ঘুরী
ঘ) সুলতান মাহমুদ
Note : তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি ১২০৪ সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া দখল করেন এবং এর মাধ্যমে বাংলায় প্রথম মুসলিম শাসনের সূচনা করেন।
ক) লক্ষণ সেন
খ) বল্লাল সেন
গ) আলাউদ্দিন খলজি
ঘ) সম্রাট আকবর
Note : রাজা বল্লাল সেন 'অদ্ভুতসাগর' গ্রন্থটি রচনার কাজ শুরু করলেও তা শেষ করতে পারেননি। তাঁর পুত্র ও উত্তরাধিকারী লক্ষণ সেন এই অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন।
ক) বল্লাল সেন
খ) বিজয় সেন
গ) লক্ষণ সেন
ঘ) হেমন্ত সেন
Note : সেন রাজা বল্লাল সেন কেবল একজন শাসকই ছিলেন না, তিনি একজন পণ্ডিত ও বিদ্যোৎসাহীও ছিলেন। 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামক স্মৃতিশাস্ত্র বিষয়ক গ্রন্থ দুটি তিনিই রচনা করেন।
ক) বিজয় সেন
খ) বল্লাল সেন
গ) লক্ষণ সেন
ঘ) শ্রী চৈতন্য দেব
Note : সেন রাজা বল্লাল সেন হিন্দু সমাজে বর্ণপ্রথাকে আরও কঠোর করতে এবং ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্যদের মধ্যে সামাজিক মর্যাদাভিত্তিক 'কৌলিন্য প্রথা'র প্রবর্তন করেন।
ক) হুগলীতে
খ) নদীয়ায়
গ) মুন্সীগঞ্জে
ঘ) বিক্রমপুরে
Note : বিজয় সেনের দুটি রাজধানী ছিল। একটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিজয়পুর এবং অন্যটি পূর্ববঙ্গের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে হুগলীতে (বিজয়পুর) তাঁর প্রথম রাজধানী ছিল।
ক) বিক্রমপুর
খ) নদীয়া
গ) দাক্ষিণাত্য
ঘ) কামরূপ
Note : সেনরা মূলত বহিরাগত ছিলেন। তাঁদের পূর্বপুরুষরা ছিলেন দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চলের 'ব্রহ্মক্ষত্রিয়'। তাঁরা পালদের অধীনে সেনাপতি হিসেবে বাংলায় আসেন এবং পরে ক্ষমতা দখল করেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন