'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
ক) শৈবধর্ম
খ) বৌদ্ধ সহজযান
গ) নাথধর্ম
ঘ) কোনোটি নয়
বিস্তারিত ব্যাখ্যা:
'গোরক্ষ বিজয়' একটি মধ্যযুগীয় বাংলা কাব্য। এটি নাথধর্মের গুরু-শিষ্য পরম্পরার কাহিনি, বিশেষ করে মীননাথের নারীমোহ ও তাঁর শিষ্য গোরক্ষনাথ কর্তৃক তাঁর উদ্ধারের কাহিনি অবলম্বনে রচিত।
Related Questions
ক) দৌলত উজীর বাহরাম খান
খ) সৈয়দ সুলতান
গ) আব্দুল করিম সাহিত্য বিশারদ
ঘ) আলাওল
Note : মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের অন্যতম আরাকান রাজসভার কবি আলাওল, মালিক মুহম্মদ জায়সীর হিন্দি কাব্য 'পদুমাবৎ' অবলম্বনে তাঁর বিখ্যাত কাব্য 'পদ্মাবতী' রচনা করেন।
ক) চট্টগ্রাম
খ) রাঙ্গামাটি
গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) জামালপুর
Note : 'গম্ভীরা' একটি লোকসংগীতের ধারা যা মূলত নানা-নাতির কথোপকথনের মাধ্যমে সামাজিক সমস্যা, দুর্নীতি ইত্যাদি তুলে ধরে। এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের মালদহ অঞ্চলে প্রচলিত।
ক) কৃষ্ণদাস কবিরাজ
খ) জয়ানন্দ
গ) বৃন্দাবন দাস
ঘ) কবি কর্ণপুর পরমানন্দ সেন
Note : শ্রীচৈতন্যদেবের জীবন ও দর্শন অবলম্বনে রচিত জীবনীকাব্যগুলোর মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত' সবচেয়ে তথ্যবহুল, তত্ত্বনিষ্ঠ ও পাণ্ডিত্যপূর্ণ বলে এটিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়।
ক) সিকান্দার আবু জাফর
খ) আবদুল্লাহ আবু সায়ীদ
গ) রফিক আজাদ
ঘ) আব্দুল মান্নান সৈয়দ
Note : 'কণ্ঠস্বর' ষাটের দশকের একটি অত্যন্ত প্রভাবশালী সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন প্রখ্যাত লেখক, অধ্যাপক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ।
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
গ) সৈয়দ শামসুল হক
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Note : 'চাঁদের অমাবস্যা' (১৯৬৪) একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, যার রচয়িতা প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়।
ক) আলালের ঘরের দুলাল
খ) সীতারাম
গ) চঞ্চলা
ঘ) কুহেলিকা
Note : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)-এর রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র। তিনি 'টেকচাঁদ ঠাকুর' ছদ্মনামে এটি রচনা করেন।
জব সলুশন