Your conduct admits __ no excuse.

ক) of
খ) for
গ) To
ঘ) at

Related Questions

ক) Very
খ) too much
গ) much too
ঘ) excessive
Note :

এ প্রশ্নে এমন কোনো শব্দ নেই যা মাত্রাতিরিক্ত ভাব প্রকাশ করে । এখানে এমন কোনো context নেই যা মাত্রাতিরিক্ত (to a greater degree) বোঝায়। Option (খ) too much ও Option (গ) much too দ্বারা বেশি মাত্রায় কোনো কিছু বোঝায় এবং একটা implied comparison - এর ব্যবহার আসে। Option (ঘ) excessive একটি adjective । তাই sweet, adjective - কে modify করার জন্য একটি adverb দরকার । তাহলে option very - ই সঠিক। এটি structurally সঠিক । Very একটি adverb যা sweet (adjective ) - কে modify করার জন্য একটি adverb দরকার। তাহলে option very - ই সঠিক। এটি structurally সঠিক। Very একটি adverb যা sweet (adjective) - কে modify করতে ব্যবহার করা হয়েছে।

ক) for long
খ) since long
গ) for a long time
ঘ) long since
ক) বিস্তৃত করে
খ) অর্থপূর্ণ করে
গ) অর্থের রূপান্তর করে
ঘ) সংক্ষেপ করে
Note :

সমাস ভাষাকে সংক্ষেপ করে।

সমাস: সমাস শব্দের অর্থ মিলন। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরির ব্যাকরণ সম্মত প্রক্রিয়াকেই বলা হয় সমাস।

মূলত, সমাসে একটি বাক্যাংশ একটি শব্দে পরিণত হয়। সমাসের রীতি বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে।

বাক্যে শব্দের ব্যবহার কমানোর উদ্দেশ্যে সমাস ব্যবহার করা হয়।

উল্লেখ্য, সমাস অর্থ সম্বন্ধপূর্ণ একাধিক শব্দের মিলন। আর সন্ধি পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির মিলন।

ক) রজনীকান্ত সেন
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) দিজেন্দ্রজাল রায়
ঘ) অতুলপ্রসাদ সেন
Note :

বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। ১৮৬৬ খ্রীষ্টাব্দে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়।

ক) ১৯৫২ খ্রিস্টাব্দে
খ) ১৩৫৫ বঙ্গাব্দে
গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৩৫২ বঙ্গাব্দে
Note :

-বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ন) ঢাকার বর্ধমান হাউসে প্রতিষ্ঠিত হয়।

ক) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
খ) মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
গ) ভিন্নধর্মী ডায়েরী
ঘ) মুক্তিযুদ্ধের বিবরন
Note :

‘একাত্তরের চিঠি’ হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। এটি সংকলন করেছে গ্রামীনফোন ও প্রথম আলো যৌথভাবে।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন