I shall not __ the examination this year
Related Questions
এ প্রশ্নে এমন কোনো শব্দ নেই যা মাত্রাতিরিক্ত ভাব প্রকাশ করে । এখানে এমন কোনো context নেই যা মাত্রাতিরিক্ত (to a greater degree) বোঝায়। Option (খ) too much ও Option (গ) much too দ্বারা বেশি মাত্রায় কোনো কিছু বোঝায় এবং একটা implied comparison - এর ব্যবহার আসে। Option (ঘ) excessive একটি adjective । তাই sweet, adjective - কে modify করার জন্য একটি adverb দরকার । তাহলে option very - ই সঠিক। এটি structurally সঠিক । Very একটি adverb যা sweet (adjective ) - কে modify করার জন্য একটি adverb দরকার। তাহলে option very - ই সঠিক। এটি structurally সঠিক। Very একটি adverb যা sweet (adjective) - কে modify করতে ব্যবহার করা হয়েছে।
সমাস ভাষাকে সংক্ষেপ করে।
সমাস: সমাস শব্দের অর্থ মিলন। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরির ব্যাকরণ সম্মত প্রক্রিয়াকেই বলা হয় সমাস।
মূলত, সমাসে একটি বাক্যাংশ একটি শব্দে পরিণত হয়। সমাসের রীতি বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে।
বাক্যে শব্দের ব্যবহার কমানোর উদ্দেশ্যে সমাস ব্যবহার করা হয়।
উল্লেখ্য, সমাস অর্থ সম্বন্ধপূর্ণ একাধিক শব্দের মিলন। আর সন্ধি পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির মিলন।
বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। ১৮৬৬ খ্রীষ্টাব্দে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
জব সলুশন