উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?

ক) উপজাতিভিত্তিক সীমারেখা
খ) ঔপনিবেশিক সীমারেখা
গ) জ্যামিতিক সীমারেখা
ঘ) অচিহ্নিত সীমারেখা
বিস্তারিত ব্যাখ্যা:
উত্তর আফ্রিকার অনেক দেশের (যেমন: লিবিয়া, মিশর, আলজেরিয়া) সীমানা ঔপনিবেশিক শক্তি দ্বারা তৈরি হয়েছিল। তারা স্থানীয় জাতি-গোষ্ঠী বা প্রাকৃতিক ভূখণ্ডকে উপেক্ষা করে শুধুমাত্র অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ওপর ভিত্তি করে সরলরৈখিক বা জ্যামিতিক (geometric) সীমারেখা তৈরি করে। একারণে এই অঞ্চলের সীমারেখার প্রধান বৈশিষ্ট্য হলো জ্যামিতিক।

Related Questions

ক) Asia
খ) North America
গ) Europe
ঘ) Africa
Note : আফ্রিকা মহাদেশে মোট ৫৪টি সার্বভৌম রাষ্ট্র রয়েছে, যা অন্য যেকোনো মহাদেশের চেয়ে বেশি। তাই আফ্রিকা সঠিক উত্তর।
ক) Poland
খ) Albania
গ) Croatia
ঘ) Hungary
Note : পোল্যান্ড, আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার সমুদ্রবন্দর রয়েছে। একমাত্র হাঙ্গেরি স্থলবেষ্টিত। যদিও আয়তনে বেলারুশ ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ, তবে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে একমাত্র হাঙ্গেরি স্থলবেষ্টিত হওয়ায় এটিই সঠিক উত্তর।
ক) আলজেরিয়া
খ) বেলজিয়াম
গ) সুইজারল্যান্ড
ঘ) মিশর
Note : সুইজারল্যান্ড আল্পস পর্বতমালা দ্বারা বেষ্টিত মধ্য ইউরোপের একটি দেশ, যার কোনো সমুদ্র উপকূলরেখা নেই, অর্থাৎ এটি স্থলবেষ্টিত। অন্য তিনটি দেশেরই সমুদ্রবন্দর রয়েছে।
ক) Asmara
খ) Sofia
গ) Beirut
ঘ) Quito
Note : সোফিয়া (Sofia) হলো বুলগেরিয়ার রাজধানী, যা একটি ইউরোপীয় দেশ। আসমারা ইরিত্রিয়ার, বৈরুত লেবাননের এবং কুইটো ইকুয়েডরের রাজধানী।
ক) এশিয়া মহাদেশ
খ) আফ্রিকা মহাদেশ
গ) পশ্চিম ইউরোপে
ঘ) পূর্ব ইউরোপে
Note : ককেশাস অঞ্চলটি কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত, যা পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংযোগস্থলে রয়েছে। ভূ-রাজনৈতিকভাবে একে প্রায়শই পূর্ব ইউরোপের অংশ হিসেবে গণ্য করা হয়।
ক) কিয়েভ
খ) তিবলিসি
গ) বাকু
ঘ) তাসখন্দ
Note : আজারবাইজানের রাজধানী হলো বাকু, যা কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। কিয়েভ ইউক্রেনের, তিবলিসি জর্জিয়ার এবং তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন