ব্রিটেনের নিকট থেকে মালেশিয়া কবে স্বাধীনতা লাভ করে?

ক) 1950
খ) 1957
গ) 1968
ঘ) 1973
বিস্তারিত ব্যাখ্যা:
মালয় ফেডারেশন (Federation of Malaya) ৩১ আগস্ট ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে ১৯৬৩ সালে এটি সিঙ্গাপুর সাবাহ ও সারাওয়াককে নিয়ে মালয়েশিয়া গঠন করে

Related Questions

ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) ইন্দোনেশিয়া
ঘ) ভুটান
Note : খণ্ডিত রাষ্ট্র (Fragmented State) হলো এমন দেশ যার ভূখণ্ডগুলো একটি অন্যটি থেকে বিচ্ছিন্ন। ইন্দোনেশিয়া প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত হওয়ায় এটি একটি সুস্পষ্ট খণ্ডিত রাষ্ট্র। অন্য দেশগুলোর ভূখণ্ড অখণ্ডিত
ক) ব্রিটেন
খ) পর্তুগাল
গ) ফ্রান্স
ঘ) জাপান
Note : ম্যাকাও দীর্ঘ ৪৪২ বছর পর্তুগালের একটি উপনিবেশ ছিল। ১৫৫৭ সাল থেকে এটি পর্তুগিজ শাসনাধীন ছিল এবং ১৯৯৯ সালে চীনের কাছে এর সার্বভৌমত্ব হস্তান্তর করা হয়
ক) শেরপা তেনজিং
খ) অশো
গ) পঞ্চেন লামা
ঘ) দালাইলামা
Note : তেনজিন গিয়াতসো হলেন চতুর্দশ দালাইলামা এবং তিব্বতের আধ্যাত্মিক নেতা। তিনি বিশ্বজুড়ে দালাইলামা নামেই সর্বাধিক পরিচিত। শেরপা তেনজিং একজন পর্বতারোহী
ক) বক্সারের
খ) আফিম যুদ্ধ
গ) তরাইনের যুদ্ধ
ঘ) কমলা বিপ্লব
Note : প্রথম আফিম যুদ্ধে (১৮৩৯-৪২) চীন ব্রিটেনের কাছে পরাজিত হয়। যুদ্ধের পর ১৮৪২ সালে স্বাক্ষরিত নানকিং চুক্তির মাধ্যমে হংকং দ্বীপটি ব্রিটেনের শাসনাধীন হয়
ক) চীন
খ) কিউবা
গ) রাশিয়া
ঘ) চিলি
Note : সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution) ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত চীনে মাও সে তুং-এর নেতৃত্বে সংগঠিত একটি সামাজিক-রাজনৈতিক আন্দোলন ছিল। এর উদ্দেশ্য ছিল সমাজ থেকে পুঁজিবাদী ও ঐতিহ্যবাহী উপাদান নির্মূল করে সাম্যবাদ প্রতিষ্ঠা করা
ক) 20
খ) 19
গ) 18
ঘ) 17
Note : মধ্যপ্রাচ্যের দেশের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নমত থাকলেও সাধারণত ১৮টি দেশকে এর অন্তর্ভুক্ত করা হয়। দেশগুলো হলো- বাহরাইন কাতার কুয়েত ইরাক ইরান ইসরায়েল জর্ডান লেবানন ওমান ফিলিস্তিন সৌদি আরব সিরিয়া সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন তুরস্ক মিশর ও সাইপ্রাস

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন