ভারতের সেভেন সিস্টার্স এর অন্তভূর্ক্ত নয়?
ক) কেরালা
খ) মিজোরাম
গ) মনিপুর
ঘ) ত্রিপুরা
বিস্তারিত ব্যাখ্যা:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে 'সেভেন সিস্টার্স' বলা হয়। এগুলো হলো- অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা। কেরালা দক্ষিণ ভারতের একটি রাজ্য
Related Questions
ক) যুক্তরাষ্ট্র
খ) সুইডেন
গ) জাপান
ঘ) ভারত
Note : বোর্ফস কেলেঙ্কারি ১৯৮০-এর দশকে ভারতের একটি বড় রাজনৈতিক দুর্নীতি। সুইডিশ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এবি (Bofors AB) থেকে কামান কেনার চুক্তিতে ভারতীয় রাজনীতিবিদদের ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। তাই এটি ভারতের সাথে জড়িত
ক) থাইল্যান্ড
খ) মায়ানমার
গ) লাটভিয়া
ঘ) ভিয়েতনাম
Note : থাইল্যান্ডের রাজনীতিতে হলুদ শার্ট ও লাল শার্ট দুটি প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতীক। হলুদ শার্টরা রাজতন্ত্রের সমর্থক এবং লাল শার্টরা মূলত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক
ক) 1950
খ) 1957
গ) 1968
ঘ) 1973
Note : মালয় ফেডারেশন (Federation of Malaya) ৩১ আগস্ট ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে ১৯৬৩ সালে এটি সিঙ্গাপুর সাবাহ ও সারাওয়াককে নিয়ে মালয়েশিয়া গঠন করে
ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) ইন্দোনেশিয়া
ঘ) ভুটান
Note : খণ্ডিত রাষ্ট্র (Fragmented State) হলো এমন দেশ যার ভূখণ্ডগুলো একটি অন্যটি থেকে বিচ্ছিন্ন। ইন্দোনেশিয়া প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত হওয়ায় এটি একটি সুস্পষ্ট খণ্ডিত রাষ্ট্র। অন্য দেশগুলোর ভূখণ্ড অখণ্ডিত
ক) ব্রিটেন
খ) পর্তুগাল
গ) ফ্রান্স
ঘ) জাপান
Note : ম্যাকাও দীর্ঘ ৪৪২ বছর পর্তুগালের একটি উপনিবেশ ছিল। ১৫৫৭ সাল থেকে এটি পর্তুগিজ শাসনাধীন ছিল এবং ১৯৯৯ সালে চীনের কাছে এর সার্বভৌমত্ব হস্তান্তর করা হয়
ক) শেরপা তেনজিং
খ) অশো
গ) পঞ্চেন লামা
ঘ) দালাইলামা
Note : তেনজিন গিয়াতসো হলেন চতুর্দশ দালাইলামা এবং তিব্বতের আধ্যাত্মিক নেতা। তিনি বিশ্বজুড়ে দালাইলামা নামেই সর্বাধিক পরিচিত। শেরপা তেনজিং একজন পর্বতারোহী
জব সলুশন