'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
ক) পদান্বয়ী অব্যয়
খ) অনুসর্গ অব্যয়
গ) অনন্বয়ী অব্যয়
ঘ) অনুকার অব্যয়
বিস্তারিত ব্যাখ্যা:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।
যেমন: তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'
প্রদত্ত উদাহরণে ‘তো’ হলো অনন্বয়ী অব্যয়, যা অন্য কোনো বাক্য বা পদের সাথে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে আবেগসূচক ভাব প্রকাশ করেছে।
Related Questions
ক) পান-ব্যবসায়ী
খ) পর্ণকার
গ) তামসিক
ঘ) বারুই
Note : তাম্বুল' শব্দের অর্থ পান। তাই 'তাম্বুলিক' শব্দের অর্থ পান-ব্যবসায়ী বা পর্ণকার বা বারুই। কিন্তু 'তামসিক' শব্দের অর্থ তমোগুণসম্পন্ন বা অলস বা ক্রোধপরায়ণ। তাই তামসিক শব্দটি তাম্বুলিকের সমার্থক নয়।
ক) অ
খ) আ
গ) ই
ঘ) এ
Note : বাংলা স্বরধ্বনির শ্রেণিবিভাগ । জিহ্বার অবস্থানের উচ্চতা ও অগ্র-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। 'এ' ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে ওপরে ও নিচের মাঝামাঝি অর্থাৎ উচ্চ-মধ্য অবস্থানে থাকে। তাই এটি একটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি।
ক) মানোএল দ্য আসসুম্পসাঁও
খ) রাজা রামমোহন রায়
গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Note : বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস বিষয়ক। পর্তুগিজ পাদ্রি মানোএল দ্য আসসুম্পসাঁও ১৭৩৪ সালে পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনা করেন। এটি রোমান হরফে লিসবন থেকে মুদ্রিত হয়।
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) মুহম্মদ এনামুল হক
ঘ) সুকুমার সেন
Note : ভাষা ও চিন্তার সম্পর্ক বিষয়ক একটি বিখ্যাত উক্তি । এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন প্রখ্যাত ভাষাবিদ ও সাহিত্য গবেষক ড. সুকুমার সেন। এর দ্বারা বোঝানো হয়েছে যে ভাষা কেবল চিন্তা প্রকাশ করে না বরং চিন্তার জন্মও দেয়।
ক) পাঞ্জাবি
খ) ফরাসি
গ) গ্রিক
ঘ) স্প্যানিশ
Note : বাংলা শব্দভাণ্ডারের উৎস বিষয়ক। আরবি 'কলম' শব্দটি গ্রিক 'কলমোস' (Kalamos) শব্দ থেকে এসেছে। এটি ভাষার ইতিহাসে শব্দের বিবর্তন ও এক ভাষা থেকে অন্য ভাষায় শব্দ প্রবেশের একটি উদাহরণ।
ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোচ্ছেদ, দারিদ্রদ্র্য, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা. সমীচীন
Note : বাংলা বানানের শুদ্ধতা যাচাই বিষয়ক। অপশন 'ক' তে থাকা তিনটি শব্দই—শিরশ্ছেদ (শিরঃ + ছেদ) দরিদ্রতা এবং সমীচীন—বানানের নিয়ম অনুসারে সঠিক। অন্যান্য অপশনের এক বা একাধিক বানান ভুল থাকায় সেগুলো গ্রহণযোগ্য নয়।
জব সলুশন