বিষয়ঃ Other

55051. p+ 1/p =5 হলে p3+ 1/p3 = কত ?

ক) 100
খ) 105
গ) 115
ঘ) 110

55059. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?

ক) সন্নিহিতকোণ
খ) সরলকোণ
গ) সূক্ষ্মকোণ
ঘ) পূরককোণ

55064. কোনটি জৈব সার নয়?

ক) সবুজ সার
খ) গোবর সার
গ) কম্পোষ্ট সার
ঘ) ইউরিয়া সার

55065. The phrase ‘Achilles heel’ means:

ক) A strong point
খ) A weak point
গ) A permanent solution
ঘ) A serious idea

55066. Complete the following sentence choosing the appropriate option : It’s raining cats and dogs, so _____

ক) Watch out for falling animals.
খ) Make sure you take an umbrella.
গ) Keep your pets inside.
ঘ) Keep the windows open.

55067. ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?

ক) ১৯৭০ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৬ সালে
ঘ) ১৯৬৫ সালে

55068. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ----

ক) লাল আলোতে
খ) নীল আলোতে
গ) সবুজ আলোতে
ঘ) বেগুনি আলোতে

55069. The word ‘omnivorous’ means:

ক) eating all types of food
খ) eating only fruits
গ) eating only meat
ঘ) eating grass and plants only

55070. কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন?

ক) ভিটামিন এ
খ) ভিটামিন বি
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন ডি

55072. 'ট্রাফালগার স্কোয়ার' কোন শহরে অবস্থিত?

ক) ওয়াশিংটন
খ) প্যারিস
গ) মস্কো
ঘ) লন্ডন

55076. Education is enlightening. Here ‘enlightening’ is:

ক) A gerund
খ) A participle
গ) An infinitive
ঘ) A finite verb

55077. Fraility [Frailty] the name is women. Here ‘Fraility’ is:

ক) A noun
খ) An adjective
গ) An adverb
ঘ) A verb

55078. “Who planted this tree here?” The correct passive voice of this sentence is ___

ক) By whom was this tree planted here?
খ) Who the tree had been planted hereby?
গ) The tree was planted here by whom?
ঘ) By whom had the tree been planted here?

55079. The new offer of job was alluring. Here ‘alluring’ means ____

ক) unexpected
খ) tempting
গ) disappointing
ঘ) ordinary

55080. The mother sat vigilantly beside the sic baby. Here ‘vigilantly’

ক) a noun
খ) an adverb
গ) an adjective
ঘ) none of the three

55081. A chart was appended to the report. Here ‘appended’ means ______

ক) changed
খ) removed
গ) joined
ঘ) shortened

55082. “A rolling stone gathers no moss” The complex form of the sentence is ____

ক) Since a stone is rolling, it gathers no moss.
খ) Though a stone rolls, it gathers no moss.
গ) A stone rolls gathers no moss.
ঘ) A stone that rolls gathers no moss.

55083. Choose the correct sentence:

ক) All of it depend on you
খ) All of it are depending on you
গ) All of it depends on you
ঘ) All of it are depended on you.

55084. Which of the following words is in singular form?

ক) formulae
খ) agenda
গ) oases
ঘ) radius

55086. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?

ক) রহু চন্ডালের হাড়
খ) কৈবর্ত খন্ড
গ) ফুল বউ
ঘ) অলীক মানুষ

55087. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল–

ক) পলাশীর যুদ্ধ
খ) তৃতীয় পানিপথের যুদ্ধ
গ) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর

55088. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) বিস্ময় দ্বারা আপন্ন
খ) বিস্ময়ে আপন্ন
গ) বিস্ময়কে আপন্ন
ঘ) বিস্ময়ে যে আপন্ন

55089. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?

ক) যৌগিক স্বরধ্বনি
খ) তালব্য স্বরধ্বনি
গ) মিলিত স্বরধ্বনি
ঘ) কোনটি নয়

55090. ‘জলে–স্থলে’ কী সমাস?

ক) সমার্থক দ্বন্দ্ব
খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব
ঘ) একশেষ দ্বন্দ্ব

55091. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?

ক) বাংলা ধ্বনিবিজ্ঞান
খ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
গ) ধ্বনিবিজ্ঞানের কথা
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

55092. Ode কী?

ক) শোককবিতা
খ) পত্রকাব্য
গ) খন্ড কবিতা
ঘ) কোরাসগান

55093. কোন বাক্যটি শুদ্ধ?,,

ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্তি হলাম।
গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।

55094. কোনটি ক্ষুদ্রতম?

ক) সেন্টিমিটার
খ) ডেসিমিটার
গ) হেকটোমিটার
ঘ) কিলোমিটার

55095. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”-কে বলেছেন?

ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী আব্দুল ওদুদ

55097. কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?

ক) ১৯৯৫
খ) ১৯৯৪
গ) ১৯৯৩
ঘ) ১৯৯২

55098. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

ক) বুদ্ধদেব বসু
খ) দীনেশরঞ্জন দাশ
গ) সজনীকান্ত দাস
ঘ) প্রেমেন্দ্র মিত্র

55099. নিচের কোনটি অশুদ্ধ?

ক) অহিংস-সহিংস
খ) প্রসন্ন-বিষণ্ন
গ) দোষী-নির্দোষী
ঘ) নিষ্পাপ-পাপিনী

55100. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?

ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মুক্তক
ঘ) স্বরবৃত্ত

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore