বিষয়ঃ Other
55055. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক,খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
55056. ১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
55057. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
55058. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
55059. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
55060. কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি--
55061. ১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?
55062. ৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
55065. The phrase ‘Achilles heel’ means:
55066. Complete the following sentence choosing the appropriate option : It’s raining cats and dogs, so _____
55068. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ----
55069. The word ‘omnivorous’ means:
55070. কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন?
55071. Use the appropriate article: I saw _____ one-eyed man when I was walking on the road.
55073. Fill in the blank with appropriate use of tense: I couldn’t mend the computer myself, so I ______ at a shop.
55074. কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে স্বীকৃতি দিয়েছে?
55076. Education is enlightening. Here ‘enlightening’ is:
55077. Fraility [Frailty] the name is women. Here ‘Fraility’ is:
55078. “Who planted this tree here?” The correct passive voice of this sentence is ___
55079. The new offer of job was alluring. Here ‘alluring’ means ____
55080. The mother sat vigilantly beside the sic baby. Here ‘vigilantly’
55081. A chart was appended to the report. Here ‘appended’ means ______
55082. “A rolling stone gathers no moss” The complex form of the sentence is ____
55083. Choose the correct sentence:
55086. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
55087. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল–
55088. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
55089. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
55090. ‘জলে–স্থলে’ কী সমাস?
55091. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
55093. কোন বাক্যটি শুদ্ধ?,,
55095. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”-কে বলেছেন?
55096. “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।” রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
55098. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
55100. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?