বিষয়ঃ Other

55151. কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

ক) লোহাতে মরিচা পড়া
খ) হাইড্রোজেন ও অক্সিজেন পানি তৈরি করা
গ) বরফকে পানিতে পরিণত করা
ঘ) চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা

55152. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে?

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) লৌহ
ঘ) নাইট্রোজেন

55153. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ক) জাইরো কম্পাস
খ) সাবমেরিন
গ) অ্যানিওমিটার
ঘ) ফ্যাদোমিটার

55154. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ---

ক) বেশি হয়
খ) একই হয়
গ) কম হয়
ঘ) খুব কম হয়

55155. মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে?

ক) ক্যালসিয়াম
খ) অক্সিজেন
গ) জিংক
ঘ) সোডিয়াম

55156. পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?

ক) ১ কিলোগ্রাম
খ) ৫০০ গ্রাম
গ) ৩০০ গ্রাম
ঘ) ২০০ গ্রাম

55157. 'ঔদ্ধত্য' -এর বিপরীতার্থক শব্দ ---

ক) স্তব্ধ
খ) বিনয়
গ) গম্ভীর
ঘ) মাথা নত করা

55158. 'হাতের পাঁচ' -এর সঠিক অর্থ কোনটি?

ক) নিকট জন
খ) পরমাত্মীয়
গ) বন্ধু
ঘ) শেষ সম্বল

55159. নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?

ক) অন্তরীক্ষ
খ) হিমাংশু
গ) অম্বর
ঘ) ব্যোম

55160. 'কর দান করে যে' --এক কথায় ------

ক) অধীন
খ) আশ্রিত
গ) করদ
ঘ) প্রজা

55161. 'যে বহু বিষয় জানে' --এক কথায় ------

ক) বহুদর্শী
খ) সর্বজ্ঞ
গ) সবজান্তা
ঘ) কোনটিই নয়

55162. গোল্ডেন মিন (Golden Mean) হলো–

ক) সমস্ত সম্ভাব্য কর্মের গড়
খ) দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
গ) ত্রিভুজের দুটি বাহন বূ-কেন্দ্রিক সম্পর্ক
ঘ) একটি প্রাচীন দার্শনিক ধারার নাম

55163. 'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক?

ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক

55164. 'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক?

ক) সম্প্রদান
খ) করণ
গ) অধিকরণ
ঘ) অপাদান

55166. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?

ক) মিলনার্থে
খ) সমার্থে
গ) বিপরীতার্থে
ঘ) বিয়োগার্থে

55167. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

ক) ২৬৩
খ) ২৩৩
গ) ২৫৩
ঘ) ২৪১

55168. নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক) জবা কুসুম
খ) তিমির বিদারী
গ) সলীল সমাধী
ঘ) যৌবন সূর্য

55170. 'বিশ্বকবি' সমাস কি হবে?

ক) বিশ্বরূপ কবি
খ) যিনি বিশ্বের কবি
গ) বিশ্ব ও কবি
ঘ) বিশ্বের কবি

55172. কোন বানানটি শুদ্ধ?

ক) সায়ত্বশাসন
খ) স্বায়ত্তশাসন
গ) সায়ত্তশাসন
ঘ) স্বায়ত্বশাসন

55173. নিম্নের চারটি মধ্যে কোনটি ভিন্ন?

ক) পিতল
খ) তামা
গ) লোহা
ঘ) টিন

55175. 'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে?

ক) বৃ + টি
খ) বৃশ + টি
গ) বৃষ + তি
ঘ) বৃষ + টি

55176. The novelist has a hold of ___ in writing.

ক) Style
খ) manner
গ) history
ঘ) tradition

55177. 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া?

ক) জীবনানন্দ দাশ
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) গিরিশচন্দ্র সেন

55179. 'পদ্মানদীর মাঝি' কার লেখা?

ক) মুনীর চৌধুরী
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) শরৎচন্দ্র
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

55180. 'অয়োময়' নাটকটির রচয়িতা কে?

ক) ইমদাদুল হক মিলন
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) মমতাজউদ্‌দীন আহমেদ
ঘ) হুমায়ুন আহমেদ

55182. নিচের কোন বাক্যটি শুদ্ধ?..

ক) See the word in the dictionary.
খ) Find out the word in the dictionary.
গ) Pick up the word in the dictionary.
ঘ) Look up the word in the dictionary.

55184. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) Lake Chilka is in Orrisa.
খ) Lake Chilka is in the Orrisa.
গ) The lake Chilka is in the Orrisa.
ঘ) The lake Chilka is in Orrisa.

55185. নিচের কোন বানানটি শুদ্ধ?.

ক) Comision
খ) Comission
গ) Commission
ঘ) Commision

55186. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) Sycology
খ) Psykology
গ) sychology
ঘ) Psychology

55188. অম্বর এর প্রতিশব্দ কোনটি?

ক) পৃথিবী
খ) জল
গ) সমুদ্র
ঘ) আকাশ

55189. ”RAPIS” অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

ক) একটি মহাসাগর
খ) একটি শহর
গ) একটি দেশ
ঘ) একটি প্রাণী

55194. 'Calm' শব্দটির Synonym হচ্ছে----

ক) Agitated
খ) Quiet
গ) Angry
ঘ) Inflamed

55195. 'Dead letter' phrase টির অর্থ ----

ক) Law not in force
খ) Bad letter
গ) Old letter
ঘ) Letter written by unknown person

55196. 'Tooth and nails' phrase টির অর্থ ----

ক) Beautiful
খ) Completely
গ) Incompletely
ঘ) Precise

55200. logₓ(1/8)=-2 হলে, x = কত?

ক) 2
খ) √2
গ) 2√2
ঘ) 4

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore