বিষয়ঃ Other

55101. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

ক) দেশি উপসর্গযোগে
খ) বিদেশি উপসর্গযোগে
গ) সংস্কৃত উপসর্গযোগে
ঘ) কোনটি নয়

55102. বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?

ক) চারটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) একটি

55103. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

ক) তৃতীয় বর্ণ
খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

55105. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”-কার উক্তি?

ক) মীর মশাররফ হোসেনের
খ) ইসমাইল হোসেন সিরাজীর
গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ) কাজী নজরুল ইসলামের

55106. “প্রদীপ নিবিয়া গেল!”-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

ক) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
খ) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
গ) বঙ্কিচন্দ্রের ‘কপালকুন্ডলা’
ঘ) রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’

55107. আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়?

ক) ১৯৬৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৭৯ সালে

55108. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?

ক) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

55109. Custom শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

ক) আইন
খ) প্রথা
গ) শুল্ক
ঘ) রাজস্বনীতি

55110. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?

ক) হুমায়ুন আজাদ
খ) হেলাল হাফিজ
গ) আসাদ চৌধুরী
ঘ) রফিক আজাদ

55111. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত–

ক) রামনিধি গুপ্ত
খ) দাশরথি রায়
গ) এ্যান্টনি ফিরিঙ্গি
ঘ) রামপ্রসাদ সেন

55112. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

ক) শৈবধর্ম
খ) বৌদ্ধ সহজযান
গ) নাথধর্ম
ঘ) কোনটি নয়

55113. ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?

ক) কোন চর্যাগান, আর কোনটি নয়
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ) কোন আচার্যের, আর কোনটি নয়

55114. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) চন্দ্রকুমার দে
ঘ) দীনেশচন্দ্র সেন

55115. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

ক) Buddhist Mystic Songs
খ) চর্যাগীতিকা
গ) চর্যাগীতিকোষ
ঘ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা

55116. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

ক) ভাবরস
খ) মধুর রস
গ) প্রেমরস
ঘ) লীলারস

55117. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?

ক) একাগ্রতায়
খ) সমান ব্যবহারে
গ) সম ভাবনায়
ঘ) একযোগে

55118. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?

ক) মমতাজ উদদীন আহমেদ
খ) আব্দুল্লাহ আল মামুন
গ) সেলিম আল দীন
ঘ) রামেন্দু মজুমদার

55119. দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ---

ক) উত্তর কোরিয়া
খ) দক্ষিণ কোরিয়া
গ) চীন
ঘ) ভিয়েতনাম

55120. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
খ) অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ) ভূরিভুরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা
ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য

55121. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

ক) মুনীর চৌধুরী
খ) হাসান হাফিজুর রহমান
গ) শামসুর রহমান
ঘ) গাজীউল হক

55122. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?

ক) বঙ্গভাষা ও সাহিত্য
খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ) বাংলা সাহিত্যের কথা

55123. কোনটি মৌলিক শব্দ?

ক) মানব
খ) গোলাপ
গ) একাঙ্ক
ঘ) ধাতব

55124. কোনটি বাগধারা বোঝায়?

ক) চৈত্র সংক্রান্তি
খ) পৌষ সংক্রান্তি
গ) শিরে সংক্রান্তি
ঘ) শিব-সংক্রান্তি

55125. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক
খ) প্যারিস
গ) রোম
ঘ) জেনেভা

55126. ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?

ক) ১৭৮১ থেকে ১৮৪০ পর্যন্ত
খ) ১৭৬০ থেকে ১৮৪০ পর্যন্ত
গ) ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত
ঘ) ১৭১৯ থেকে ১৮৬২ পর্যন্ত

55127. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ২৩ জোড়া
খ) ২৪ জোড়া
গ) ২৫ জোড়া
ঘ) ২১ জোড়া

55128. ঢাকার বিখ্যাত 'তারা মসজিদ' তৈরি করেছিলেন ---

ক) নবাব সলিমুল্লাহ
খ) মির্জা আহমেদ জান
গ) মির্জা গোলাম পীর
ঘ) শায়েস্তা খান

55129. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

ক) ৭ বছর
খ) ৬ বছর
গ) ৫ বছর
ঘ) ৩ বছর

55130. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

ক) ২৪০০ বর্গমাইল
খ) ১৯৫০ বর্গমাইল
গ) ১৭৬০ বর্গমাইল
ঘ) ১২২৫ বর্গমাইল

55131. বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি?

ক) মেঘনা
খ) পদ্মা
গ) সুরমা
ঘ) যমুনা

55133. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?

ক) জুপিটার
খ) ভেনাস
গ) মার্কারী-1
ঘ) মঙ্গল

55135. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ---

ক) ভ্যাটিকান সিটি
খ) মালদ্বীপ
গ) সিঙ্গাপুর
ঘ) আয়ারল্যান্ড

55136. . ইউরোপিয়ান ইউনিয়নের 'সদর দফতর' কোথায় অবস্থিত?

ক) লন্ডন
খ) ব্রাসেলস
গ) হেগ
ঘ) প্যারিস

55137. নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়?

ক) ভিটামিন এ
খ) ভিটামিন সি
গ) আয়োডিন
ঘ) প্রোটিন

55138. মূল্যবোধ পরীক্ষা করে–

ক) ভাল ও মন্দ
খ) ন্যায় ও অন্যায়
গ) নৈতিকতা ও অনৈতিকতা
ঘ) উপরের সবগুলো

55139. জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?

ক) জার্মানি
খ) ফ্রান্স
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য

55140. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

ক) আইন
খ) প্রতীক
গ) ভাষা
ঘ) মূল্যবোধ

55141. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?

ক) অংশগ্রহণ
খ) স্বচ্ছতা
গ) নৈতিক শাসন
ঘ) জবাবদিহিতা

55142. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?

ক) শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন
খ) শাসন প্রক্রিয়া ও সুশাসন
গ) শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া
ঘ) শাসন প্রক্রিয়া ও উন্নয়ন

55143. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?

ক) অংশগ্রহণ
খ) জবাবদিহিতা
গ) স্বচ্ছতা
ঘ) সাম্য ও সমতা

55144. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে-

ক) সুশাসনের শিক্ষা থেকে
খ) আইনের শিক্ষা থেকে
গ) মূল্যবোধের শিক্ষা থেকে
ঘ) কর্তব্যরোধ থেকে

55145. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত তার অর্থ—

ক) সব
খ) কিছুই না
গ) সর্বজনীন
ঘ) কিছু

55147. 'দারফুর' কোথায় অবস্থিত?

ক) কঙ্গো
খ) নাইজেরিয়া
গ) জিম্বাবুয়ে
ঘ) সুদান

55148. পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ ---

ক) জাপান
খ) যুক্তরাজ্য
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জার্মানি

55149. 'নায়াগ্রা জলপ্রপাত' কোথায় অবস্থিত?

ক) এশিয়া
খ) উত্তর আমেরিকা
গ) আফ্রিকা
ঘ) দক্ষিণ আমেরিকা

55150. কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় ---

ক) সফটওয়্যার
খ) ডাটা
গ) হার্ডওয়্যার
ঘ) ইউজার

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore