বিষয়ঃ Other

56853. সর্বশেষ কমনওয়েলথ ত্যাগ করে:

ক) গাম্বিয়া
খ) মালদ্বীপ
গ) মােজাম্বিক
ঘ) রুয়ান্ডা

56854. কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?

ক) ভারত
খ) ব্রাজিল
গ) রাশিয়া
ঘ) জার্মানি

56855. ইসরাইলের গােয়েন্দা সংস্থার নাম -

ক) আইএসআই
খ) সিএসআই
গ) মােসাদ
ঘ) ভার্জিনিয়া

56856. এফবিআই' কোন দেশের গােয়েন্দা সংস্থা?

ক) আমেরিকা
খ) যুক্তরাজ্য
গ) জার্মানি
ঘ) ফ্রান্স

56857. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কি?

ক) উচ্চভূমি
খ) নিন্মভূমি
গ) যুক্তভূমি
ঘ) মুক্তভূমি

56858. Renaissance কথাটির অর্থ?

ক) মৃত্যু
খ) বার্ধক্য
গ) পৌঢ়ত্ব
ঘ) নবজীবন

56859. সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম-

ক) দিরহাম
খ) দিনার
গ) মানাত
ঘ) লিরা

56860. সুদান-এর রাজধানী-

ক) মোগাদিসু
খ) ত্রিপলী
গ) খার্তুম
ঘ) কায়রো

56861. মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয়-

ক) রাজা
খ) প্রেসিডেন্ট
গ) প্রধানমন্ত্রী
ঘ) বাদশাহ

56863. বাংলাদেশ পথিকৃত পােশাক কারখানার নাম কি-

ক) ফ্যাশন মেকার্স লিমিটেড
খ) স্কয়ার টেক্সটাইল
গ) মোহাম্মদী গার্মেন্টস গ্রুপ
ঘ) রিয়াজ গার্মেন্টস

56867. প্রথম প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয় :

ক) ১৯৮৮ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৮০ সালে

56868. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন-

ক) ইন্দিরা গান্ধী
খ) ভি.ভি. গিরি
গ) এ পি জে আবুল কালাম
ঘ) রাজেন্দ্র প্রসাদ

56869. অপারেশন সার্চ লাইট কী?

ক) ২৫ মার্চ রাতে নিরীহ বাঙ্গালির উপর পাকিস্তানী হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ অভিযান
খ) মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান
গ) পাকিস্তানী নৌ-শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান
ঘ) কোনটিই নয়

56870. সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ গঠিত হয়-

ক) ৬ ডিসেম্বর, ১৯৬৯
খ) ৫ জানুয়ারি, ১৯৬৯
গ) ২১ ডিসেম্বর, ১৯৬৭
ঘ) ১০ ডিসেম্বর, ১৯৬৮

56871. বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় কত সালে থেকে?

ক) ১৮৪৭ সালে
খ) ১৮২৯ সালে
গ) ১৮৫৬ সালে
ঘ) ১৮৩৮ সালে

56872. আকবর বাংলা জয় করেন:

ক) ১৫২০ সালে
খ) ১৭৫৬ সালে
গ) ১৭৭৬ সালে
ঘ) ১৫৭৬ সালে

56873. যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন-

ক) আহমদ আবদালি
খ) সুলতান মাহমুদ
গ) নাদির শাহ
ঘ) দ্বিতীয় শাহ আব্বাস

56874. সেন রাজবংশের প্রতিষ্ঠাতা-

ক) বিজয় সেন
খ) লক্ষণ সেন
গ) হেমন্ত সেন
ঘ) কোনটিই নয়

56875. “In the Seven Woods” was written by-

ক) George Orwell
খ) Virginia Woolf
গ) W B Yeats
ঘ) Somerset Maugham

56876. “Much Ado About Nothing” is written by-

ক) G.B Shaw
খ) Shakespeare
গ) Edgar Allen poe
ঘ) Ben Johnson

56878. He can not adapt ______ new situations

ক) with
খ) of
গ) to
ঘ) too

56879. Which one is imperative sentence?

ক) Let it be done
খ) The job is done
গ) Close the door
ঘ) She is cooking

56880. She said, " Ugh! I have hated him."

ক) She exclaimed with disgust that she had been hated him.
খ) She exclaimed with disgust that she had hated him.
গ) She exclaimed with sorrow that she had hated him.
ঘ) She exclaimed with disgust that I had hated him.

56882. He asked me what my post was.

ক) I get asked what my post was.
খ) I could asked what my post was.
গ) I was asked what my post was.
ঘ) I had asked what my post was.

56883. Please keep quiet.

ক) You are told for keep quiet.
খ) You are requested to keep quiet.
গ) You are requested for keep quiet.
ঘ) You are told to keep quiet.

56884. Find out the correct sentence.

ক) As soon as he saw me he began to cry
খ) As soon as he is seeing me he began to cry.
গ) As soon as he see me he began to cry.
ঘ) As soon as he saw me he is crying

56885. We waited until the plane —

ক) did not take off
খ) took off
গ) had taken off
ঘ) had not taken off

56886. Choose the correct verb form:

ক) Stink,strinked,stinked
খ) stink,stanked,stanked
গ) stink,stancked,stacked
ঘ) stink. stank, stunk

56887. Identify the informal expression---

ক) Thank you
খ) Hi
গ) Yours obediently
ঘ) Yes

56888. It would be pleasant if we---where to go.

ক) Know
খ) knew
গ) known
ঘ) knows

56889. Jamal and I---to school.

ক) Walking walks
খ) walks
গ) walk
ঘ) are walk

56890. What does the following sentence mean? ‘They have yet to make a decision’

ক) They have made a decision
খ) They are ready to make a decision
গ) They have not made a decision
ঘ) They are about to make a decision

56891. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?

ক) কায়কোবাদ
খ) মীর মশাররফ হোসেন
গ) মোজাম্মেল হক
ঘ) ইসমাইল হোসেন সিরাজী

56892. ‘রাজসিংহ’ উপন্যাস কার রচনা?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী নজরুল ইসলাম

56893. ‘দত্তকুলোদ্ভব’ কবি কে?

ক) সুধীন্দ্রনাথ দত্ত
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) অজিত দত্ত
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

56894. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

ক) পরাকাষ্ঠা
খ) অভিব্যক্তি
গ) পরিশ্রান্ত
ঘ) অনাবৃষ্টি

56895. ‘অপমৃত্যু’ শব্দের ‘অপ’ উপসর্গটির অর্থ কি?

ক) নিকৃষ্ট
খ) স্থানান্তর
গ) বিকৃত
ঘ) অপ্রকৃস্থ

56896. দিন ও রাত্রির সন্ধিক্ষণ-

ক) গোধূলি
খ) সুবহে সাদেক
গ) সন্ধ্যাকাল
ঘ) ক ও খ উভয়ই

56897. ‘সতীর্থ’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক) একই উদরে জন্ম
খ) একই গুরুর শিষ্য
গ) একই পরিবারের সদস্য
ঘ) একই শহরের অধিবাসী

56898. তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যের রূপান্তর-

ক) তোমার বেড়ানো হলো
খ) তোমার বেড়ানো শেষ
গ) তুমি বেড়িয়ে এলে
ঘ) তোমা কর্তৃক বেড়ানো হলো

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore