বিষয়ঃ Other

56851. f(x) = x² + 1/x +1 এর অনুরূপ কোনটি?

ক) f(1) = 1
খ) f(0) = 1
গ) f(-1) = 3
ঘ) f(1) = 3

56853. ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের-

ক) ৩১ জানুয়ারি
খ) ৩০ মার্চ
গ) ৩০ এপ্রিল
ঘ) ৩১ মে

56856. ওপেকভুক্ত একমাত্র অ - আরব এশীয় দেশ–

ক) ইরান
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) ফিলিপাইন

56857. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল–

ক) ৪ এপ্রিল, ১৯৪৯
খ) ৩ জানুয়ারি, ১৯৫৪
গ) ২৬ মে, ১৯৫৫
ঘ) ১ ফেব্রুয়ারি, ১৯৫৬

56858. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?

ক) ব্রিটেন
খ) ফ্রান্স
গ) অস্ট্রেলিয়া
ঘ) নিউজিল্যান্ড

56859. নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-

ক) নামিবিয়া
খ) ভ্যাটিক্যান সিটি
গ) কিউবা
ঘ) পানামা

56861. জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

ক) হারারে, ১৯৮৯ সাল
খ) বেলগ্রেড, ১৯৬১ সাল
গ) হাভানা, ১৯৭৩ সাল
ঘ) কায়রো, ১৯৭০ সাল

56863. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল–

ক) সুয়েজ খাল
খ) কোরীয় যুদ্ধ
গ) পাক-ভারত যুদ্ধ – ১৯৬৫
ঘ) ফকল্যান্ড

56865. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম–

ক) ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
খ) জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
গ) স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ঘ) ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাঁসে

56866. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-

ক) তাজিকিস্তান
খ) কাজাখস্তান
গ) উজবেকিস্তান
ঘ) কিরগিজস্তান

56867. ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-

ক) মাকাও
খ) হাইতি
গ) ওকিনাওয়া
ঘ) ভিয়েতনাম

56869. আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-

ক) ১৯৭৮ সালে
খ) ১৯৭০ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭৪ সালে

56870. বেনেলাক্স” বলতে যে দেশগুলোকে বোঝায়-

ক) ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
খ) সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
গ) চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
ঘ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ

56871. ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে । এর ভাস্কর এর নাম–

ক) নভেরা আহমেদ
খ) হামিদুজ্জামান খান
গ) আব্দুল্লাহ খালেক
ঘ) সুলতান ইসলাম

56872. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা–

ক) মারিস্যা ভ্যালি
খ) খাগড়া ভ্যালি
গ) জাবরী ভ্যালি
ঘ) ভেঙ্গী ভ্যালি

56873. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল –

ক) ইউরোপের হল্যান্ড থেকে
খ) দক্ষিণ আমেরিকা পেরু-চিলি থেকে
গ) আফ্রিকার মিশর থেকে
ঘ) এশিয়ার থাইল্যান্ড থেকে

56874. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-

ক) সাঁওতাল
খ) মাওরি
গ) মুরং
ঘ) গারো

56875. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত–

ক) নোয়াখালীর ছাগলনাইয়া
খ) চট্টগ্রামের বাশখালি
গ) খুলনার মংলা
ঘ) পটুয়াখালীর কুয়াকাটা

56876. ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-

ক) রাজা ত্রিদিব রায়
খ) রাজা ত্রিভুবন চাকমা
গ) জুম্মা খান
ঘ) জান বকস খাঁ

56877. সোয়াচ অব নো গ্রাউণ্ড’ এর মানে-

ক) একটি খেলার মাঠ
খ) একটি প্লাবন ভূমির নাম
গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ঘ) ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউণ্ডের নাম

56878. বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-

ক) তেতুলিয়া
খ) বাংলাবান্ধা
গ) নকশালবাড়ি
ঘ) পঞ্চগড়

56879. বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-

ক) প্লাইসটোসিন যুগের
খ) টারশিয়ারী যুগের
গ) মায়োসিন যুগের
ঘ) ডেবোনিয়ান যুগের

56880. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ প্রথম কার্যক্রম স্থাপিত হয়-

ক) সদরঘাটে
খ) চাঁদনীঘাটে
গ) পোস্তগোলায়
ঘ) শ্যামবাজারে

56881. বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-

ক) ৫ মে, ১৯৯৪
খ) ৬ এপ্রিল, ১৯৯৪
গ) ৫ মে, ১৯৯৫
ঘ) ৭ মে ১৯৯৫

56882. লালবাগ কেল্লার মাঝে সমাহিত শায়েস্তা থান এর কন্যার আসল নাম

ক) পরীবিবি
খ) ইরান দুখত
গ) জাহানারা
ঘ) মরিয়ম

56885. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়–

ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে

56887. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক) ষড় + ঋতু
খ) ষড় + ঋতু
গ) ষট + ঋতু
ঘ) ষট্ + ঋতু

56889. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

ক) অব্যয় ও শব্দাংশ
খ) নূতন শব্দ গঠনে
গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
ঘ) ভিন্ন অর্থ প্রকাশে

56890. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-

ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্রত্যক্ষ
ঘ) নিরপেক্ষ

56891. ‘লাঠালাঠি’- এটি কোন সমাস ?

ক) প্রাদিসমাস
খ) বহুব্রীহি সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) কর্মধারয় সমাস

56892. Browning was the composer of any of the following poems–

ক) Two voices
খ) The Scholar Gipsy
গ) Andrea del sarto
ঘ) Oneone

56893. Any one of the following pairs are literary collaborators-

ক) Eliot and pound
খ) Yeats and Eliot
গ) Pope and Dryden
ঘ) Shelly and keats

56894. The correct sentence of the followings:

ক) The Nile is longest river in Africa
খ) The Nile is longest river in the Africa
গ) Nile is longest river in Africa
ঘ) The Nile is the longest river in Africa

56895. The best passive form of the sentence: ‘we don’t like idle people’–

ক) We are not liked by idle people
খ) Idle people are not like us
গ) Idle people are not liked by us
ঘ) Idle people are not of our liking

56896. ‘Razzmatazz’ means:

ক) A musical instrument
খ) A well-planned programme
গ) A noisy activity
ঘ) A musical activity

56897. 'To read between the lines' means ---

ক) to concentrate
খ) to suspect
গ) to read carefully
ঘ) to read carefully to find out any hidden meaning

56898. ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-

ক) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
খ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
গ) কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
ঘ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ

56899. মুক্তা হলো ঝিনুকের-

ক) খোলসের টুকরা
খ) চোখের মণি
গ) প্রদাহের ফল
ঘ) জমাট হরমোন

56900. পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-

ক) আদ্রতা
খ) স্থিতিস্থাপকতা
গ) প্লবতা
ঘ) পৃষ্টটান

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore