বিষয়ঃ Other

57001. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

ক) সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব প্রস্তুত করে
খ) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ) মাটির অজৈব লবণনে পরিবর্তিত করে

57002. আল্ট্রাসনোগ্রাফী কী?

ক) নতুন ধরনের এক্সরে
খ) ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তা পাথর বিচূর্ণকরণ

57003. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর‌্য কি?

ক) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
খ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
গ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে
ঘ) কোনিটই নয়

57004. নিত্য ব্যবহার্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?

ক) ফুসফুসে রোগ সৃষ্টি করে
খ) গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে
গ) ওজোন স্তরে ফুটো তৈরি করে
ঘ) দাহ্য বলে অগ্নিকান্ডের সৃষ্টি করে

57005. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?

ক) নদী স্রোতের ব্যবহার করে
খ) যথাযথভাবে হাল ঘুরিয়ে
গ) গুন টানার সময় টানটি সাম্নের দিকে রেখে
ঘ) পাল ব্যবহার করে

57006. কোন সংখ্যাটি বৃহত্তম?

ক) ০.৩
খ) √০.৩
গ) ২/৫
ঘ) ১/৩

57007. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?

ক) ১৮
খ) ২৪৮
গ) ২১৭
ঘ) ২২৪

57010. কোনটি রক্তের কাজ নহে?

ক) কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ) ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ) হরমোন বিতরণ করা
ঘ) জারক রস বিতরণ করা

57011. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?

ক) হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
গ) হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা
ঘ) ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া

57013. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-

ক) সুন্দরম
খ) লোকায়ত
গ) উত্তরাধিকার
ঘ) কিছুধ্বনি

57014. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-

ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
খ) মোহাম্মদ বরকতউল্লাহ,আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
গ) মোহাম্মদ আকরাম হক,মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
ঘ) কাজী ইমদাদুল হক,মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

57015. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল পার্থক্য-

ক) জীবনানুভূতির গভীরতায়
খ) দৃষ্টিভঙ্গির সূক্ষতায়
গ) কাহিনীর সরলতা ও জটিলতায়
ঘ) ভাষার প্রকারভেদ

57016. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-

ক) বিনয় ঘোষ
খ) সিকান্দার আবু জাফর
গ) মোহাম্মদ আকরাম খাঁ
ঘ) তফাজ্জল হোসেন

57017. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

ক) কালীপ্রসন্ন
খ) কালীপ্রসন্ন ঘোষ
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ) এস ওয়াজেদ আলী

57018. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী আব্দুল ওদুদ
গ) মোহাম্মদ লুৎফর রহমান
ঘ) প্রমথ চেীধুরী

57019. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?

ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) গোলাম মোস্তফা
ঘ) শেখ ফজলল করিম

57021. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

ক) আলালের ঘরের দুলাল
খ) জোহরা
গ) মৃত্যুক্ষুধা
ঘ) হাজার বছর ধরে

57022. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?

ক) হাসান হাফিজুর রহমান
খ) আল মাহমুদ
গ) হুমায়ুন আজাদ
ঘ) শক্তি চট্টোপাধ্যায়

57023. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

ক) ২০,০০০ টাকা
খ) ২৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা
ঘ) ৩৫,০০০ টাকা

57025. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক-

ক) আসলের সমান হবে
খ) আসলের চেয়ে বেশী হবে
গ) আসলের চেয়ে কম হবে
ঘ) আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

57027. কোথায় সাতার কাটা সহজ?

ক) পুকুরে
খ) বিলে
গ) নদীতে
ঘ) সাগরে

57028. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

ক) গাড়ির মধ্যেই বসে থাকবেন
খ) কোন গাছের তলায় আশ্যয় নিবেন
গ) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
ঘ) বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন

57030. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?

ক) উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী
খ) পাখি পালন বিষয়াদি
গ) বাজ পাখি পালন বিষয়াদি
ঘ) উড়োজাহাজ ব্যবস্হাপনা

57031. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

ক) প্রতিফলন
খ) প্রতিধ্বনি
গ) প্রতিসরণ
ঘ) প্রতিসরাঙ্ক

57033. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?

ক) শূণ্যতায়
খ) তরল পদার্থে
গ) বায়বীয় পদার্থে
ঘ) কঠিন পদার্থে

57036. am.an=am+n কখন হবে?

ক) m ধনাত্মক হলে
খ) n ধনাত্মক হলে
গ) m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
ঘ) m ও n ধনাত্মক হলে

57037. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

ক) দৈর্ঘ্য X প্রস্থ
খ) ভূমিXউচ্চতা
গ) 2(দৈর্ঘ্য+প্রস্থ)
ঘ) 1/2 (ভূমিXউচ্চতা)

57040. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

ক) ১ কিলোগ্রাম
খ) ১০কিলোগ্রাম
গ) ১০০ কিলোগ্রাম
ঘ) ১০০০ কিলোগ্রাম

57043. 1/2{(a+b)2+(a-b)2}= কত?

ক) a2+b2
খ) a2-b2
গ) {a2+b2}/2-{a2-b2}/2
ঘ) (a+b)2+(a-b2)

57044. ক্যাটালন কোন দেশের ভাষা?

ক) স্পেন
খ) বেলজিয়াম
গ) নাইজেরিয়া
ঘ) মঙ্গোলিয়া

57046. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-

ক) পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিনত করা
খ) সংবিধান থেকে কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
গ) সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
ঘ) জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গনভোট অনুষ্ঠান

57047. এশিয়ার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?

ক) আসিয়ান জোটকে সমার্থন করা
খ) দক্ষিন কোরিয়াকে রক্ষা করা
গ) ভিয়েতনামকে দমন করা
ঘ) জাপানকে সাহায্য করা

57049. গ্লাসনস্ত এর অর্থ কি?

ক) সমাজতন্ত্রের পরিবর্তে গনতন্ত্র প্রতিষ্ঠা
খ) সমাজতন্ত্রের সংগঠন
গ) সমাজতন্ত্র ও গনতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
ঘ) খোলামেলা আলোচনা

57050. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

ক) উয়েন
খ) পেসো
গ) ইউয়ান
ঘ) উয়ন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore