বিষয়ঃ Other

57152. উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়–

ক) অক্সিজেন কম
খ) ঠান্ডা বেশি
গ) বায়ুর চাপ বেশি
ঘ) বায়ুর চাপ কম

57153. কোনটি চৌম্বক পদার্থ?

ক) পারদ
খ) বিসমাথ
গ) এ্যান্টিমনি
ঘ) কোবাল্ট

57154. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

ক) পারদ
খ) ব্রোমিন
গ) ফ্লোরিন
ঘ) আয়োডিন

57157. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য-

ক) মাঝি-মাল্লার সংগ্রমশীল জীবন
খ) জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
গ) চাষী-জীবনের করুন চিত্র
ঘ) চরবাসীদের দুঃখী-জীবন

57158. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

ক) হাতি/হাতী
খ) নারি/নারী
গ) জাতি/জাতী
ঘ) দাদি/দাদ

57159. ‘মোসলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?

ক) মীর মোশাররফ হোসেন
খ) মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ) মোজাম্মেল হক
ঘ) রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

57160. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে—

ক) মহাকাব্যে
খ) নাটকে
গ) পত্রকাব্যে
ঘ) সনেটে

57161. কোনটি ঐতিহাসিক নাটক?

ক) শর্মিষ্ঠ্যা
খ) রাজসিংহ
গ) পলাশীর যুদ্ধ
ঘ) রক্তাক্ত প্রান্তর

57162. মধ্যপদলোপী কর্মধারয় -এর দৃষ্টান্ত

ক) ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
খ) অরুণের মত রাঙা- অরুণরাঙা
গ) হাসি মাখা মুখ- হাসিমুখ
ঘ) ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী

57163. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

ক) ওরা কী করে‌‌ ?
খ) আপনি আসবেন
গ) আমরা যাচ্ছি
ঘ) তোরা খাসনে

57164. ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে—

ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ) বনের পশু বনে থাকতে ভালবাসে
গ) জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

57165. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ—

ক) ধূসর পাণ্ডুলিপি
খ) নাম রেখেছি কোমল গান্ধার
গ) একক সন্ধ্যায় বসন্ত
ঘ) অন্ধকার একা

57166. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক) আমি ভাত খাচ্ছি
খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ) আমি দুপুরে ভাত খাই
ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

57167. ‘অনল প্রবাহ’ রচনা করেন কে?

ক) মোজাম্মেল হক
খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ) এয়াকুব আলী চৌধুরী
ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদী

57168. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

ক) জিঞ্জীর-কাজী নজুরুল ইসলাম
খ) সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ
গ) দিলরুবা-আবদুল কাদির
ঘ) নূরনামা-আবদুল হাকিম

57169. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?

ক) ১৯৫১ সালে
খ) ১৯৬১ সালে
গ) ১৯৭১ সালে
ঘ) ১৯৮১ সালে

57170. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

ক) ধন অপেক্ষা মান বড়
খ) তোমাকে দিয়ে কিছু হবে না
গ) ঢং ঢং ঘন্টা বাজে
ঘ) লেখাপড়া কর,নতুবা ফেল করবে

57171. ‘যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কী হবে?

ক) অপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অভূতপূর্ব
ঘ) ভূতপূর্ব

57172. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-

ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ) মধুসূদন ও কুমুদিনী
গ) গোবিন্দলাল ও রোহিনী
ঘ) সুরেশ ও অচলা

57173. কোন বাক্যে ‘ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

ক) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কাজে লেগে যাও
খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
গ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কী খাবে বল
ঘ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,নিজের পায়ে দাঁড়াও

57174. কোন দুটি অঘোষ ধ্বনি?

ক) চ,ছ
খ) ড,ঢ
গ) ব,ভ
ঘ) দ,ধ

57175. ‘গোঁফ-খেজুরে’ -এ বাগ্‌ধারাটির অর্থ কী?

ক) আরামপ্রিয়
খ) উদাসীন
গ) নিতান্ত অলস
ঘ) পরমুখাপেক্ষী

57176. কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?

ক) সিঙ্গাপুর
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) দক্ষিণ কোরিয়া

57177. ১৯৯১ সনের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা জয় করে?

ক) মাইকেল চ্যং
খ) জিন ফিলিপস
গ) মাইকেল স্টিচ
ঘ) জিমি কেনোর্স

57179. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) জাপানের নাগাসাকিতে
খ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
গ) রাশিয়ার আশখাবাদে
ঘ) কানাডার ভেন্‌কুবার

57180. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

ক) কুয়েত
খ) নাইজেরিয়া
গ) সৌদি আরব
ঘ) ভেনিজুয়েলা

57181. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

ক) ১৯৮৯ সাল থেকে
খ) ১৯৬৬ সাল থেকে
গ) ১৯৬৭ সাল থেকে
ঘ) ১৯৬৮ সাল থেকে

57182. ‘International Institute on Ageing’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

ক) জেনভো
খ) রোম
গ) প্যারিস
ঘ) ভ্যালেটা

57184. UNIDO এর সদর দপ্তর কোথায়?

ক) ভিয়েনা
খ) হেগ
গ) জেনেভা
ঘ) সদর দপ্তরবিহীন
Note : UNIDO এর সদর দপ্তর কোথায়- UNIDO এর প্রধান কার্যালয় ভিয়েনায়। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং ইউরোপের একটি ঐতিহাসিক শহর। অস্ট্রিয়ার সবথেকে বড় শহর। Vienna, Austria.

57185. ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?

ক) ২ অক্টোবর (সকাল)
খ) ২ অক্টোবর (মাঝরাতে)
গ) ১ অক্টোবর (দুপুরে)
ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)

57189. 'এশিয়া ওয়াচ ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?

ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
খ) জেলখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্র্যব রপ্তানি
গ) পাকিস্তানের কাছে মিসা‌ইল বিক্রি
ঘ) আলজেরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্রর প্রযুক্তি বিক্রি

57192. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

ক) ভারতে
খ) পাকিস্তান
গ) শ্রীলঙ্কায়
ঘ) বাংলাদেশে

57193. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি?

ক) ইউরোপ
খ) উত্তর আমেরিকায়
গ) অস্টোলিয়া ও নিউজিল্যান্ডে
ঘ) উত্তর নাই
Note : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট 2022 অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ Hong kong - 85.29 year

57194. উৎপাদিত পণ্য বিক্রির হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা?

ক) আই বি এম
খ) জেনারেল মটরস
গ) রয়াল চাড়/শেল
ঘ) ইক্‌সন

57196. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়–

ক) আয়ন বায়ু
খ) প্রত্যায়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু

57197. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

57198. নিচের কোন উক্তিটি সঠিক?

ক) বায়ু একটি যৌগিক পদার্থ
খ) বায়ু একটি মৌলিক পদার্থ
গ) বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

57199. প্রবল জোয়ারের কারণ , এ সময়—

ক) সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
গ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

57200. ফিউশন প্রক্রিয়ায়—

ক) একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
খ) একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
গ) ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়
ঘ) একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore