বিষয়ঃ Other

57202. সাধারন স্ট্রোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল—

ক) নাইট্রিক এসিড
খ) সালফিউরিক এসিড
গ) এমোনিয়াম ক্লোরাইড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড

57203. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো—

ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ) পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়

57204. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়—

ক) রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ) রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ) কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

57205. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার—

ক) সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি
খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
গ) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা
ঘ) গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

57206. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন—

ক) এটি হাল্কা ও দামে সস্তা
খ) এটি সব দেশেই পাওয়া যায়
গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

57207. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর—

ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
খ) প্রতিসরণ
গ) বিচ্ছুরণ
ঘ) পোলারায়ন

57208. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে—

ক) ৭৫ ডি বি
খ) ৯০ ডি বি
গ) ১০৫ ডি বি
ঘ) ১২০ ডি বি

57209. আকাশে বিজলী চমকায়—

ক) মেঘের অসংখ্য জলকনা ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
খ) দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
গ) মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

57210. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন—

ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

57211. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে—

ক) অফসেট মুদ্রণ পদ্ধতিতে
খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ) ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
Note : 'পোলারয়েড' বিশেষভাবে তৈরি স্বচ্ছ মাধ্যম। এর মধ্যে দিয়ে সাধারণ আলো পাঠালে সমবর্তিত আলো পাওয়া যায়। এ সূত্র কাজে লাগিয়ে ফটোকপি মেশিন তৈরি করা হয়। রোদ চশমা, ক্যামেরার লেন্সের সামনে লাগানোর ফিল্টার ইত্যাদিতে আলোর ঝলসানোভাব কমানোর জন্য পোলারয়েডের ব্যবহার রয়েছে।

57213. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?

ক) ৭২:১০৫
খ) ৭২:৩৫
গ) ৩৫:৭২
ঘ) ১০৫:৭২

57215. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

ক) ২.০৫৭৩৪
খ) ০.০২৫৭৩৪
গ) ০.০২০৫৭৩৪
ঘ) ২০.৫৭৩৪৪০

57220. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত?

ক) ৬৪√৩ বর্গমিটার
খ) ১৯২বর্গমিটার
গ) ৬৪ বর্গমিটার
ঘ) ৩২√৩ বর্গমিটার

57221. a⁴+4 এর উৎপাদক কী কী?

ক) (a²+2a+2)(a²+2a-2)
খ) (a²+2a+2)(a²-2a+2)
গ) (a²-2a+2)(a²+2a-2)
ঘ) (a²-2a-2)(a²+2a-2)

57223. 2x²-x-15 এর উৎপাদক কী কী?

ক) (x+6)(x-5)
খ) (x-5)(x-6)
গ) (x+3)(2x-5)
ঘ) (2x+5)(x-3)

57228. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-

ক) সরকারি নির্দেশ
খ) দূর থেকে চোখে পড়বে বলে
গ) তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
ঘ) দেখতে সুন্দর লাগে

57229. মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-

ক) ১৯৫৬ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৩ সালে

57230. 'ট্রাফালগার স্কোয়ার' কোন শহরে অবস্থিত?

ক) ওয়াশিংটন
খ) প্যারিস
গ) মস্কো
ঘ) লন্ডন

57231. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-

ক) লিওপোন্ডভিল
খ) জিম্বাবুয়ে
গ) জিবুতি
ঘ) জায়ারে ( আপডেট: গনতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র )

57232. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল............

ক) ১৪ জুলাই ১৭৮৯
খ) ৭ জুন ১৭৮৮
গ) ৫ অক্টোবর ১৭৮৮
ঘ) ২৬ আগস্ট ১৭৮৮

57233. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-

ক) ওএইউ
খ) আরব লীগ
গ) জিসিসি
ঘ) ওএএম

57234. হাজার হ্রদের দেশ কোনটি?

ক) নরওয়ে
খ) ফিনল্যাণ্ড
গ) ইন্দোনেশিয়া
ঘ) জাপান

57236. ‘৫০০ দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-

ক) ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
খ) রুমানিয়াতে গণতন্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
ঘ) পূর্ব জামার্নি হতে সৌভিয়েত সৈন্য প্রতাহার সম্পন্ন করা

57237. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

ক) দামেস্ক চুক্তি
খ) আলজিয়ার্স চুক্তি
গ) কায়রো চুক্তি
ঘ) বৈরুত চুক্তি

57239. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-

ক) পিকিং স্পোর্টস স্টেডিয়াম
খ) বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
গ) ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
ঘ) চায়না স্টোর্টস স্টডিয়াম

57240. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-

ক) ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
খ) ইরাকের কুয়েত দখল অবসান করা
গ) স্বল্প মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
ঘ) উপরের সবকটি

57241. জাপান পার্ল হারবার আক্রমণ করে-

ক) ৭ ডিসেম্বর,১৯৪১
খ) ২৩ জুন,১৯৪২
গ) ৩ ডিসেম্বর,১৯৪২
ঘ) ২৬ জুলাই,১৯৪৩

57242. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

ক) মহাস্থানগড়ে
খ) শাহজাদপুরে
গ) নেত্রকোনায়
ঘ) রামপালে

57243. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

ক) লাল-সবুজ-হলুদ-লাল সবুজ
খ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

57244. মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল–

ক) মহাস্থান
খ) কর্ণসুবর্ণ
গ) পুন্ড্রনগর
ঘ) রামাবর্তী

57245. “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা–

ক) জহির রায়হান
খ) গাফফার চৌধুরী
গ) শামসুর রাহমান
ঘ) মাহবুব উল আলম চৌধুরীর

57246. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে–

ক) রানীগঞ্জে
খ) বিজয়পুরে
গ) টেকেরহাটে
ঘ) বাগালীবাজারে

57247. বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?

ক) জামালপুর
খ) ফরিদপুর
গ) জামালগঞ্জ
ঘ) হিলি

57248. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে?

ক) ফখরুদ্দিন মোবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
গ) আকবর
ঘ) ঈসা খাঁন

57249. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন–

ক) শায়েস্তা খাঁ
খ) নওয়াব সলিমুল্লাহ
গ) মির্জা আহমেদ জান
ঘ) মির্জা গোলাম পীর

57250. “গম্ভীরা” বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

ক) চট্টগ্রাম
খ) জামালপুর
গ) রংপুর
ঘ) রাজশাহী
Note : গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদহ জেলা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore