বিষয়ঃ Other

57351. What kind of man is quite the opposite type of “supercilious”?

ক) Affable
খ) Haughty
গ) Disdainful
ঘ) Wicked

57352. ‘Dog day’ means-

ক) a period of being carefree
খ) a period of having youthful flings
গ) a period of misfortune
ঘ) hot weather

57355. People who assume that no evil can befall them are foolishly-

ক) Ardent
খ) Complacent
গ) confident
ঘ) apprehensive

57356. Not many people can commit such a heinous crime ‘in cold blood’. What does the italicized idiom mean?

ক) In cool brain and calculated thought
খ) So patiently and thoughtfully
গ) So impatiently and thoughtlessly
ঘ) Stirred by sudden emotion

57359. What is the meaning of the idiom ‘a round dozen’?

ক) A full dozen
খ) A little less than a dozen
গ) A little more than a dozen
ঘ) Round about a dozen

57360. ‘বাধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

ক) উপন্যাস
খ) নাটক
গ) কবিতা
ঘ) ভ্রমণ কাহিণী

57361. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

ক) উপভােগ
খ) উপগ্রহ
গ) উপসাগর
ঘ) উপনেতা

57362. তুমি তাে ভারি সুন্দর ছবি আঁক!’- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

ক) অনুকার অব্যয়
খ) পদান্বয়ী অব্যয়
গ) অনুসর্গ অব্যয়
ঘ) অনন্বয়ী অব্যয়

57363. ‘Hand out’- এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো:

ক) জ্ঞাপনপত্র
খ) তথাপত্র
গ) প্রচারপত্র
ঘ) হস্তপত্র

57364. ‘খনার বচন’- এর মূলভাব কি?

ক) শুদ্ধ জীবনযাপন রীতি
খ) সামাজিক মঙ্গলবােধ
গ) রাষ্ট্র পরিচালনা নীতি
ঘ) লৌকিক প্রণয়সঙ্গীত

57365. কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে?

ক) আষাঢ়
খ) আষাঢ়.
গ) আয়না
ঘ) আনন

57366. মীর মশাররফ হােসেন রচিত গ্রন্থ হচ্ছে:

ক) আলালের ঘরের দুলাল
খ) হতােম প্যাঁচার নক্সা
গ) কলিকাতা কমলালয়
ঘ) গাজী মিয়ার বস্তানী

57367. বেগম রোকেয়া সাখাওয়াত হােসেন রচিত গ্রন্থ কোনটি?

ক) পদ্মাবতী
খ) পদ্মগোখরা
গ) পদ্মরাগ
ঘ) পদ্মমণি

57368. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

ক) করেছি
খ) করছি
গ) করব
ঘ) করছিলাম

57370. ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?

ক) গােলকনাথ শৰ্মা
খ) রামরাম বসু
গ) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) রাজা রামমোহন রায়

57371. জীবনানন্দ দাশকে নির্জনতার কবি’ বলে আখ্যায়িত করেন কে?

ক) বুদ্ধদেব বসু
খ) নবীন্দ্রনাথ ঠাকুর
গ) সৈয়দ শামসুল হক
ঘ) বিষ্ণু দে

57372. ‘আগুন’- এর সমার্থক শব্দ কোনটি?

ক) অনল
খ) অংশু
গ) জ্যোতি
ঘ) ভাতি

57373. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নীচের কোনটি পাওয়া যায়?

ক) দুর+বস্থা
খ) দুর+বস্থা
গ) দুর+অবস্থা
ঘ) দুঃ+ অবস্থা

57374. কোনটি অপাদান কারক?

ক) জিজ্ঞাসিব জনে জনে
খ) ট্রেন স্টেশন ছেড়েছে
গ) বনে বাঘ আছে
ঘ) গৃহহীনে গৃহ দাও

57375. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:

ক) জামাই ৰারিক
খ) বিবাহ-বিভ্রাট
গ) হিতে বিপরীত
ঘ) বৈকুণ্ঠের খাতা

57376. সাধু ও চলিত ভাষাৰ মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?

ক) বিশেষণ ও ক্রিয়া
খ) বিশেষ্য ও বিশেষণ পদে
গ) ক্রিয়া ও সর্বনাম
ঘ) বিশেষ্য ও ক্রিয়া

57377. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

ক) দোতলা
খ) আশীবিষ
গ) কানাকানি
ঘ) অজানা

57378. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক) রুই
খ) পান-ব্যবসায়ী
গ) পর্ণকা
ঘ) তামসিক

57379. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?

ক) নাম-পদ
খ) মৌলিক শব্দ
গ) কৃদন্ত শব্দ
ঘ) প্রাতিপাদিক

57380. ‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

ক) ফারসী
খ) পর্তুগীজ
গ) ওলন্দাজ
ঘ) পাঞ্জাবী

57382. To meet trouble half way means-

ক) To be puzzled
খ) To get nervous
গ) To be disappointed
ঘ) To bear up

57383. A speech full of too many words is-

ক) A big speech
খ) Maiden speech
গ) An unimportant speech
ঘ) A verbose speech

57385. কোন বানানটি শুদ্ধ?

ক) বিভীষিকা
খ) বিভিষীকা
গ) ভীভিষিকা
ঘ) বীভিষীকা

57386. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) রাজশেখর বসু

57387. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

ক) একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
খ) . একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
গ) . দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ঘ) দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

57388. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত

ক) আট কপালে
খ) উড়নচন্ডী
গ) ছা-পোষা
ঘ) ভূশন্ডির কাক

57389. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত

ক) . সমাজ
খ) পানি
গ) মিছিল
ঘ) নদী

57390. বর্ন হচ্ছে-

ক) বর্ন হচ্ছে-
খ) একসঙ্গে উচ্চারিত হত্তয়া শব্দগুচ্ছ
গ) ধ্বনি নির্দেশক প্রতিক
ঘ) ধ্বনির রুপ

57391. কোনটি বিশেষণ বাচক শব্দ?

ক) জীবন
খ) জীবনী
গ) জীবিকা
ঘ) জীবাণু

57392. .বাংলা লিপির উৎস কী?

ক) চীনা লিপি
খ) সংস্কৃত লিপি
গ) আরবি লিপি
ঘ) ব্রাহ্মী লিপি

57393. যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?

ক) ডাকাবুকা
খ) তুলসী বনের বাঘ
গ) তামার বিষ
ঘ) ঢাকের বাঁয়া

57394. মৌলিক শব্দ কোনটি?

ক) গোলাপ
খ) শীতল
গ) নেয়ে
ঘ) গৌরব

57395. রাবণের চিতা’ বাগধারা টির অর্থ কী?

ক) অনিষ্ট ইষ্ট লাভ
খ) চির অশান্তি
গ) অরাজক দেশ
ঘ) সামান্য কিছু নিয়ে ঝগড়া

57396. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

ক) প্রমথ নাথ চৌধুরী
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) দীনবন্ধু মিত্র

57397. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

57398. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে

ক) ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
খ) বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
গ) প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ) ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

57399. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

ক) ১৯০৩-১৯৭৬ ইং
খ) ১৮৮৯-১৯৬৬ ইং
গ) ১৮৯৯-১৯৭৯ ইং
ঘ) ১৯১০-১৯৮৭ ইং

57400. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

ক) আনোয়ার পাশা
খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র
গ) কুচবরণের কন্যে
ঘ) সোনার শিকল

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore