বিষয়ঃ Other

57401. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –

ক) বিদ্যুৎ এর অপচয় কম হয়
খ) পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ) প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

57402. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে –

ক) তামার দন্ড ও দস্তার পাত
খ) তামার পাত ও দস্তার পাত
গ) কার্বন দন্ড ও দস্তার কৌটা
ঘ) তামার দন্ড ও দস্তার কৌটা

57403. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?

ক) আয়োডিন
খ) ভিটামিন
গ) লৌহ
ঘ) ক্যালসিয়াম

57404. মাছ অক্সিজেন নেয় –

ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

57405. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে–

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

57406. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল –

ক) লাল, হলুদ, সবুজ
খ) লাল, কমলা , বেগুণী
গ) হলুদ, সবুজ , নীল
ঘ) লাল, নীল, সবুজ

57407. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি কারণ–

ক) রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে
খ) বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে

57408. নবায়নযোগ্য শক্তির উৎস –

ক) পারমাণবিক জ্বালানি
খ) পীট কয়লা
গ) পেট্রল
ঘ) সূর্য

57414. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?

ক) ১/ ৮০
খ) ১/ ৮০০
গ) ১/ ৮০০০
ঘ) ১/ ৮

57423. নিচের কোন সংখ্যাটি মৌলিক

ক) ৯১
খ) ১৪৩
গ) ৪৭
ঘ) ৮৭

57424. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?

ক) ইতালি
খ) স্পেন
গ) তুরস্ক
ঘ) গ্রীস

57426. নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম?

ক) ইউনিটা
খ) সান্ডিনিস্টা
গ) কন্ট্রা
ঘ) সোয়াপো

57427. IMF এর সদর দপ্তর কোথায়?

ক) ওয়াশিংটন
খ) মস্কো
গ) লন্ডন
ঘ) নিউইয়র্ক

57428. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল –

ক) ১৯৪৫ সালের আগষ্ট মাসে
খ) ১৯৪৫ সালের মে মাসে
গ) ১৯৪৪ সালের সেপ্টম্বর মাসে
ঘ) ১৯৪৪ সালের আগষ্ট মাসে

57429. কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম---

ক) কাশাভুবু
খ) প্যাট্রিক লুমুম্বা
গ) শোম্বে
ঘ) মবুতু
Note : প্যাট্রিস লুলুম্বা স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী এবং আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। লুলুম্বার নেতৃত্বে প্রবল আন্দোলনের মুখে ১৯৬০ সালে বেলজিয়ানরা কঙ্গোকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। প্যাট্রিস লুলুম্বা হয়ে ওঠেন আফ্রিকার নিষ্পেষিত জনগণের সংগ্রাম আর মুক্তির প্রতীক।

57430. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে –

ক) ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
গ) ১৯৪৫ সালের ৯ এপ্রিল মাসে
ঘ) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

57431. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় –

ক) ওয়েষ্ট মিনিষ্টার এ্যাবে
খ) হোয়াইট হল
গ) মার্বেল চার্চ
ঘ) বুশ হাউজ

57432. যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে –

ক) ব্রিটেন
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া

57433. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত –

ক) রিয়াদ
খ) জেদ্দা
গ) দামেস্ক
ঘ) মক্কা

57435. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –

ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

57436. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল----

ক) ফিলিপাইন
খ) জাপান
গ) ইন্দোনেশিয়া
ঘ) থাইল্যান্ড
Note : বাংলাদেশ ১৯৭৯ - ৮০ ও ১৯৯৯ - ২০০০ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল এবং শেষের বার নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। তখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।

57437. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন

ক) উ থান্ট
খ) ট্রিগভেলি
গ) দ্যাগ হ্যামারশোল্ড
ঘ) কুট ওয়ান্ডহেইম

57438. পিএলও-এর সদর দপ্তর–

ক) রামাল্লা
খ) রাবাত
গ) বেনগাজি
ঘ) মরক্কো

57440. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় –

ক) ১৯৮৪ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৬ সালে

57441. পূর্বাশা দ্বীপের অপর নাম –

ক) নিঝুম দ্বীপ
খ) সেন্টমার্টিন দ্বীপ
গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ
ঘ) কুতুবদিয়া দ্বীপ

57442. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?

ক) ১২০৬ খ্রিঃ
খ) ১৩১০ খ্রিঃ
গ) ১৫২৬ খ্রিঃ
ঘ) ১৬১০ খ্রিঃ

57443. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

ক) শামীম সিকদার
খ) সৈয়দ আব্দুল্লাহ খান
গ) হামিদুজ্জামান খান
ঘ) আব্দুস সুলতান

57444. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-

ক) ড.রমেশচনদ্র মজুমদার
খ) ড.মাহমুদ হাসান
গ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ঘ) স্যার এ এফ রহমান

57445. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

ক) বাবর
খ) হুমায়ুন
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর

57446. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?

ক) ১৭০০ সালে
খ) ১৭৭২ সালে
গ) ১৭৬৫ সালে
ঘ) ১৭৯৩ সালে

57448. পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে –

ক) দু'টি উন্নত জাতের গমশস্য
খ) দু'টি উন্নত জাতের ধানশস্য
গ) দু'টি উন্নত জাতের ভুট্রাশস্য
ঘ) দু'টি উন্নত জাতের ইক্ষু

57449. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –

ক) শায়েস্তা খাঁ
খ) নওয়াব সলিমুল্লাহ
গ) মির্জা আহমেদ জান
ঘ) মির্জা গোলাম পীর

57450. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে—

ক) ১৮৯৭ সালে
খ) ১৯০২ সালে
গ) ১৯২১ সালে
ঘ) ১৯০৫ সালে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore