বিষয়ঃ Other

57551. নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?

ক) প্রভাত সংগীত
খ) সন্ধ্যা সংগীত
গ) প্রভাবতী সম্ভাষণ
ঘ) প্রান্তিক

57552. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?

ক) হেক্টর বধ
খ) ইডিপাস
গ) মুখরা রমণী বশীকরণ
ঘ) ভ্রান্তিবিলাস

57554. ‘আমার সােনার বাংলা’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) গীতাঞ্জলি
খ) স্বরবিতান
গ) গীতবিতান
ঘ) কোনটিই নয়

57555. ‘আমার সােনার বাংলা’ ১ম কোন পত্রিকায় প্রকাশিত হয়-

ক) বঙ্গলিপি
খ) বঙ্গদর্শন
গ) সমচার দর্পণ
ঘ) ধুমকেতু

57556. কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?

ক) আগমনী
খ) কোরবানী
গ) প্রলয়ােল্লাস
ঘ) বিদ্রোহী

57557. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

ক) নাটক
খ) কবিতা
গ) ভ্রমণ কাহিনী
ঘ) উপন্যাস

57558. বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?

ক) ১৯২৩ সনে
খ) ১৯২১ সনে
গ) ১৯১৯ সনে
ঘ) ১৯২২ সনে

57559. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?

ক) বহু চণ্ডালের হাড়
খ) কৈবর্ত খন্ড
গ) ফুল বউ
ঘ) অলীক মানুষ

57560. রােকেয়া সাখাওয়াত হােসেনের 'মতিচূর কোন ধরনের রচনা?

ক) প্রবন্ধ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) আত্মজীবনী

57561. নিচের কোন জন ঔপন্যাসিক ছিলেন?

ক) রিজিয়া রহমান
খ) দিলারা জামান
গ) মমতাজউদ্দীন আহমেদ
ঘ) ঝর্ণাধারা চৌধুরী

57562. আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?

ক) পশ্চিম
খ) দক্ষিণ
গ) উত্তর
ঘ) পূর্ব

57564. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?

ক) ফ্লোরিডা
খ) হাইতি
গ) কিউবা
ঘ) জ্যামাইকা

57565. বলকান রাষ্ট্র নিম্নের কোনটি?

ক) ক্রোয়েশিয়া
খ) লাটভিয়া
গ) পর্তুগাল
ঘ) কোনটিই না

57566. পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর?

ক) আলজেরিয়া
খ) লেবানন
গ) মিশর
ঘ) সিঙ্গাপুর

57567. আটলান্টিক ও ভারতীয় উভয় মহাসাগরের তীরবর্তী দেশ কোনটি?

ক) ভারত
খ) দক্ষিণ আফ্রিকা
গ) জাপান
ঘ) চীন

57568. আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?

ক) উত্তর আমেরিকা
খ) আফ্রিকা
গ) ইউরোপ
ঘ) দক্ষিন আমেরিকা

57569. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?

ক) প্রশান্ত মহাসাগর
খ) ভারত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর
ঘ) উত্তর মহাসাগর

57570. কোনটি দক্ষিণ আমেরিকার দেশ নয়?

ক) পেরু
খ) প্যারাগুয়ে
গ) উরুগুয়ে
ঘ) নিকারাগুয়া

57571. কানাডা কোন মহাদেশে অবস্থিত?

ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) ইউরোপ
ঘ) উত্তর আমেরিকা

57583. ১২ এর কত শতাংশ ১৮ হবে?

ক) ১১০
খ) ১২৫
গ) ১৫০
ঘ) ১৬০

57587. ৯০ কোন সংখ্যার ৬০% ?

ক) ১৫০
খ) ১৬০
গ) ১৪০
ঘ) ১৮০

57588. ১ এর ১০% কত?

ক) ০.১
খ) ○.○১
গ) ১০
ঘ) ১.১

57589. ২ এর কত শতাংশ ৮ হবে?

ক) ২০০
খ) ৪০০
গ) ৩৪৫
ঘ) ৩০০

57593. কোন পর্তুগীজ বাঙ্গালী বিধবাকে বিয়ে করেন এবং বাংলার কবিয়াল হিসেবে খ্যাতি লাভ করেন?

ক) উইলিয়াম কেরি
খ) এন্টনি ফিরিঙ্গি
গ) উইলিয়াম জোনস
ঘ) রামনিধি গুপ্ত

57594. ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় কাকে?

ক) উইলিয়াম কেরি
খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
গ) রামরাম বসু
ঘ) হরপ্রসাদ রায়

57595. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্র্তিষ্ঠিত হয়েছিল?

ক) ১৭৯৯ সালে
খ) ১৮০১সালে
গ) ১৮০০ সালে
ঘ) ১৮০৪ সালে

57596. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?

ক) ত্রিশ দশকের
খ) পঞ্চাশ দশকের
গ) ষাট দশকের
ঘ) চল্লিশ দশকে

57597. উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি?

ক) বিহারীলাল চক্রবর্তী
খ) কায়কোবাদ
গ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

57598. 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?

ক) কবীন্দ্র পরমেশ্বর
খ) সঞ্চয়
গ) শ্রীকর নন্দী
ঘ) কাশীরাম দাস

57599. বটতলার পুঁথি বলতে বুঝায়-

ক) বটতলা নামক স্থানে রচিত কাব্য
খ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
গ) অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোখ সাহিত্য
ঘ) মধ্যযুগীয় কাব্যের হস-লিখিত পাণ্ডুলিপি

57600. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

ক) নাসির মাহমুদ
খ) আলাওল
গ) সৈয়দ সুলতান
ঘ) শাহ মোহাম্মাদ গরীবুল্লাহ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore