বিষয়ঃ Other
57603. শাহনামা মৌলিক গ্রন্থটি কার?
57604. রূপ লাগি আঁখি ঝুর গুনে মন ভোর’ কার রচনা?
57607. দ্রোপদী কে?
57608. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিস্কার করেন?
57609. বেহুলা চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
57610. চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
57611. বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা অভিধান ‘প্রমিত বাংলা বানান অভিধান’ এর লেখক কে?
57612. শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে?
57613. কিউবা কোন সমুদ্রে অবস্থিত?
57617. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে---
57618. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
57621. স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?
57623. করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা ৫০ ভাগ বেশি। তাদের একমাসের বেতনের যোগফল ১০০০০ টাকা। রহিমের বেতন কত?
57624. এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ১০% বড়। স্ত্রী তার চেয়ে x% ছোট। x কত?
57625. একটি গনিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মুল্যে ৬৮ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
57628. কোন গ্রামের ২৫০০০ জনসংখ্যার মধ্যে ১৫০০ জন শিক্ষিত। ঐ গ্রামে শিক্ষিতের হার কত?
57629. একটি ১০০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পর ৩৬% ও ৪% কমতির মধ্যে পার্থক্য কত?
57630. চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ৭৯৫ টাকায় পূর্বে যত চিনি পাওয়া যেত, বর্তমানে তার চেয়ে ৩ কেজি চিনি কম পাওয়া যায়। চিনির বর্তমান দর প্রতি কেজি কত?
57632. ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে, খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
57636. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
57637. কোন পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়, ৬০% ইংরেজীতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ফেল করে কত জন?
57638. কোন দ্রব্যের মূল্য ৬% বেড়ে গেলে, ঐ দ্রব্যের ব্যবহার কি পরিমান কমালে ঐ দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?
57639. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে?
57642. বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
57643. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা-
57644. 'সন্ধ্যাভাষা” কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত।
57645. সুকুমার সেন রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থের নাম -
57646. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থের নাম
57647. চর্যাপদের ভাষা নিয়ে ১৯২০ সালে প্রথম আলোচনা করেন কে?
57648. চর্যাপদের ভাষাকে পশ্চিমবঙ্গের উপভাষা মনে করেন