বিষয়ঃ Other

57301. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-

ক) জিপসাম
খ) বালি
গ) সাজি মাটি
ঘ) চুনাপাথর

57302. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো–

ক) দর্পনের কাজ করে
খ) আতশী কাচের কাজ করে
গ) লেন্সের কাজ করে
ঘ) প্রিজমের কাজ করে

57303. কাজ করার সামর্থ্যকে বলে–

ক) ক্ষমতা
খ) কাজ
গ) শক্তি
ঘ) বল

57304. সমুদ্র স্রোতের অন্যতম কারণ–

ক) বায়ু প্রবাহের প্রভাব
খ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ) সমুদ্রের ঘূর্ণিঝড়

57306. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

ক) নাইট্রোজেন গ্যাস
খ) মিথেন
গ) হাইড্রোজেন গ্যাস
ঘ) কার্বন মনোক্সাইড

57307. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে–

ক) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
গ) লোহাকে টেস্পারিং করা হয়েছে
ঘ) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে

57309. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-

ক) ১০ কিমি
খ) ১০ নিউটন
গ) ২৭ কিমি
ঘ) ৫ কিমি

57310. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে–

ক) বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
খ) পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
গ) কীটপতঙ্গের সাহায্যে
ঘ) ফুলে ফুলে সংস্পর্শে

57311. এক মিটার সমান কত ইঞ্চি?

ক) ৩৭.৩৯ ইঞ্চি
খ) ৩৯.৩৭ ইঞ্চি
গ) ৩৯.৪৭ইঞ্চি
ঘ) ৩৭.৪৯ ইঞ্চি

57320. a–{a–(a+1)} = কত?

ক) a-1
খ) 1
গ) a
ঘ) a+1

57328. আফটা (AFTA) বলতে বোঝায়–

ক) একটি বাণিজ্যিক গোষ্ঠী
খ) পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
গ) একটি বিমান সংস্থা
ঘ) একটি সামরিক চুক্তি

57329. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

ক) বার্সোলনা
খ) জুরিখ
গ) বার্লিন
ঘ) ব্রাসেলস

57330. মালদ্বীপের মুদ্রার নাম কী?

ক) রুপী
খ) ডলার
গ) পাউন্ড
ঘ) রুপাইয়া

57331. এডেন কোন দেশের সমুদ্রবন্দর?

ক) ইয়েমেন
খ) কাতার
গ) ওমান
ঘ) ইরাক

57332. পবিত্রভূমি কোনটিকে বলা হয়?

ক) প্যালেষ্টাইন
খ) জেরুজালেম
গ) জেদ্দা
ঘ) তায়েফ

57333. ‘হারারে’-এর পুরাতন নাম–

ক) সলসবেরী
খ) ফরমোজা
গ) পেট্রোগ্রাড
ঘ) রোডেসিয়া

57334. ওডার-নীস নদী–

ক) পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ) পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমা নির্ধারক
গ) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ) সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যসীমা নির্ধারক

57335. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে–

ক) স্বাভাবিক সুদে
খ) বিনা ‍সুদে
গ) অল্প সুদে
ঘ) অতি সামন্য সুদে

57336. নামিবিয়ার রাজধানী–

ক) কারাভু
খ) উইন্ডহুক
গ) প্রিটোরিয়া
ঘ) কোটাভি

57337. জাতিসংঘ দিবস কোনটি?

ক) ২৪ অক্টোবর
খ) ২৪ সেপ্টেম্বর
গ) ১৭ সেপ্টেম্বর
ঘ) ১৭ অক্টোবর

57338. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-

ক) ৭ জুলাই
খ) ৯ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ মে

57339. সাউথ কমিশনের চেয়ারম্যান–

ক) জুলিয়াস নায়ারে
খ) সুহার্তো
গ) ক্যাষ্ট্রো
ঘ) উত্তর নাই

57340. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

ক) ফ্লোরিডা
খ) পক
গ) জিব্রাল্টার
ঘ) বেরিং

57341. জাপানের পার্লামেন্টের নাম–

ক) ডায়েট
খ) পিনাসাস
গ) নেসেট
ঘ) সোরা

57342. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (IAEA)-এর সদর দফতর কোথায় অবস্থিত?

ক) ভিয়েনা
খ) ওয়াশিংটনে
গ) জেনেভায়
ঘ) ব্রাসেলসে

57343. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী?

ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) বরিশাল
ঘ) হাতিয়া

57344. মা ও মণি হলো–

ক) একটি উপন্যাসের নাম
খ) একটি প্রসাধনী শিল্পের নাম
গ) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
ঘ) একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী

57345. বিকেএসপি হলো–

ক) একটি ক্রিড়া শিক্ষা সংস্থার নাম
খ) একটি সংবাদ সংস্থার নাম
গ) একটি কিশোর ফুটবল টিমের নাম
ঘ) একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম

57346. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো–

ক) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
খ) ঔষধ শিল্পের দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
গ) ঔষধ শিল্পের দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
ঘ) বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্য করা

57347. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক) করতোয়া
খ) গঙ্গা
গ) ব্রহ্মপুত্র
ঘ) মহানন্দা

57348. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক) ২৫০ নটিক্যাল মাইল
খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ২২৫ নটিক্যাল মাইল
ঘ) ১০ নটিক্যাল মাইল

57349. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?

ক) ২ কোটি ৪০ লক্ষ একর
খ) ২ কোটি ৫০ লক্ষ একর
গ) ২ কোটি একর
ঘ) ২ কোটি ২৫ লক্ষ একর

57350. বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়?

ক) রংপুর
খ) ময়মনসিংহ
গ) টাংগাইল
ঘ) ফরিদপুর

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore