বিষয়ঃ Other

57302. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে ?

ক) ডি, উইকিয়াম কেরি
খ) ড, মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড, সুনীতিকুমার চট্রোপাধ্যায়
ঘ) ড, মি, এন, বি, হ্যালহেড

57303. ব্যাকরণের কাজ কী ?

ক) ভালো বক্তা তৈরি করা
খ) ভালো লেখক তৈরি করা
গ) ভাষার অভ্যান্তরীন শৃংখলা নিরুপন করা
ঘ) দ্রুত লেখন শেখানো

57304. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

ক) বাক্যতত্বে
খ) ধ্বনিতত্বে
গ) শব্দতত্বে
ঘ) ভাষাতত্বে

57305. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

ক) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে
গ) শব্দের কথ্য ও লেখ্য রুপে
ঘ) বাক্যের সরলতা ও জটিলতায়

57306. সাধুভাষা সাধারনত অনুপযোগী-

ক) কবিতায়
খ) গানে
গ) ছোটগল্পে
ঘ) নাটকে

57307. বাংলা লিপির উৎস কি?

ক) সংস্কৃত লিপি
খ) চীনা লিপি
গ) আরবি লিপি
ঘ) ব্রাহ্মী লিপি

57308. কক্সবাজারের 'রামু সেনানিবাস' উদ্বোধন করা হয় কবে?

ক) ২৮ শে ফেব্রুয়ারী ২০১৫
খ) ২৭ শে ফেব্রুয়ারী ২০১৫
গ) ১ মার্চ ২০১৫
ঘ) ৩ মার্চ ২০১৫

57309. বাংলাদেশ কখন টু-স্টোক তিন চাকার বেবিট্যাক্সি বাতিল করে -

ক) ২০০০ সনে
খ) ২০০১ সনে
গ) ২০০২ সনে
ঘ) ২০০৩ সনে

57310. বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা?

ক) লালমনিরহাট
খ) হিলি
গ) তেঁতুলিয়া
ঘ) ডোমার

57312. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

ক) ৩১ জানুয়ারী ১৯৫২
খ) ২ ফেব্রুয়ারী ১৯৫২
গ) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ) ২০ জানুয়ারী ১৯৫২

57313. বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?

ক) অষ্টম শতাব্দী
খ) দশম শতাব্দী
গ) দ্বাদশ শতাব্দী
ঘ) ত্রয়োদশ শতাব্দী

57315. বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্বদানকারী প্রথম নারী কমান্ডার কে?

ক) কর্নেল নাজমা সুলতানা
খ) কর্নেল জেসমিন আরা বেগম
গ) কর্নেল ডা. নাজমা বেগম
ঘ) কর্নেল জেসমিন আরা সুলতানা

57316. আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা?

ক) আত্মজীবনী
খ) ভ্রমন কাহিনী
গ) উপন্যাস
ঘ) কাব্য

57319. ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী 'ব্যাবিলন' কোন নদীর তীরে অবস্থিত?

ক) শাত-ইল-আরব
খ) নীলনদ
গ) ইউফ্রেটিস
ঘ) টাইগ্রিস

57321. পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশ কোনটি?

ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) জাপান
ঘ) কোনটিই না

57322. আলু উৎপাদনকারী শীর্ষ দেশ কোনটি?

ক) ইউক্রেন
খ) রাশিয়া
গ) ভারত
ঘ) চীন

57323. পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয়--

ক) ভারতে
খ) বাংলাদেশে
গ) চীনে
ঘ) রাশিয়ায়

57324. চীনের মুদ্রার নাম কি?

ক) ইউয়ান(Yuan)
খ) ইয়েন(Yen)
গ) রিংগিত(Ringgit)
ঘ) ইয়ান ইয়ান(Yan Yan)

57325. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?

ক) State Bank of India
খ) Federal Reserve Bank of India
গ) Reserve Bank of India
ঘ) India Bank

57326. উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুযায়ী ১৯৯০ সালে সর্ববৃহত বিক্রেতা-

ক) আইবিএম
খ) জেনারেল মটরস
গ) রয়াল ডাচ/শেল
ঘ) ইক্সন

57327. ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?

ক) উত্তর
খ) পশ্চিম
গ) পূর্ব
ঘ) দক্ষিণ

57328. Ground Zero কোন ঘটনার সাথে যুক্ত?

ক) 1/11
খ) Black September
গ) Tsunami
ঘ) 9/11

57329. যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলুপ্ত হয়--

ক) ১৮৬৩ সালে
খ) ১৮৯৩ সালে
গ) ১৯৪৫ সালে
ঘ) ১৯৬৪ সালে

57334.

কোনটি জলবায়ুর উপাদান নয়?

ক) আর্দ্রতা
খ) সমুদ্রস্রোত
গ) উষ্ণতা
ঘ) বায়ুপ্রবাহ
Note :

কোনো স্থানের বায়ুর তাপ ,বায়ুর চাপ ,বায়ুর আর্দ্রাতা, বায়ুপ্রবাহ এবং বারিপাত বা অধঃক্ষেপ হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান।। অন্যদিকে জলবায়ুর নিয়ামক অর্থাৎ যেসকল অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো - সমুদ্রস্রোত , অক্ষাংশ , বৃষ্টিপাত, উচ্চতা, পর্বতের অবস্থান ইত্যাদি।

57335. পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে?

ক) পানি দূষণ
খ) মাটি দূষণ
গ) বায়ু দূষণ
ঘ) শব্দ দূষণ

57336. উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-

ক) স্ট্র্যাটোমণ্ডলের উর্দ্ধস্তরে
খ) আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে
গ) ট্রাপোমণ্ডলের উর্দ্ধস্তরে
ঘ) উপরের কোনটিই নয়

57338. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে?

ক) সমুদ্রস্রোত
খ) ধ্রুব নক্ষত্র
গ) বায়ু প্রবাহের দিক
ঘ) অক্ষাংশ

57339. ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) ম্যাঙ্গানিজ

57340. ভূ-পৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে

ক) শুধু তাপ বাড়বে
খ) শুধু চাপ বাড়বে
গ) তাপ ও চাপ উভয়ই বাড়বে
ঘ) তাপ ও চাপ অপরিবর্তিত থাকবে

57341. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্নয়ের যন্ত্রের নাম-----

ক) ক্রনোমিটার
খ) কম্পাস
গ) সিসমোগ্রাফ
ঘ) সেক্সট্যান্ট

57342. 'Power: A New Social Analysis' গ্রন্থটি কার লেখা?

ক) ম্যাকিয়াভেলি
খ) হবস
গ) লক
ঘ) রাসেল

57343. মূল্যবোধ পরীক্ষা করে-

ক) ভাল ও মন্দ
খ) ন্যায় ও অন্যায়
গ) নৈতিকতা ও অনৈতিকতা
ঘ) উপরের সবগুলো

57344. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে--

ক) সুসম্পর্ক গড়ে তোলে
খ) আস্থার সম্পর্ক গড়ে তোলে
গ) শান্তির সম্পর্ক গড়ে তোলে
ঘ) কোনটিই নয়

57346. ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ--

ক) বর্ণহীন
খ) লাল
গ) হলুদ
ঘ) নীল

57347. ঈস্ট এর সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে-

ক) মদ্য শিল্পে (Wine industry)
খ) রুটি শিল্পে (Bakery)
গ) সাইট্রিক এসিড উৎপাদন
ঘ) এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে

57349. পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-

ক) নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ) প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
ঘ) নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে

57350. কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?

ক) লোহিত কণিকায়
খ) শ্বেত কণিকায়
গ) রক্তরসে
ঘ) কোনটিতেই নয়

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore