বিষয়ঃ Other

56951. হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করা হয়-

ক) ১৯১৬ সালে
খ) ১৯১৮ সালে
গ) ১৯১১ সালে
ঘ) ১৯১৫ সালে

56952. বাংলা সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ প্রকাশিত হয়-

ক) ১৭৮০ সালে
খ) ১৭০৪ সালে
গ) ১৭৪২ সালে
ঘ) ১৭৯০ সালে

56953. মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?

ক) মৌর্য বংশ
খ) পাল বংশ
গ) সেন বংশ
ঘ) গুপ্ত বংশ

56954. পাল বংশের পতন হয়-

ক) ১১২৪ সালে
খ) ১২০৪ সালে
গ) ১৩৪২ সালে
ঘ) ১১২৯ সালে

56955. পাট থেকে পরিবেশবান্ধব পলিথিন ব্যাগ উদ্ভাবন করেছেন-

ক) মুহাম্মদ জহিরুল আলম সিদ্দিকী
খ) আজিজ আহমেদ
গ) আব্দুল হাসান
ঘ) ড. মােবারক আহমেদ খান

56956. স্কাই ট্রেনের উদ্ভাবক বাংলাদেশি

ক) জান্নাতুল ফেরদৌস
খ) জাহিদ তানভীন
গ) জাহিদ করিম
ঘ) আতাউল করিম

56957. আয়তনে বড় সিটি কর্পোরেশন-

ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) গাজীপুর
ঘ) সিলেট

56958. ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে

ক) জুন-জুলাইয়ে
খ) জুলাই-অক্টোবর
গ) নভেম্বর-জানুয়ারি
ঘ) মার্চ-এপ্রিল

56959. নিচের কোন ব্যাসবাক্যটি ঠিক আছে?

ক) ক্ষণ ক্ষণ = প্রতিক্ষণ
খ) চৌ চালের সমাহার = চৌচালা
গ) মানের পশ্চাৎ = অনুতাপ
ঘ) আচার্যের সমীপে = উপাচার্য

56960. ‘গোঁফ খেজুরে’ কোন সমাস?

ক) মধ্যপদলোপী বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) ব্যাধিকরণ বহুব্রীহি
ঘ) দ্বিগু

56961. ‘ তিলে তৈল আছে’ বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) অপাদানে ৩য়া
ঘ) কর্মে ৭মী

56963. ‘প্রসারণ’ এর বিপরীত শব্দ ?

ক) সম্প্রসারণ
খ) বিস্তৃতি
গ) প্রশস্ত
ঘ) কোনটি নয়

56964. ‘স্রোতস্বিনী’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) সুধানিধি
খ) গিরি
গ) সরিৎ
ঘ) সমুদ্রকান্তা

56965. ‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রী বাচক?

ক) সমার্থে
খ) বিপরীতার্থে
গ) ক্ষুদ্রার্থে
ঘ) বৃহদার্থে

56966. শুদ্ধ বানানগুচ্ছ কোনগুলো?

ক) ফণিভূষণ, জলোচ্ছ্বাস , সুচরিতাসু
খ) কালীঘাট, বিবাদমান, অহোরাত্রি
গ) প্রাতঃরাশ, সংশপ্তক, কল্যাণীয়াসু
ঘ) দূরালাপনী, তিরষ্কার, অন্তঃসত্তা

56967. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) কিশলয়
খ) তরণি
গ) কুটির
ঘ) সবগুলো

56968. নিচের কোনটি পুরাঘটিত ভবিষ্যৎ কালের উদাহরণ?

ক) তিনি খুলনা থেকে এলেন
খ) এবার মা খেতে ডেকেছেন
গ) দুই আর দুইয়ে চার হয়
ঘ) সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে

56969. কোনটি সম্ভ্রমাত্মক সর্বনাম?

ক) আপনি, আপনারা
খ) সে, তারা
গ) তুমি, তোমরা
ঘ) তুই, তোরা

56970. কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় না ?

ক) তৎসম
খ) বিদেশি
গ) সংস্কৃত
ঘ) তদ্ভব

56971. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

ক) কষ্ট
খ) উপনিষৎ
গ) কল্যাণীয়েষু
ঘ) আষাঢ়

56972. ‘উদ্ঘাটন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) উৎ + ঘটন
খ) উৎ + ঘাটন
গ) উদ্ + ঘটন
ঘ) উদ্ + ঘাটন

56973. ‘মধ্যাহ্ন’ যুক্তবর্ণ গঠিত হয়েছে?

ক) হ + ণ
খ) হ্ + ণ
গ) হ্ + ন
ঘ) কোনটি নয়

56974. ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হলে তাকে বলে

ক) অল্পপ্রাণ।
খ) মহাপ্রাণ
গ) অঘােষ ধ্বনি
ঘ) ঘােষ ধ্বনি

56975. ‘বেঞ্চ > বেঞ্চি’ ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে পড়ে?

ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) অন্তস্বরাগম
ঘ) বিপ্রকর্ষ

56976. উইলিয়াম কেরি রচিত বাংলা অভিধান কোনটি?

ক) বঙ্গীয় শব্দকোষ
খ) ঐতিহাসিক অভিধান
গ) বাংলা ভাষার অভিধান
ঘ) বঙ্গভাষাভিধান

56977. সই কে শুনাইল শ্যাম নাম’ কার উক্তি?

ক) চন্ডীদাস
খ) বড় চন্ডীদাস
গ) জ্ঞানদাস
ঘ) এদের কেউ নন

56978. খাঁটি বাংলা ভাষায় পদ করেছেন

ক) বিদ্যাপতি
খ) চন্ডীদাস
গ) গোবিন্দ দাস
ঘ) জয়দেব

56979. “নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ ?

ক) কাব্যগ্রন্থ
খ) প্রবন্ধ
গ) নাটক
ঘ) গল্পগুচ্ছ

56980. ডঃ মুহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উদ্ভব-

ক) সংস্কৃত থেকে
খ) গৌড়ীয় প্রাকৃত থেকে
গ) মাগধী প্রাকৃত থেকে
ঘ) মৈথালি থেকে

56981. The underlined part of the sentence 'I gave him a piece of my mind.' states –

ক) Expressed love
খ) Fell in love
গ) Expressed anguish
ঘ) Trusted him

56982. Choose the correct sentence-

ক) this is an unique case
খ) this is a very unique case
গ) this is a unique case
ঘ) this is the most unique case

56983. He should have (do) the work.

ক) did
খ) doing
গ) een doing
ঘ) done

56984. Select the pair which has the same relationship. DIVA:OPERA

ক) producer:theatre
খ) director:drama
গ) conductor:bus
ঘ) thespian:play

56985. If Elucidate : Clarity then

ক) Mystify : Enlightenment
খ) Illuminate : Light
গ) Aggravate : Problem
ঘ) Conceal : Oblivion Solution

56988. ‘Toot one’s own horn’ means-

ক) boast
খ) talks a lot
গ) possessive
ঘ) self destruction

56989. What is the meaning of the idiom 'in doldrums"?

ক) Bright
খ) distinct
গ) delighted
ঘ) gloomy

56991. Which word does NOT match with other words?

ক) Pharynx
খ) Bronchiole
গ) Aurcle
ঘ) Alveoli

56992. A person habitually silent or talking little is called:

ক) Tacitrun
খ) Servile
গ) Unequivocal
ঘ) Synoptic

56993. ---- in this display is on sale.

ক) Each furnitures
খ) .Each pieces of furniture
গ) Each piece of furniture
ঘ) Each furniture

56994. Which one is in singular number ?

ক) Criteria
খ) Data
গ) Agenda
ঘ) Index

56995. Echo এর সঠিক Plural হচ্ছে -

ক) Echos
খ) Echoes
গ) Echoistic
ঘ) Echoed

56996. কোন বাক্যটি শুদ্ধ ?

ক) There is book and pen on the table
খ) There are a book and a pen on the table
গ) There are a book on the table
ঘ) There is a book and a pen on the table

56997. A handicapped person is one who -

ক) Works at handicraft
খ) Suffers from some disability
গ) Assigns handicaps to contestants
ঘ) Gives training in manual skill

56998. Which one is the correct statement ?

ক) Do as I tell you ?
খ) Close
গ) Intimate
ঘ) Distant

57000. He _________ in the race to represent his college.

ক) runs
খ) run
গ) running
ঘ) have run

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore