বিষয়ঃ Other

551. Man of blood and iron' বলা হয় কাকে?

ক) অটোমান বিসমার্ক
খ) মহাত্মা গান্ধী
গ) হিটলার
ঘ) লেলিন

552. কাইজার' কোন দেশের রাজাদের বলা হয়?

ক) জাপান
খ) জার্মান
গ) ইতালি
ঘ) মিশর

553. ফ্যাসিজম' এর প্রবর্তক কে?

ক) গর্বাচেভ
খ) হিটলার
গ) মুসোলিনি
ঘ) আব্রাহাম লিংকন

554. কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল?

ক) ফ্রান্স
খ) ইউক্রেন
গ) থাইল্যান্ড
ঘ) ইংল্যান্ড

555. গ্লাসনস্তনীতি' কোন দেশে চালু হয়েছিল?

ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) যুক্তরাজ্য
ঘ) সাবেক সোভিয়েত ইউনিয়ন

556. পৃথিবীর কোন অঞ্চল বলকান নামে পরিচিত?

ক) উত্তর পশ্চিম ইউোপ
খ) দক্ষিণ-পূর্ব ইউরোপ
গ) উত্তর - পশ্চিম আফ্রিকা
ঘ) উত্তর পশ্চিম এশিয়া

557. স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?

ক) নরওয়ে ও সুইডেন
খ) নরওয়ে ও যুক্তরাজ্য
গ) সুইডেন ও যুক্তরাজ্য
ঘ) নরওয়ে ও জার্মানি

558. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?

ক) ডেনমার্ক
খ) বেলজিয়াম
গ) ভিয়েতনাম
ঘ) আর্মেনিয়া

559. কোন মুসলিম শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয়?

ক) বখতিয়ার খলজি
খ) সম্রাট শাহজাহান
গ) হুসেন শাহ
ঘ) সম্রাট বাবর

561. সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন-

ক) জাহাঙ্গীরনগর
খ) জান্নাতাবাদ
গ) ইসলামাবাদ
ঘ) নাসিরাবাদ

562. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

ক) ১৯৫০ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৫৪ সালে

563. বাংলাদেশে বার ভুঁইয়ার অভ্যুত্থান ঘটে-

ক) বাবরের সময়
খ) আওরঙ্গজেবের সময়
গ) জাহাঙ্গীরের সময়
ঘ) আকবরের সময়

564. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজী কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন?

ক) ১২০৪ খ্রিঃ
খ) ১২০৫ খ্রিঃ
গ) ১২০৬ খ্রিঃ
ঘ) ১২০৮ খ্রিঃ

565. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ

566. কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ' মসলিন কাপড়' ঢাকায় তৈরি হত ?

ক) পাল আমলে
খ) মুঘল আমলে
গ) সেন আমলে
ঘ) ইংরেজ আমলে

567. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?

ক) ইসলাম খান
খ) ইব্রাহীম খান
গ) শায়েস্তা খান
ঘ) মীর জুমলা

568. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?

ক) আলী মর্দান খলজী
খ) তুঘরিল খান
গ) শামসুদ্দিন ফিরোজ শাহ
ঘ) ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী

569. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

ক) ফখরুউদ্দিন মোবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
গ) জালালুদ্দিন মুহাম্মদ আকবর
ঘ) ঈসা খান

570. সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত -

ক) ক্যাপ্টেন হকিন্স
খ) এডডয়ার্ডস
গ) স্যার টমাস রো
ঘ) উইলিয়াম কেরি

571. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

ক) বাবর
খ) হুমায়ুন
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর

572. পৃখিবী’র সমার্থক শব্দ-

ক) ক্ষিতিধর
খ) বিসজ
গ) ক্ষিতি
ঘ) `অচল

573. হস্তী'র সমার্থক শব্দ--

ক) তুরগ
খ) কুঞ্জর
গ) অরুরু
ঘ) বাজী

574. স্রবণ শব্দের অর্থ কোনটি ?

ক) ক্ষরণ
খ) জলপ্রপাত
গ) অনুধ্যান
ঘ) নিমজ্জন

575. সুগন্ধে'র সমার্থক শব্দ--

ক) গন্ধবহ
খ) পরিনাহী
গ) পরিমল
ঘ) খোশ আমদেদ

576. ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) বিষু
খ) হিমাংশু
গ) দিশাকর
ঘ) সবিতা

577. সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?

ক) নীরদ
খ) উদধি
গ) মার্তন্ড
ঘ) অবনী

578. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ

ক) সবিতা
খ) অবনী
গ) সুধাকর
ঘ) কলানিধি

579. শিষ্টাচার'- এর সমার্থক শব্দ কোনটি?

ক) নিষ্ঠা
খ) সদাচার
গ) সততা
ঘ) সংযম

580. সূর্য '- এর প্রতিশব্দ ------

ক) সুধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) আদিত্য

581. অন্যান্যে সমীভবনের একটি দৃষ্টান্ত হলো-

ক) বড্ড
খ) উচ্ছ্বাস
গ) বিলিত
ঘ) ফাগুণ

582. লাফ> ফাল- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) স্বরাগম
ঘ) ধ্বনি বিপর্যয়

583. কাঁদনা>কান্না' -কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

ক) অভিশ্রুতি
খ) অপিনিহিতি
গ) সমীভবন
ঘ) বিষমীভবন

585. ধ্বনির পরিবর্তন কত প্রকার?

ক) পাঁচ প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার

586. দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?

ক) ধ্বনি বিপর্যয়
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) অপিনিহিতি
ঘ) বিপ্রকর্ষ

589. ফাল্গুন>ফাগুন-ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে?

ক) ধ্বনিবিকার
খ) শ্রুতিধ্বনি
গ) অন্তর্হতি
ঘ) ধ্বনিবিপর্যয়

590. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

ক) শারিল
খ) হংস > হাঁস
গ) লাফ > ফাল
ঘ) দুর্গা > দুগ্‌গা

591. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক) আগুন
খ) আরমারিও
গ) পিচাশ
ঘ) ইচ্ছে

592. ধ্বনি জ্ঞাপক দিরুক্তি শব্দ --

ক) দরদর
খ) মরমর
গ) কড়কড়
ঘ) নড়নড়

593. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?

ক) সমীভবন
খ) বিষমীভবর
গ) অপিনিহিত
ঘ) অসমীকরণ

594. শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?

ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) অসমীভবন
ঘ) ধ্বনিবিপর্যয়

595. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?

ক) প্রাতিপদিক
খ) অভিশ্রুতি
গ) অপিনিহিতি
ঘ) ধ্বনি-বিপর্যয়

596. 'হারারে' -এর পুরাতন নাম-

ক) সলসবেরি
খ) ফরমোজা
গ) পেট্রোগ্রাড
ঘ) রোডেসিয়া

597. একাডেমি অব সায়েন্স’ কোন দেশের বিখ্যাত লাইব্রেরি?

ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) জার্মানি

598. ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?

ক) পাকিস্তান
খ) ভুটান
গ) নেপাল
ঘ) ভারত

599. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?

ক) জার্মানি
খ) ফ্রান্স
গ) যুক্তরাজ্য
ঘ) রাশিয়া

600. নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?

ক) জার্মানি
খ) চিলি
গ) দক্ষিন আফ্রিকা
ঘ) ভেনিজুয়েলা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore