বিষয়ঃ Other

656. চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ ২ঃ ২ঃ ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে ----

ক) ১০০ ডিগ্রি
খ) ১১৫ ডিগ্রি
গ) ১৩৫ ডিগ্রি
ঘ) ২২৫ ডিগ্রি

658. ৬০ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৩ঃ ৭ঃ ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?

ক) ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
খ) ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
গ) ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
ঘ) ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার

662. সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির ----

ক) বিক্ষেপণ
খ) প্রতিফলন
গ) প্রতিসরণ
ঘ) পোষণ

663. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় --

ক) কঠিন পদার্থ
খ) তরল পদার্থ
গ) বায়বীয় পদার্থ
ঘ) মিশ্র পদার্থ

665. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানা হয় ---

ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ) শক্ত ধাতব অংশ

666. লালবাগের কেল্লা কে স্থাপন করেন?

ক) টিপু সুলতান
খ) শাহ সুজা
গ) শায়েস্তা খান
ঘ) ইসলাম খান

667. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) দিনাজপুর
খ) লালমনিরহাট
গ) রংপুর
ঘ) কুড়িগ্রাম

668. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক) করতোয়া
খ) গড়াই
গ) আত্রাই
ঘ) মহানন্দা

669. Does he speak English well? ' বাক্যটির সঠিক Passive form ----

ক) Is English spoke well by him?
খ) Is English spoken well to him?
গ) Is English spoken well by him?
ঘ) Was English spoken well by him?

670. Refuse' শব্দটির Noun হচ্ছে-----

ক) Refusement
খ) Refuse
গ) Refusing
ঘ) Refusal

671. Joy' শব্দটির Adjective হচ্ছে-----

ক) Enjoy
খ) Jolly
গ) Joyous
ঘ) Joyfull

673. Opinion' শব্দটির Synonym হচ্ছে-----

ক) Fact
খ) Knowledge
গ) Misgiving
ঘ) Belief

674. Abolish' শব্দের Synonym হচ্ছে --

ক) Perform
খ) Create
গ) Cancel
ঘ) Generate

675. কোনটি শুদ্ধ বাক্য?

ক) I suffered from fever for a week.
খ) She found the boy crying.
গ) Let you and he be the witness.
ঘ) Rahim play everyday.

676. Bag and baggage' idiom এর অর্থ হচ্ছে----

ক) Properly
খ) Heavy things
গ) Leaving nothing behind
ঘ) Costly things

679. কোন বানানটি শুদ্ধ?

ক) Achievment
খ) Acheivment
গ) Achievement
ঘ) Acheivement

680. Verb of the word 'new' is ----

ক) Anew
খ) Newness
গ) Newly
ঘ) Renew

681. Noun of the word 'poor' is ----

ক) Poority
খ) Poverty
গ) Poorify
ঘ) Poorness

682. সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কোনটি?

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
ঘ) নিস্ক্রিয় দর্শক

683. সাতপাঁচ ভেবে লাভ নেই'- এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করছে?

ক) অগ্র-পশ্চাৎ
খ) এলোমেলো
গ) সস্তা কথা
ঘ) নানা প্রকার

684. সুসময়ের বন্ধু' নিচের কোন বাগধারা দিয়ে প্রকাশিত হয়?

ক) দা-কুমড়া সম্পর্ক
খ) দুধের মাছি
গ) ননীর পুতুল
ঘ) মানিকজোড়

685. নিচের কোন বাগধারাটির অর্থ সংকীর্ণমনা লোক?

ক) কান ভাঙানো
খ) কুয়োর ব্যাঙ
গ) কিস্তিমাত করা
ঘ) কলমের এক খোঁচা

686. শকুনি মামা'র অর্থ কী?

ক) কুৎসিত মামা
খ) সৎ মামা
গ) কুচক্রী লোক
ঘ) পাতানো মামা

687. রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?

ক) অরাজকতা
খ) শত্রুতা
গ) অনিষ্টের ইষ্ট লাভ
ঘ) চির অশান্তি

688. মগের মুলুক বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি?

ক) অরাজকতা
খ) নতুন আগমন
গ) কপট ব্যক্তি
ঘ) অসম্ভব বস্তু

689. নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ....

ক) তীরে পৌঁছার ঝাক্কি
খ) সঞ্চয়ের প্রবৃত্তি
গ) মুমূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ

690. দুধের মাছি' প্রবাদটির অর্থ কী?

ক) সুসময়ের বন্ধু
খ) স্বার্থপর ব্যক্তি
গ) বেহায়া
ঘ) চালবাজি লোক

691. ঢাকের কাঠি' বাগধারার অর্থ------

ক) সাহায্যকারী
খ) তোষামুদে
গ) বাদক
ঘ) স্বাস্থ্যহীন লোক

692. ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ কী?

ক) অদৃশ্য বস্তু
খ) অস্তিত্বহীন বস্তু
গ) খুব দামি বস্তু
ঘ) সহজলভ্য বস্তু

693. চোরাবালি’ বাগধারাটির অর্থ কি?

ক) অত্যন্ত গোপনে
খ) প্রচ্ছন্ন বিপদ
গ) চুরির অভ্যাস
ঘ) সাবধানী

694. ঘোড়ার ডিম' বাগধারাটির সঠিক অর্থ-

ক) পুষ্টিকর
খ) কিছুই না
গ) অপুষ্টিকর
ঘ) অসম্ভব

695. গভীর জলের মাছ' বাগধারাটির অর্থ নিচের কোনটি?

ক) খুব চালাক
খ) খুব বোকা
গ) কপট ব্যক্তি
ঘ) তোষামদকারী

696. গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কী?

ক) অত্যন্ত অলস
খ) উদাসীন
গ) পরিপাটি
ঘ) পরমুখাপেক্ষী

697. কৈ মাছের প্রাণ’– বাগ্‌ধারাটির অর্থ কী?

ক) নীরোগ শরীর
খ) প্রভাবশালী
গ) যা সহজে মরে না
ঘ) ধামাধরা

698. একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?

ক) আশার কথা
খ) সৌভাগ্যের বিষয়
গ) মজা পাওয়া
ঘ) আনন্দের বিষয়

699. ঊনকোটি চৌষট্টি" বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?

ক) প্রায় সম্পূর্ণ
খ) সহজলভ্য
গ) পক্ষপাতদুষ্ট
ঘ) অলস

700. উনিশ-বিশ' শব্দের সঠিক অর্থ হচ্ছে—

ক) পার্থক্য
খ) সামান্য পার্থক্য
গ) সৌভাগ্য লাভ
ঘ) প্রতারণা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore