বিষয়ঃ Other

701. ইঁদুর কপালে এর বিপরীত বাগধারয়া কোনটি?

ক) অদৃষ্টের পরিহাস
খ) একাদশে বৃহস্পতি
গ) অন্ধকার দেখা
ঘ) কেউকেটা

702. আমড়া কাঠের ঢেঁকি'- এর অর্থ নিচের কোনটি?

ক) দীর্ঘসূত্রতা
খ) অসম্ভব বস্তু
গ) অপদার্থ
ঘ) নিষ্ফল অনুনয়

703. আকাশকুসুম' কথাটির অর্থ কী?

ক) ভয়াবহ সময়
খ) অদৃশ্যবস্তু
গ) অসম্ভব কল্পনা
ঘ) মূল্যহীন

704. অহি-নকুল' শব্দের অর্থ কী?

ক) ভীষণ শত্রুতা
খ) সামান্য লোক
গ) উঠে পড়ে লাগা
ঘ) ভীষণ চক্রান্ত

705. অগ্নিপরীক্ষা’ বাগধারাটির ঠিক অর্থ কোনটি?

ক) কঠিন পরীক্ষা
খ) নিরতিশয় ক্রুদ্ধ
গ) ভীষণ বিপদ
ঘ) ভাগ্যের নিষ্ঠুরতা

706. তাসের ঘর' অর্থ কি?

ক) বিশৃঙ্খলা
খ) এলোমেলো
গ) তাস খেলার ঘর
ঘ) ক্ষণস্থায়ী

707. কোনটি একবচনের উদাহরণ?

ক) বনে বাঘ থাকে
খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ) লোকে বলে
ঘ) মানুষ মরণশীল

709. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?

ক) মালা
খ) দাম
গ) ফুল
ঘ) গ্রাম

710. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?

ক) গ্রাম
খ) কুল
গ) সভা
ঘ) মঙ্গল

712. নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ?

ক) গীতিকা
খ) হিমানী
গ) আয়া
ঘ) লেডি

713. গণক' শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি ?

ক) গণিকা
খ) গণকী
গ) গমকিনী
ঘ) গণকা

714. নিচের কোনটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ নয় ?

ক) সুখী
খ) শ্বশ্রৃ
গ) প্রকৃতি
ঘ) একাদশী

715. নিচের কোনটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দ নয় ?

ক) সূরী
খ) পেতনি
গ) গোরু
ঘ) ত্রয়ী

716. ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ হয়েছে নিচের কোনটিতে?

ক) মালিকা
খ) নাটিকা
গ) গীতিকা
ঘ) ১,২,৩ সবগুলাই

719. শতকরা বার্ষিক ১৫% সুদে ৮,০০০ টাকায় ৬ মাসের সুদ কত?

ক) ৬০০ টাকা
খ) ৭০০ টাকা
গ) ৮০০ টাকা
ঘ) ৫০০ টাকা

720. বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ আসল কত হবে?

ক) ৯৩২ টাকা
খ) ১৫০০ টাকা
গ) ১০০০ টাকা
ঘ) ১২৪৫ টাকা

721. শতকরা ৫ টাকা হার সুদের ১২০ টাকা ৩ বছরে সুদ-আসলে কত হয়?

ক) ১৩৮ টাকা
খ) ১৩৭.৫০ টাকা
গ) ১৪৮ টাকা
ঘ) ১৩৫ টাকা

723. ৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা?

ক) ৫ বছর
খ) ৪ বছর
গ) ৩ বছর
ঘ) ২ বছর

727. বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার ওপর সুদ কত হবে?

ক) ৫০০ টাকা
খ) ৪৫০ টাকা
গ) ৬০০ টাকা
ঘ) ৬৫০ টাকা

729. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ১৮ জোড়া
খ) ২০ জোড়া
গ) ২২ জোড়া
ঘ) ২৩ জোড়া

730. কোনটি মৌলিক পদার্থ?

ক) চিনি
খ) নিয়ন
গ) লবণ
ঘ) পানি

731. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক) বুধ
খ) বৃহস্পতি
গ) মঙ্গল
ঘ) শক্র

732. কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?

ক) জলবায়ু
খ) আর্দ্রতা
গ) বৃষ্টিপাত
ঘ) বায়ুচাপ

733. বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?

ক) ১৯৯০ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ১৯৯৩ সালে

736. ইউনেসকো (UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৬ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৪৮ সালে

737. Who will help you" বাক্যটির সঠিক পরিবর্তিত Voice হবে-

ক) By whom will you be helped?
খ) By whom you will be helped?
গ) By whom would you be helped?
ঘ) By whom you would be helped?

738. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) Good night, how are you?
খ) Ali took admission into that college.
গ) He asked me where did I go.
ঘ) He always speaks the truth.

739. কোনটি শুদ্ধ বানান?

ক) HETROGENUS
খ) HETROGENEOUS
গ) HETEROGENUS
ঘ) HETEROGENEOUS

740. He said to me, "May you have wealth" বাক্যটির indirect speech হবে-

ক) He wished me that I might have wealth.
খ) He wished me that I might had wealth.
গ) He wished me that I should have wealth.
ঘ) He said to me that I might have wealth.

741. Let him sing a song" বাক্যটির সঠিক পরিবর্তিত Voice হবে-

ক) Let a song sing by him.
খ) Let a song be sung by him
গ) Let a song be sang by him
ঘ) Let a song sung by him

746. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) He will avail the opportuntiy.
খ) I should take leave of you.
গ) I have seen two deers.
ঘ) Television is a wonderful discovery.

747. Still waters run deep. এখানে "Still" শব্দটি--

ক) Noun
খ) Pronoun
গ) Adjective
ঘ) Adverb

748. কোনটি শুদ্ধ বানান?

ক) MISIONARY
খ) MISSIONARY
গ) MISIONERY
ঘ) MISSIONERY

749. অশোক সৈয়দ কার ছদ্মনাম?

ক) আবদুল মান্নান সৈয়দ
খ) সৈয়দ আজিজুল হক
গ) আবু সয়ীদ আইয়ুব
ঘ) সৈয়দ শামসুল হক

750. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?

ক) বীরবল
খ) ভিমরুল
গ) অনিলা দেবী
ঘ) যাযাবর

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore