বিষয়ঃ Other

60602. কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?

ক) ভিটামিন 'ই'
খ) ভিটামিন 'এ'
গ) ভিটামিন 'বি'
ঘ) ভিটামিন 'ডি'

60603. Find out the correct synonym of ‘TENUOUS’-

ক) Vital
খ) Thin
গ) Careful
ঘ) Dangerous

60604. কোনটিকে বলা হয় 'নিশীথ সূর্যের দেশ'?

ক) সুইডেন
খ) ফ্রান্স
গ) নরওয়ে
ঘ) কোনোটিই নয়

60605. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো---

ক) প্রায় ১২ ঘণ্টা
খ) প্রায় ২৪ ঘণ্টা
গ) প্রায় ৬ ঘণ্টা
ঘ) চাঁদের তিথি অনুসারে ভিন্ন

60607. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---

ক) মৌসুমি বায়ুর প্রভাবে
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
গ) স্থল বায়ুর প্রভাবে
ঘ) আয়ন বায়ুর প্রভাবে

60608. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?

ক) বুধবার
খ) বৃহস্পতিবার
গ) শুক্রবার
ঘ) শনিবার

60609. Telephone : Cable : : Radio : ?

ক) Microphone
খ) Wireless
গ) Electricity
ঘ) Wire

60610. হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় ----

ক) প্রতি একশত বছর পর পর
খ) আশি বছর পর পর
গ) দুইশত বছর পর পর
ঘ) ছিয়াত্তর বছর পর পর

60611. . ধ্রুবতারা দেখা যায় ---

ক) পূর্ব গোলার্ধে
খ) পশ্চিম গোলার্ধে
গ) উত্তর গোলার্ধে
ঘ) সব গোলার্ধে

60612. কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে–

ক) পিছনে
খ) সামনে
গ) ডান পার্শ্বে
ঘ) বাম পার্শ্বে

60613. ০.৪ × ০.০২ × ০.০৮ = ?

ক) ০.৬৪
খ) ০.০৬৪
গ) .০০০৬৪
ঘ) ৬.৪০

60614. পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল ---

ক) অপরিবর্তীত থাকে
খ) কমে যায়
গ) বেশি হয়
ঘ) প্রথমে কমে, পরে বাড়ে

60615. ৫–এর কত শতাংশ ৭ হবে–

ক) ৪০
খ) ১২৫
গ) ৯০
ঘ) ১৪০

60616. সৌরজগতের বৃহত্তম গ্রহ ---

ক) বৃহস্পতি
খ) বুধ
গ) শনি
ঘ) পৃথিবী

60617. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু–ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু–কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?

ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে;
খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে;
গ) দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে;
ঘ) কোনটিই নয়

60618. কোনটি 'পিংক সিটি' নামে পরিচিত?

ক) টোকিও
খ) দিল্লি
গ) বেইজিং
ঘ) জয়পুর

60619. পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর ---

ক) অ্যান্টার্কটিক
খ) আটলান্টিক
গ) প্রশান্ত
ঘ) ভারত

60622. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়–

ক) পাবক
খ) বহ্নি
গ) হুতাশন
ঘ) প্রজ্বলিত

60623. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক) কপার
খ) এলুমিনিয়াম
গ) জিংক
ঘ) লৌহ

60626. পানির খরতার কারণ ----

ক) ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ
খ) ক্যালসিয়াম ক্লোরাইড লবণ
গ) ক্যালসিয়াম সালফেট লবণ
ঘ) ক্যালসিয়াম কার্বনেট লবণ

60630. ১৭ সে. মি., ১৫ সে. মি., ৮ সে. মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে–

ক) সমবাহু
খ) সমদ্বিবাহু
গ) সমকোণী
ঘ) স্থূলকোণী

60633. logx(3/2)=−1/2 হলে, X-এর মান–

ক) 4/9
খ) 9/4
গ) √(3/2)
ঘ) √(2/3)

60635. x2−5x+6<0 হলে–

ক) 2 &lt; x &lt; 3
খ) -3 &lt; x &lt; -3
গ) x &lt; 2
ঘ) x &lt; 3

60636. x2−3x+1=0 হলে (x2−1/x2) এর মান–

ক) 5√3
খ) 3√5
গ) 4√5
ঘ) 6√5

60640. ওয়াই–ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?

ক) তামার তার
খ) অপটিক্যাল ফাইবার
গ) তারহীন সংযোগ
ঘ) উপরের সবকটি

60642. TCP দিয়ে কোনটি বুঝানো হয়?

ক) প্রোগ্রাম
খ) প্রোটোকল
গ) প্রোগ্রামিং
ঘ) ফ্লোচার্ট

60643. ই–মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP–এর পূর্ণরূপ কী?

ক) Simple Message Transmission Protocol
খ) Strategic Mail Transfer Protocol
গ) Strategic Mail Transmission Protocol
ঘ) Simple Mail Transfer Protocol

60644. ই–কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৯০ সালে
খ) ১৯৮৮ সালে
গ) ১৯৯৪ সালে
ঘ) ১৯৯৮ সালে

60647. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?

ক) এটির নির্মাতা গুগল
খ) এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
গ) এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
ঘ) উপরের সবগুলো সঠিক

60648. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

ক) ২৫৬ টি
খ) ৪০৯৬ টি
গ) ৬৫৫৩৬ টি
ঘ) ৪২৯৪৯৬৭২৯৬ টি

60650. IP-V6 এড্রেস কত বিটের?

ক) ১২৮
খ) ৩২
গ) ১২
ঘ) ৬

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore