বিষয়ঃ Other

60703. সলোমন–দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর
ঘ) আর্কটিক মহাসাগর

60704. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?

ক) ভারত ও নেপাল
খ) পাকিস্তান ও চীন
গ) ভুটান ও ভারত
ঘ) বাংলাদেশ ও ভারত

60705. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় —

ক) ১৯৯৭ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ২০০১ সালে
ঘ) ২০০০ সালে

60706. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব–

ক) বীর প্রতীক
খ) বীরশ্রেষ্ঠ
গ) বীর উত্তম
ঘ) বীর বিক্রম

60707. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?

ক) ইন্দোনেশিয়া
খ) সেনেগাল
গ) মালদ্বীপ
ঘ) পাকিস্তান
Note : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২) । প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ । পাকিস্তান বাংলাদেশ কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ ।

60711. NILG এর পূর্ণরূপ —

ক) National Information Legal Guide
খ) National Institute of Local Government
গ) National Identity License Guide
ঘ) National Industrial League Group

60712. জাতীয় সংসদে ‘কাউন্টিং’ ভোট কী?

ক) সংসদ নেতার ভোট
খ) হুইপের ভোট
গ) স্পীকারের ভোট
ঘ) রাষ্ট্রপতির ভোট

60713. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?

ক) আলমগীর কবির
খ) খান আতাউর রহমান
গ) হুমায়ুন আহমেদ
ঘ) সুভাষ দত্ত

60714. 'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?

ক) অনল
খ) বহ্নি
গ) পাবক
ঘ) কর

60715. মাত্র ১টি সংসদীয় আসন —

ক) লক্ষ্মীপুর জেলায়
খ) মেহেরপুর জেলায়
গ) ঝালকাঠী জেলায়
ঘ) রাঙ্গামাটি জেলায়

60716. 'গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?

ক) লণ্ড-ভণ্ড হওয়া
খ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
গ) অন্ধ অনুকরণ
ঘ) কোনোটিই নয়

60718. 'অকালে যাকে জাগরণ করা হয়' -- এক কথায় ---

ক) অকুতোভয়
খ) অনন্যসাধারণ
গ) অঘটন ঘটন পটিয়সী
ঘ) অকালবোধন

60719. 'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়'-- এক কথায় ---

ক) মাধুকরী
খ) মধুকর
গ) অর্বাচীন
ঘ) অবিমৃষ্যকারী

60720. 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ষষ্ঠী
খ) অধিকরণে ৭মী
গ) অপাদানে ষষ্ঠী
ঘ) অপাদানে ৭মী

60721. 'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে ২য়া
খ) সম্প্রদান কারকে ৭মী
গ) কর্তৃকারকে ৭মী
ঘ) কর্তৃকারকে ৪র্থী

60722. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন —

ক) বাণিজ্য মন্ত্রণালয়
খ) অর্থ মন্ত্রণালয়
গ) পরিকল্পনা মন্ত্রণালয়
ঘ) শিল্প মন্ত্রণালয়

60723. নিচের কোনটি নিত্য সমাস?

ক) ভালমন্দ
খ) বেয়াদব
গ) পঞ্চনদ
ঘ) দেশান্তর

60724. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে —

ক) ব্র্যাক ব্যাংক
খ) ডাচ-বাংলা ব্যাংক
গ) এবি ব্যাংক
ঘ) সোনালী ব্যাংক

60725. নিচের কোন বানানটি শুদ্ধ?,.

ক) শারীরিক
খ) শারিরীক
গ) শারিরিক
ঘ) শারীরীক

60726. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানী করে —

ক) চীন
খ) ভারত
গ) যুক্তরাজ্য
ঘ) থাইল্যান্ড

60727. কোনটি বহুব্রীহি সমাস?

ক) সুপুরুষ
খ) দশানন
গ) সাদাকালো
ঘ) চৌরাস্তা

60728. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) বাল্মিকী
খ) বাল্মিকি
গ) বাল্মীকি
ঘ) বাল্মীকী

60729. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) সমাস
ঘ) সন্ধি

60730. বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা —

ক) ৬টি
খ) ৮টি
গ) ১০টি
ঘ) ১২টি

60731. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) আহসান হাবীব
খ) ফররুখ আহমদ
গ) শামসুর রাহমান
ঘ) সুকান্ত ভট্টাচার্য

60732. 'হাজার বছর ধরে' রচনাটি কার?

ক) মুনীর চৌধুরী
খ) জহির রায়হান
গ) মোতাহার হোসেন চৌধুরী
ঘ) প্রমথ চৌধুরী

60733. জন্ডিস' একটি ----

ক) কাব্যগ্রন্থ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) গল্প সংকলন

60734. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) I saw his pulse.
খ) I felt his pulse.
গ) I found his pulse.
ঘ) I examined his pulse.

60735. নিচের কোনটি শুদ্ধ বানান ?.

ক) Grammatic
খ) Grammetic
গ) Gramatic
ঘ) Grametic

60736. নিচের কোনটি শুদ্ধ বানান ?

ক) Comentry
খ) Commentry
গ) Commentary
ঘ) Commentery

60737. 'Sacred' শব্দটির Synonym হচ্ছে----

ক) Evil
খ) Secular
গ) Profane
ঘ) Divine

60738. 'Latent' শব্দটির Synonym হচ্ছে----

ক) Conspicious
খ) Concealed
গ) Evident
ঘ) Visible

60739. 'Black sheep' phrase টির অর্থ ----

ক) Wicked man
খ) Costly sheep
গ) A sheep of black colour
ঘ) Big sheep

60740. 'Out and out' phrase টির অর্থ ----

ক) Costly
খ) Briefly
গ) Thoroughly
ঘ) Partially

60742. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর —

ক) পেট্রাপোল
খ) কৃষ্ণনগড়
গ) ডাউকি
ঘ) মোহাদিপুর

60743. বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে —

ক) ফিনল্যান্ডে
খ) ডেনমার্কে
গ) নরওয়েতে
ঘ) সুইডেনে

60745. যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক —-

ক) ঢাকা বিভাগ
খ) রাজশাহী বিভাগ
গ) বরিশাল বিভাগ
ঘ) খুলনা বিভাগ

60747. যে জেলায় হাজংদের বসবাস নেই —

ক) শেরপুর
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) নেত্রকোণা

60748. সরকারি হিসেব মতে বাংলাদেশিদের গড় আয়ু —

ক) ৬৫.৪ বছর
খ) ৬৭.৫ বছর
গ) ৭০.৮ বছর
ঘ) ৭২.০ বছর

60749. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী–পুরুষের অনুপাত —

ক) ১০০ : ১০৬
খ) ১০০ : ১০০.৬
গ) ১০০ : ১০০.৩
ঘ) ১০০ : ১০০

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore