বিষয়ঃ Other
60804. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
60812. 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া?
60813. UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে-
60814. 'পদ্মানদীর মাঝি' কার লেখা?
60815. 'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
60816. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে?
60817. নিচের কোন বাক্যটি শুদ্ধ?..
60818. আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
60819. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
60824. ”RAPIS” অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
60826. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?
60827. একটি সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
60828. একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত?
60830. 'Dead letter' phrase টির অর্থ ----
60832. 'Karim as well as Nayeem -----praise.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে ---
60833. 'He is absorbed------thought.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে ---
60837. মি. রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?
60838. কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?
60840. টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে কয়টি বিক্রয় করতে হবে?
60841. He said to me, "Which book do you want?" বাক্যটির Indirect speech হচ্ছে----
60842. He asked me where I had gone the previous day. বাক্যটির direct speech হচ্ছে----
60843. 30 থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
60847. সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²<64} হলে, P(A) এর উপাদান কয়টি?
60848. 'Who is doing the work? 'বাক্যটির Passive form হচ্ছে----
60849. 'Do not open the door' বাক্যটির Passive form হচ্ছে----