বিষয়ঃ Other

60651. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

ক) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
খ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
ঘ) উপরের কোনটিই নয়

60654. কম্পিউটার সি, পি, ইউ (CPU) এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?

ক) এ. এল. ইউ (ALU)
খ) কন্ট্রোল ইউনিট (Control Unit)
গ) রেজিস্টার সেট (Register Set)
ঘ) কোনটিই নয়

60655. চা পাতায় কোন ভিটামিন থাকে?

ক) ভিটামিন ‘ই’
খ) ভিটামিন ‘কে’
গ) ভিটামিন বি কমপ্লেক্স
ঘ) ভিটামিন ‘এ’

60656. প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমাণ থাকে?

ক) ৪০-৫০ ভাগ
খ) ৬০-৭০ ভাগ
গ) ৮০-৯০ ভাগ
ঘ) ২৫-৩০ ভাগ

60657. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

ক) মেরু অঞ্চলে
খ) বিষুব অঞ্চলে
গ) পাহাড়ের ওপরে
ঘ) পৃথিবীর কেন্দ্রে

60658. ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) আফ্রিকার জোহানেসবার্গে
খ) ব্রাজিলের রিওডিজেনিরোতে
গ) ইতালির রোমে
ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে

60659. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?

ক) ফিশন
খ) মেসন
গ) ফিউশন
ঘ) ফিউশন ও মেসন

60660. কোনটি জারক পদার্থ নয়?

ক) হাইড্রোজেন
খ) অক্সিজেন
গ) ক্লোরিন
ঘ) ব্রোমিন

60661. গ্রিন হাউস কী?

ক) কাঁচের তৈরি ঘর
খ) সবুজ আলোর আলোকিত ঘর
গ) সবুজ ভবনের নাম
ঘ) সবুজ গাছপালা

60663. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

ক) ২৮০ m/s
খ) ০.
গ) ৩৩২ m/s
ঘ) ১১২০ m/s

60664. তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine) —

ক) যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর
খ) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
গ) বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
ঘ) তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর

60665. নীচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?

ক) ডি. এন. এ বা আর. এন. এ. থাকে
খ) শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে
গ) স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
ঘ) রাইবোজোম (Ribosome) থাকে

60666. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) লাইসোজাইম (LYSOZYME)
খ) গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)
গ) সিলিয়া (CILIA)
ঘ) লিম্ফোসাইট (LYMPHOCYTES)

60667. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের —

ক) দশ ভাগে একভাগ
খ) ছয় ভাগের একভাগ
গ) তিন ভাগে একভাগ
ঘ) চার ভাগের একভাগ

60668. ঈষ্টের সংশ্রিষ্টতা নেই কোন শিল্পে?

ক) মদ্য শিল্পে (Wine industry)
খ) রুটি শিল্পে (Bakery)
গ) সাইট্রিক এসিড উৎপাদন
ঘ) এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরীতে

60669. আকাশে রংধনু সৃষ্টির কারণ —

ক) ধুলিকণা
খ) বায়ুস্তর
গ) বৃষ্টির কণা
ঘ) অতিবেগুনি রশ্মি

60670. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?

ক) ভূমিকম্প
খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
ঘ) খরা বা বন্যা

60671. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?

ক) উদ্ধার পর্যায়ে
খ) প্রভাব পর্যায়ে
গ) সতর্কতা পর্যায়ে
ঘ) পুনর্বাসন পর্যায়ে

60672. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) নতুন দিল্লি
খ) কলম্বো
গ) ঢাকা
ঘ) কাঠমান্ডু

60673. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?

ক) সড়ক দুর্ঘটনা
খ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
গ) বায়ু দূষণ
ঘ) ক্যান্সার

60674. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?

ক) অক্ষরেখা
খ) দ্রাঘিমারেখা
গ) উচ্চতা
ঘ) সমুদ্রস্রোত

60677. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

ক) সাদা
খ) লাল
গ) কালো
ঘ) ধূসর

60678. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

ক) গ্রানাইট পাথর
খ) পিতল
গ) ইস্পাত
ঘ) হীরা

60679. কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?

ক) ফণিমনসা
খ) পাথরকুচি
গ) ফার্ণ
ঘ) আদা

60680. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন---

ক) কার্বোহাইড্রেট
খ) প্রোটিন
গ) স্নেহদ্রব্য
ঘ) কোনোটিই নয়

60681. বাংলাদেশের কোন অঞ্চল বেশি করা প্রবণ?

ক) উত্তর-পূর্ব অঞ্চল
খ) উত্তর-পশ্চিম অঞ্চল
গ) দক্ষিণ-পশ্চিম অঞ্চল
ঘ) দক্ষিণ-পূর্ব অঞ্চল

60682. 'চপল' এর বিপরীতার্থক শব্দ ---

ক) স্তব্ধ
খ) গম্ভীর
গ) অলৌকিক
ঘ) অবাস্তব

60683. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক) মেঘনা
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) কর্ণফুলী

60686. BRICS এর সদর দপ্তর কোথায়?

ক) সাংহাই
খ) মস্কো
গ) প্রিটোরিয়া
ঘ) সদরদপ্তর নাই

60689. ‘Black Lives Matter’ কী?

ক) একটি গ্রন্থের নাম
খ) একটি পানীয়
গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
ঘ) একটি NGO

60690. ‘গ্রিন পিস’ যাত্রা শুরু করে–

ক) ১৯৪৫
খ) ২০১১
গ) ২০১৩
ঘ) ১৯৭১

60691. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়–

ক) ২ এপ্রিল ২০১৫
খ) ১৪ জুলাই ২০১৫
গ) ২৪ সেপ্টেম্বর ২০১৪
ঘ) ১০ ডিসেম্বর ২০১৩

60692. ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?

ক) ২২ নটিক্যাল মাইল
খ) ৪৪ নটিক্যাল মাইল
গ) ২০০ নটিক্যাল মাইল
ঘ) ৩৭০ নট

60693. জাতিসংঘের স্থায়ী সদস্য:

ক) জাপান, জার্মানি, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
গ) যুক্তরাষ্ট্র, জার্মানি, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
ঘ) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন

60694. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?

ক) ইতালি
খ) ইংল্যান্ড
গ) ফ্রান্স
ঘ) রাশিয়া

60696. IMF এর সদর দপ্তর অবস্থিত–

ক) ওয়াশিংটন ডিসি
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) রোম

60699. নিম্নের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?

ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) অক্সিজেন
ঘ) মিথেন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore