বিষয়ঃ Other

67801. Straw vote বলতে কী বুঝায়?

ক) Unofficial poll of public opinion
খ) Poll based on random representation
গ) ‘Yes-no’ vote
ঘ) Manipulated elections

67802. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) ১৯০৬ সালে
খ) ১৮৬৪ সালে
গ) ১৯১৯ সালে
ঘ) ১৮৪০ সালে

67803. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

ক) শায়েস্তা খান
খ) শাহ সুজা
গ) টিপু সুলতান
ঘ) ইসলাম খান

67804. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-

ক) নেপাল ও ভুটান
খ) পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
গ) পশ্চিমবঙ্গ ও কুচবিহার
ঘ) পশ্চিমবঙ্গ ও আসাম

67805. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) লর্ড মিন্টো
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড ওয়াভেল

67806. কর্কটক্রান্তি রেখা-

ক) বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়া গিয়াছে
খ) বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়া গিয়াছে
গ) বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়াছে
ঘ) বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত

67807. “সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?

ক) মরহুম আলতাফ মাহমুদ
খ) মরহুম নজরুল ইসলাম বাবু
গ) ড. মনিরুজ্জামান
ঘ) মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল

67808. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?

ক) ভৈরব
খ) হার্ডিঞ্জ
গ) তিস্তা
ঘ) যমুনা

67809. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

ক) উৎকর্ষতা
খ) উৎকর্ষ
গ) উৎকৃষ্ট
ঘ) উৎকৃষ্টতা

67810. ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক) নেতিবাচক
খ) বিয়োগান্ত
গ) নঞর্থক
ঘ) অজানা

67811. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-

ক) মেধাবী
খ) বুদ্ধিমান
গ) বুদ্ধিজীবী
ঘ) মননশীল

67812. যা চিরস্থায়ী নয়-

ক) নশ্বর
খ) অস্থায়ী
গ) ক্ষণিক
ঘ) ক্ষণস্থায়ী

67813. Shakespeare is known mostly for his-

ক) Poetry
খ) Novels
গ) Autobiography
ঘ) Plays

67814. In which century was the Victorian period?

ক) 17th century
খ) 18th century
গ) 19th century
ঘ) 20th century

67815. The correct passive of “Sheila was writing a letter” is –

ক) A letter was written by Sheila
খ) A letter was being writing by Sheila
গ) A letter was being written by Sheila
ঘ) A letter was been written by sheila

67816. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-

ক) প্রায় ১২ ঘন্টা
খ) প্রায় ২৪ ঘন্টা
গ) প্রায় ৬ ঘন্টা
ঘ) চাদের তিথি অনুসার ভিন্ন

67817. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?

ক) চাঁদে কোন জীব নেই তাই
খ) চাঁদে কোন পানি নেই তাই
গ) চাঁদে বায়ুমন্ডল নেই তাই
ঘ) চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই

67818. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হলো-

ক) কম্পিউটার
খ) অফসেট পদ্ধতি
গ) ফটো লিথোগ্রাফী
ঘ) প্রসেস ক্যামেরা

67819. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-

ক) ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
খ) বোতাম টিপিয়া ডায়াল করা
গ) অপটিক্যাল ফাইবারের ব্যবহার
ঘ) নতুন ধরনের মাইক্রোফোন

67820. আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-

ক) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
গ) বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
ঘ) বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%

67821. পীট কয়লার বৈশিষ্ট হল-

ক) মাটির অনেক গভীরে থাকে
খ) ভিজা ও নরম
গ) পাহাড়ী এলাকায় পাওয়া যায়
ঘ) দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

67824. a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c= কত?

ক) 4:7:6
খ) 20:35:24
গ) 20:35:42
ঘ) 24:35:30

67828. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-

ক) ধমনীর ভেতর দিয়ে
খ) শিরার ভেতর দিয়ে
গ) স্নায়ুর ভেতর দিয়ে
ঘ) কোষের ভেতর দিয়ে

67829. কোন গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

ক) মেঘনাদবধ কাব্য
খ) দুর্গেশ নন্দিনী
গ) নীলদর্পণ
ঘ) অগ্নিবীণা

67830. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?

ক) বরিশাল জেলা
খ) ফরিদপুর জেলা
গ) ঢাকা জেলা
ঘ) রাজশাহী জেলা

67831. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

ক) বিষবৃক্ষ
খ) গণদেবতা
গ) আরণ্যক
ঘ) ঘরে বাইরে

67832. ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

ক) হাসান হাফিজুর রহমান
খ) বেগম সুফিয়া কামাল
গ) মুনীর চৌধুরী
ঘ) আবুল বরকত

67833. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

ক) বাংলার প্রকৃতির কথা
খ) বাংলার মানুষের কথা
গ) বাংলার ইতিহাসের কথা
ঘ) বাংলার সাংস্কৃতির কথা

67834. ‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- এ পঙক্তিটি কার রচনা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) শেখ ফজলুল করিম
ঘ) শামসুর রাহমান

67835. “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মীর মোশাররফ হোসেন
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

67837. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?

ক) বারীন্দ্রকুমার ঘোষকে
খ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
গ) বীরজাসুন্দরী দেবীকে
ঘ) মুজাফফর আহমদকে

67838. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?

ক) হুগলী
খ) গৌড়
গ) সোনারগাঁ
ঘ) ঢাকা

67841. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-

ক) বেডেন পাওয়েল
খ) ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
গ) প্যাঁরেজ দ্য কুয়েলার
ঘ) জুয়ান এন্টানিও সামারাঞ্চ

67842. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে-

ক) আরবি ভাষা থেকে
খ) ফরাসি ভাষা থেকে
গ) হিন্দি ভাষা থেকে
ঘ) উর্দু ভাষা থেকে

67843. The correct sentence of the followings–

ক) A new cabinet has been sworn in Dhaka
খ) A new cabinet has been sworn a Dhaka
গ) A new cabinet has been sworn by in Dhaka
ঘ) A new cabinet has sworn in Dhaka

67844. The sentence with correct punctuations-

ক) Maria, my student. is on leave today
খ) Maria my student, is on leave today
গ) Maria, my student, is on leave today
ঘ) Maria my student is, on leave today

67849. The correct spelling is–

ক) Humourous
খ) Humourious
গ) Humorous
ঘ) Humorious

67850. The antonym for ‘inimical’-

ক) hostile
খ) friendly
গ) indifferent
ঘ) angry

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore