বিষয়ঃ Other

67953. গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায় ?

ক) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
খ) সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষনে বিঘ্ন সৃষ্টি
গ) গাছপালার আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার
ঘ) প্রাকৃতিক চাষের পরিবর্তে ক্রমবর্ধমান হারে কৃত্তিম চাষের প্রয়োজনীয়তা

67954. ১৯৯৬ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

ক) লসএঞ্জেলস
খ) আটলান্টা
গ) টোকিও
ঘ) নিউ দিল্লী

67955. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক) বিপরীত
খ) নিকৃষ্ট
গ) বিকৃত
ঘ) অভাব

67956. Which of the following is a correct sentence?

ক) He was too clever not to miss the point
খ) He was so clever to miss the point
গ) He was too clever to miss the point
ঘ) He was too clever to grasp the point

67958. x+y-1=0,x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি–

ক) সমবাহু
খ) বিষমবাহু
গ) সমকোণী
ঘ) সমদ্বিবাহু

67960. What is the antonym of ‘famous’?

ক) Oraque
খ) Obscure
গ) Illiterate
ঘ) Immature

67961. Many islands make up-

ক) an isles
খ) an archipelago
গ) a peninsula
ঘ) continent

67962. plebiscite is a term related to

ক) Medicine
খ) Technology
গ) Law
ঘ) Politics

67963. What is the synonym of ‘incredible’?

ক) Unbelievable
খ) Unthinkable
গ) Unlikely
ঘ) Unthinking

67964. The ‘poet laureate’ is-

ক) the best poet of the country
খ) a wineer of the Nobel prize in poetry
গ) the Court poet of England
ঘ) a classical poet

67965. `Bootleg’ means to-

ক) distribute
খ) export
গ) import
ঘ) smuggle

67966. The word ‘plurality’ means-

ক) The letter ‘S’
খ) Men and women
গ) Chaos and confusion
ঘ) The holding of more than one office at a time

67967. What is the meaning of the expression ‘bottom line’?

ক) The final step
খ) The end of a road
গ) The last line of a book
ঘ) The essential point

67968. What is the meaning of the word ‘intrepid’?

ক) arrogant
খ) belligerent
গ) questioning
ঘ) fearless

67969. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-

ক) ৪৮৫০
খ) ৪৯৫০
গ) ৫৭৫০
ঘ) ৫৯৫০

67971. (2+x)+3=3(x+2)হলে x এর মান কত?

ক) -1/2
খ) 1/2
গ) 1/3
ঘ) 2/3

67972. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?

ক) ২৫.০ মিলিয়ন ইসলামি দিনার
খ) ১৫.০ মিলিয়ন ইসলামি দিনার
গ) ১০.০ মিলিয়ন ইসলামি দিনার
ঘ) কোন চাঁদা দিতে হয় না

67975. The United Nations University কোন শহরে অবস্থিত?

ক) লন্ডন
খ) ব্রাসেলস
গ) নিউইয়র্ক
ঘ) টোকিও

67977. ‘Club of Viena’ কী?

ক) পশ্চিম ইউরোপের প্রধাণ বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
খ) অষ্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
গ) একটি বিশ্ব উন্নয়নসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
ঘ) পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন

67978. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?

ক) ইথিওপিয়া
খ) নাইজেরিয়া
গ) কেনিয়া
ঘ) সুদান

67979. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?

ক) লাসা
খ) উলানবাহতার
গ) পিয়ংইয়ং
ঘ) কাবুল

67980. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?

ক) মায়ানমার
খ) জর্ডান
গ) ইরাক
ঘ) ইসরাইল

67981. বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?

ক) কর্ণফুলী
খ) হালদা
গ) সাংগু
ঘ) নাফ

67982. বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?

ক) লন্ডন
খ) টোকিও
গ) ওয়াশিংটন ডি সি
ঘ) নিউইয়র্ক

67984. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

ক) দিনাজপুর
খ) পঞ্চগড়
গ) জয়পুরহাট
ঘ) লালমনিরহাট

67985. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?

ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) নবাব মুর্শিদকুলি খাঁ
গ) সুবেদার ইসলাম খান
ঘ) নবাব শায়েস্তা খান

67986. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?

ক) বামফিল্ড ফুলার
খ) লর্ড মিন্টো
গ) লর্ড কার্জন
ঘ) ওয়ারেন হেষ্টিংস

67988. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?

ক) নারিকেল জিনজিরা
খ) সোনাদিয়া
গ) কুতুবদিয়া
ঘ) নিঝুম দ্বীপ

67991. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

ক) চট্টগ্রাম
খ) সিলেট
গ) ঢাকা
ঘ) রাজশাহী

67993. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?

ক) ৮,০০০কি:মি
খ) ৫,২০০কি:মি
গ) ১১,০০০কি:মি
ঘ) ৮,৫০০কি:মি

67996. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

ক) কক্সবাজার
খ) চট্টগ্রাম
গ) কাপ্তাই
ঘ) রাঙ্গামাটি

67997. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

ক) অধ তৎসম ও তৎসম শব্দের ব্যবহারে
খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ) শব্দের কথ্য ও লেখ্য রূপে
ঘ) বাক্যের সরলতা ও জটিলতায়

67998. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?

ক) সেই বই পড়ছে
খ) সে গভীর চিন্তায় মগ্ন
গ) সে ঘুমিয়ে আছে
ঘ) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর ‍কিছু বলা যায় না

67999. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।

ক) ইচ্ছাময়
খ) ঐচ্ছিক
গ) ইচ্ছুক
ঘ) অনিচ্ছা

68000. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) দুঃ+লোক
খ) দিব্+লোক
গ) দ্বি+লোক
ঘ) দি+লোক

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore