বিষয়ঃ Other

68101. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) কুড়িগ্রাম
খ) নীলফামারী
গ) ঠাকুরগাঁ
ঘ) লালমনিরহাট

68102. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?

ক) ২৪.৭ কি:মি:
খ) ২১.০ কি:মি:
গ) ১৬.৫ কি:মি:
ঘ) ১৯.৩ কি:মি:

68103. চলন বিল কোথায় আবস্থিত?

ক) রাজশাহী জেলায়
খ) রাজশাহী ও নওগাঁ জেলায়
গ) পাবনা ও নাটোর জেলায়
ঘ) নাটোর ও নওগাঁ জেলায়

68104. বাংলাদেশের চিকিৎসক (ডিগিপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?

ক) প্রায় ৪৭৯৭
খ) প্রায় ৪৫৭২
গ) প্রায় ৯৭৯১
ঘ) ২,৬২৮
Note : অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসক প্রতি জনসংখ্যা ২,৬২৮ জন।

68105. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

ক) শীতলক্ষা
খ) বুড়িগঙ্গা
গ) মেঘনা
ঘ) তুরাগ

68106. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?

ক) লুসাই
খ) তাজিংডং
গ) গারো
ঘ) জয়ন্তিয়া

68107. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

ক) বরাইল
খ) কৈলাশ
গ) কাঞ্চনজঙ্ঘা
ঘ) গডউইন অস্টিন

68108. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?

ক) ১৬ ফেব্রুয়ারি
খ) ২৭ ফেব্রুয়ারি
গ) ৪ মার্চ
ঘ) ২ মার্চ

68109. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?

ক) ১৪ ডিসেম্বর
খ) ২৭ ফেব্রুয়ারি
গ) ২ মার্চ
ঘ) ৭ মার্চ

68110. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

ক) সিপাহী
খ) ল্যান্স নায়েক
গ) হাবিলদার
ঘ) ক্যাপ্টেন

68112. জাতীয় স্মৃতি সৌধ এর স্থপতি –

ক) মাইনুল হোসেন
খ) হামিদুর রহমান
গ) লুই আই কান
ঘ) তানভীর কবির

68113. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?

ক) আবদুল লতিফ
খ) আব্দুল আহাদ
গ) আলতাফ মাহমুদ
ঘ) মাহমুদুনব্বী

68114. রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৫ সালে

68115. আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশ করা হয়েছিল?

ক) ১৯৬৫ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৬৮ সালে

68116. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ

68117. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

ক) ১৯৫০ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৫৪ সালে

68118. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) নূরুল আমিন
খ) লিয়াকত আলী
গ) মোহাম্মদ আলী
ঘ) খাজা নাজিমুদ্দীন

68119. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত?

ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

68120. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

ক) উত্তল
খ) অবতল
গ) জুম
ঘ) সিলিনড্রিক্যাল

68121. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

ক) আইনস্টাইন
খ) ওপেনহাইমার
গ) অটোহ্যান
ঘ) রোজেনবার্গ

68122. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?

ক) সয়ুজ
খ) এপেলো
গ) ভয়েজার
ঘ) ভাইকিং

68123. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক) শূন্যতায়
খ) লোহা
গ) পানি
ঘ) বাতাস

68126. উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়–

ক) অক্সিজেন কম
খ) ঠান্ডা বেশি
গ) বায়ুর চাপ বেশি
ঘ) বায়ুর চাপ কম

68127. কোনটি চৌম্বক পদার্থ?

ক) পারদ
খ) বিসমাথ
গ) এ্যান্টিমনি
ঘ) কোবাল্ট

68128. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

ক) পারদ
খ) ব্রোমিন
গ) ফ্লোরিন
ঘ) আয়োডিন

68131. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য-

ক) মাঝি-মাল্লার সংগ্রমশীল জীবন
খ) জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
গ) চাষী-জীবনের করুন চিত্র
ঘ) চরবাসীদের দুঃখী-জীবন

68132. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

ক) হাতি/হাতী
খ) নারি/নারী
গ) জাতি/জাতী
ঘ) দাদি/দাদ

68133. ‘মোসলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?

ক) মীর মোশাররফ হোসেন
খ) মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ) মোজাম্মেল হক
ঘ) রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

68134. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে—

ক) মহাকাব্যে
খ) নাটকে
গ) পত্রকাব্যে
ঘ) সনেটে

68135. কোনটি ঐতিহাসিক নাটক?

ক) শর্মিষ্ঠ্যা
খ) রাজসিংহ
গ) পলাশীর যুদ্ধ
ঘ) রক্তাক্ত প্রান্তর

68136. মধ্যপদলোপী কর্মধারয় -এর দৃষ্টান্ত

ক) ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
খ) অরুণের মত রাঙা- অরুণরাঙা
গ) হাসি মাখা মুখ- হাসিমুখ
ঘ) ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী

68137. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

ক) ওরা কী করে‌‌ ?
খ) আপনি আসবেন
গ) আমরা যাচ্ছি
ঘ) তোরা খাসনে

68138. ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে—

ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ) বনের পশু বনে থাকতে ভালবাসে
গ) জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

68139. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ—

ক) ধূসর পাণ্ডুলিপি
খ) নাম রেখেছি কোমল গান্ধার
গ) একক সন্ধ্যায় বসন্ত
ঘ) অন্ধকার একা

68140. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক) আমি ভাত খাচ্ছি
খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ) আমি দুপুরে ভাত খাই
ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

68141. ‘অনল প্রবাহ’ রচনা করেন কে?

ক) মোজাম্মেল হক
খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ) এয়াকুব আলী চৌধুরী
ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদী

68142. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

ক) জিঞ্জীর-কাজী নজুরুল ইসলাম
খ) সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ
গ) দিলরুবা-আবদুল কাদির
ঘ) নূরনামা-আবদুল হাকিম

68143. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?

ক) ১৯৫১ সালে
খ) ১৯৬১ সালে
গ) ১৯৭১ সালে
ঘ) ১৯৮১ সালে

68144. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

ক) ধন অপেক্ষা মান বড়
খ) তোমাকে দিয়ে কিছু হবে না
গ) ঢং ঢং ঘন্টা বাজে
ঘ) লেখাপড়া কর,নতুবা ফেল করবে

68145. ‘যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কী হবে?

ক) অপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অভূতপূর্ব
ঘ) ভূতপূর্ব

68146. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-

ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ) মধুসূদন ও কুমুদিনী
গ) গোবিন্দলাল ও রোহিনী
ঘ) সুরেশ ও অচলা

68147. কোন বাক্যে ‘ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

ক) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কাজে লেগে যাও
খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
গ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কী খাবে বল
ঘ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,নিজের পায়ে দাঁড়াও

68148. কোন দুটি অঘোষ ধ্বনি?

ক) চ,ছ
খ) ড,ঢ
গ) ব,ভ
ঘ) দ,ধ

68149. ‘গোঁফ-খেজুরে’ -এ বাগ্‌ধারাটির অর্থ কী?

ক) আরামপ্রিয়
খ) উদাসীন
গ) নিতান্ত অলস
ঘ) পরমুখাপেক্ষী

68150. কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?

ক) সিঙ্গাপুর
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) দক্ষিণ কোরিয়া

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore