বিষয়ঃ Other
68102. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
68103. চলন বিল কোথায় আবস্থিত?
68104. বাংলাদেশের চিকিৎসক (ডিগিপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?
68107. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
68108. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
68109. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
68113. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
68114. রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
68115. আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশ করা হয়েছিল?
68116. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
68117. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
68118. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
68119. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত?
68120. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
68124. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
68125. কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
68126. উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়–
68130. ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির;লিখে রেখ,একবিন্দু দিলেম শিশির’।-এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -
68131. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য-
68132. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
68133. ‘মোসলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
68136. মধ্যপদলোপী কর্মধারয় -এর দৃষ্টান্ত
68137. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
68138. ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে—
68139. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ—
68140. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
68141. ‘অনল প্রবাহ’ রচনা করেন কে?
68142. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
68143. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
68144. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
68146. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-
68147. কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
68149. ‘গোঁফ-খেজুরে’ -এ বাগ্ধারাটির অর্থ কী?
68150. কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?