বিষয়ঃ Other

68251. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

ক) চাকু, চাকর
খ) খদ্দর, হরতাল
গ) চা, চিনি
ঘ) রিক্সা, রেস্তোরাঁ

68252. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য—

ক) ইউসুফ জুলেখা
খ) রাসুল বিজয়
গ) নুরনামা
ঘ) শবে মেরাজ

68253. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা—

ক) নাটক
খ) ছোটগল্প
গ) প্রবন্ধ
ঘ) গীতিকবিতা

68254. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

ক) অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
খ) বক ধার্মিক; বিড়াল তপস্বী
গ) রুই-কাতলা; কেউ কেটা
ঘ) বক ধার্মিক; ভিজে বেড়াল

68256. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত—

ক) রাম বসু এবং ভোলা ময়রা
খ) এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
গ) সাবিরিদ খান এবং দশরথী রায়
ঘ) আলাওল এবং ভারতচন্দ্র

68257. এক কথায় প্রকাশ করুন— ‘যা বলা হয়নি’

ক) অউক্ত
খ) অব্যক্ত
গ) অনুক্ত
ঘ) ব্যক্ত

68258. বটতলার পুঁথি বলতে বোঝায়—

ক) মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
খ) বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ) দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
ঘ) অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

68259. রূপসী বাংলার কবি—

ক) জসীমউদ্দীন
খ) জীবনানন্দ দাশ
গ) কালিদাস রায়
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

68260. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

ক) ঘোড়াকে ___চাবুক__মার
খ) __ডাক্তার ডাক
গ) গাড়ি __স্টেশন_ _ ছেড়েছে
ঘ) _মুষলধারে_ বৃষ্টি পড়েছে

68261. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?

ক) কৃষ্ণকান্তের উইল
খ) চোখের বালি
গ) গৃহদাহ
ঘ) পথের প্যাঁচালী

68262. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’—

ক) মহাকাব্য
খ) পত্রকাব্য
গ) গীতিকাব্য
ঘ) আখ্যানকাব্য

68263. “মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা—

ক) রামনিধি গুপ্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অতুল প্রসাদ সেন
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

68264. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি—

ক) আলাওল
খ) সৈয়দ সুলতান
গ) মুহাম্মদ খান
ঘ) শাহ্ মুহম্মদ সগীর

68265. কোন বানানটি শুদ্ধ?

ক) পাষাণ
খ) পাষান
গ) পাসান
ঘ) পাশান

68266. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) নিখুঁত
খ) আনমনা
গ) অবহেলা
ঘ) নিমরাজি

68267. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন—

ক) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
খ) বিদ্যান ব্যক্তি দারিদ্রতার শিকার হন
গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
ঘ) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

68268. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?

ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) মধুসূদন দত্ত
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

68269. ক্রিয়াপদের মূল অংশকে বলে—

ক) বিভক্তি
খ) ধাতু
গ) প্রত্যয়
ঘ) কৃৎ

68270. বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-

ক) একই হয়
খ) বেশী হয়
গ) কম হয়
ঘ) খুব কম হয়

68271. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে–

ক) ট্রান্সফরমার
খ) জেনারেটর
গ) ষ্টোরেজ ব্যাটারি
ঘ) ক্যাপাসিটর

68272. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ২৪ জোড়া
খ) ২৬ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৫ জোড়া

68273. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে–

ক) ওয়েভ গাইডের মধ্য দিয়ে
খ) ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
গ) বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
ঘ) খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায়

68274. কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয়–

ক) এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল
খ) তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ
গ) যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
ঘ) কম্পিউটার তৈরির নকশা

68275. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-

ক) জিপসাম
খ) বালি
গ) সাজি মাটি
ঘ) চুনাপাথর

68276. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো–

ক) দর্পনের কাজ করে
খ) আতশী কাচের কাজ করে
গ) লেন্সের কাজ করে
ঘ) প্রিজমের কাজ করে

68277. কাজ করার সামর্থ্যকে বলে–

ক) ক্ষমতা
খ) কাজ
গ) শক্তি
ঘ) বল

68278. সমুদ্র স্রোতের অন্যতম কারণ–

ক) বায়ু প্রবাহের প্রভাব
খ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ) সমুদ্রের ঘূর্ণিঝড়

68280. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

ক) নাইট্রোজেন গ্যাস
খ) মিথেন
গ) হাইড্রোজেন গ্যাস
ঘ) কার্বন মনোক্সাইড

68281. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে–

ক) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
গ) লোহাকে টেস্পারিং করা হয়েছে
ঘ) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে

68283. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-

ক) ১০ কিমি
খ) ১০ নিউটন
গ) ২৭ কিমি
ঘ) ৫ কিমি

68284. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে–

ক) বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
খ) পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
গ) কীটপতঙ্গের সাহায্যে
ঘ) ফুলে ফুলে সংস্পর্শে

68285. এক মিটার সমান কত ইঞ্চি?

ক) ৩৭.৩৯ ইঞ্চি
খ) ৩৯.৩৭ ইঞ্চি
গ) ৩৯.৪৭ইঞ্চি
ঘ) ৩৭.৪৯ ইঞ্চি

68294. a–{a–(a+1)} = কত?

ক) a-1
খ) 1
গ) a
ঘ) a+1

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore