বিষয়ঃ Other

68202. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-

ক) সরকারি নির্দেশ
খ) দূর থেকে চোখে পড়বে বলে
গ) তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
ঘ) দেখতে সুন্দর লাগে

68203. মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-

ক) ১৯৫৬ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৩ সালে

68204. 'ট্রাফালগার স্কোয়ার' কোন শহরে অবস্থিত?

ক) ওয়াশিংটন
খ) প্যারিস
গ) মস্কো
ঘ) লন্ডন

68205. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-

ক) লিওপোন্ডভিল
খ) জিম্বাবুয়ে
গ) জিবুতি
ঘ) জায়ারে ( আপডেট: গনতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র )

68206. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল............

ক) ১৪ জুলাই ১৭৮৯
খ) ৭ জুন ১৭৮৮
গ) ৫ অক্টোবর ১৭৮৮
ঘ) ২৬ আগস্ট ১৭৮৮

68207. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-

ক) ওএইউ
খ) আরব লীগ
গ) জিসিসি
ঘ) ওএএম

68208. হাজার হ্রদের দেশ কোনটি?

ক) নরওয়ে
খ) ফিনল্যাণ্ড
গ) ইন্দোনেশিয়া
ঘ) জাপান

68210. ‘৫০০ দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-

ক) ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
খ) রুমানিয়াতে গণতন্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
ঘ) পূর্ব জামার্নি হতে সৌভিয়েত সৈন্য প্রতাহার সম্পন্ন করা

68211. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

ক) দামেস্ক চুক্তি
খ) আলজিয়ার্স চুক্তি
গ) কায়রো চুক্তি
ঘ) বৈরুত চুক্তি

68213. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-

ক) পিকিং স্পোর্টস স্টেডিয়াম
খ) বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
গ) ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
ঘ) চায়না স্টোর্টস স্টডিয়াম

68214. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-

ক) ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
খ) ইরাকের কুয়েত দখল অবসান করা
গ) স্বল্প মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
ঘ) উপরের সবকটি

68215. জাপান পার্ল হারবার আক্রমণ করে-

ক) ৭ ডিসেম্বর,১৯৪১
খ) ২৩ জুন,১৯৪২
গ) ৩ ডিসেম্বর,১৯৪২
ঘ) ২৬ জুলাই,১৯৪৩

68216. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

ক) মহাস্থানগড়ে
খ) শাহজাদপুরে
গ) নেত্রকোনায়
ঘ) রামপালে

68217. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

ক) লাল-সবুজ-হলুদ-লাল সবুজ
খ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

68218. মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল–

ক) মহাস্থান
খ) কর্ণসুবর্ণ
গ) পুন্ড্রনগর
ঘ) রামাবর্তী

68219. “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা–

ক) জহির রায়হান
খ) গাফফার চৌধুরী
গ) শামসুর রাহমান
ঘ) মাহবুব উল আলম চৌধুরীর

68220. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে–

ক) রানীগঞ্জে
খ) বিজয়পুরে
গ) টেকেরহাটে
ঘ) বাগালীবাজারে

68221. বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?

ক) জামালপুর
খ) ফরিদপুর
গ) জামালগঞ্জ
ঘ) হিলি

68222. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে?

ক) ফখরুদ্দিন মোবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
গ) আকবর
ঘ) ঈসা খাঁন

68223. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন–

ক) শায়েস্তা খাঁ
খ) নওয়াব সলিমুল্লাহ
গ) মির্জা আহমেদ জান
ঘ) মির্জা গোলাম পীর

68224. “গম্ভীরা” বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

ক) চট্টগ্রাম
খ) জামালপুর
গ) রংপুর
ঘ) রাজশাহী
Note : গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদহ জেলা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান।

68226. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য–

ক) দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
খ) দুদেশের নদীগুলোর পলিমাটি অপসারন
গ) বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগিতা
ঘ) দুদেশের নৌ পরিবহন ব্যবস্হার উন্নয়ন

68227. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব—

ক) নেপালে জলাধার নির্মাণ
খ) গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
গ) বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
ঘ) গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি

68228. একটি কাঁচা পাটের গাইটের ওজন—

ক) ৩.৫ মণ
খ) ২.৫ মণ
গ) ৪.৫ মণ
ঘ) ৫ মণ

68229. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-

ক) ১০০ বর্গমাইল
খ) ৯০ বর্গমাইল
গ) ১৫৩০ বর্গ কি: মি:
ঘ) ৮০ বর্গমাইল

68230. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়—

ক) ১৪ কোটি পাউন্ড
খ) ১৩ কোটি পাউন্ড
গ) ১০.৫ কোটি পাউন্ড
ঘ) ৯.৫ কোটি পাউন্ড

68231. কিওক্রাডাং- এর উচ্চতা প্রায়–

ক) ১০১০ মিটার
খ) ১২৩০ মিটার
গ) ১৫৩০ মিটার
ঘ) ৮৯৩ মিটার

68232. বাংলাদেশের বৃহত্তম হাওর -

ক) পাথরচাওলি
খ) হাইল
গ) চলন বিল
ঘ) হাকালুকি

68233. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম–

ক) এগার সিন্দুর এক্সপ্রেস
খ) পারাবত এক্সপ্রেস
গ) উপকূল এক্সপ্রেস
ঘ) সৈকত এক্সপ্রেস

68234. What is the adjective of the word ‘Heart’?

ক) Heart
খ) Hearten
গ) Heartening
ঘ) Heartful

68235. What is the antonym of ‘Queer’?

ক) Integrated
খ) Orderly
গ) Abnormal
ঘ) Odd

68236. what is the noun of the Word ‘Waste’?

ক) Waste
খ) Wasting
গ) Wastage
ঘ) Wasteful

68237. What is the synonym of ‘Delude’?

ক) Demand
খ) Permit
গ) Aggravate
ঘ) Deceive

68238. Who is the most famous satirist in English literature?

ক) Alexander Pope
খ) Jonathan Swift
গ) William Wordsworth
ঘ) Butler

68239. Who is the author of ‘A Farewell to Arms’?

ক) T. S. Eliot
খ) John Milton
গ) Plato
ঘ) Ernest Hemingway

68240. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?

ক) James Baker
খ) Dr. Kissinger
গ) Bertrand Russel
ঘ) Lenin

68241. Who is the greatest modern English Dramatist?

ক) Verginia Woolf
খ) George Bernard Shaw
গ) P. B. Shelley
ঘ) S. T. Coleridge

68242. “Caesar and Cleopatra” is-

ক) A tragedy by Shakespeare
খ) A play by G. B. Shaw
গ) A poem by Lord Byron
ঘ) A novel by S.T. Coleridge

68243. Fill in the blanks: “Give my ___to him”.

ক) Warm compliment
খ) Compliments
গ) Best compliment
ঘ) Heartiest compliment

68245. Choose the correct one:

ক) Mispel
খ) Misspell
গ) Mispell
ঘ) Misspel

68246. Who, which, what are—

ক) Demonstrative pronoun
খ) Relative pronoun
গ) Reflexive pronoun
ঘ) Indefinite pronoun

68247. Choose the correct sentence::

ক) The matter was informed to the police
খ) The matter has informed to to the police
গ) The police was informed of the matter
ঘ) The police were informed of the matter

68248. Choose the correct sentence:

ক) Let he and you be witnesses
খ) Let you and him be witnesses
গ) Let you and he be witnesses
ঘ) Let you and he be witness

68249. What is the verb of the word ‘Shortly’?

ক) Short
খ) Shorter
গ) Shorten
ঘ) Shortness

68250. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ছিলেন প্রধানত—

ক) ভাষাতত্ত্ববিদ
খ) সাহিত্যের ইতিহাস রচয়িতা
গ) ইসলাম প্রচারক
ঘ) সমাজ সংস্কারক

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore