বিষয়ঃ Other

68302. আফটা (AFTA) বলতে বোঝায়–

ক) একটি বাণিজ্যিক গোষ্ঠী
খ) পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
গ) একটি বিমান সংস্থা
ঘ) একটি সামরিক চুক্তি

68303. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

ক) বার্সোলনা
খ) জুরিখ
গ) বার্লিন
ঘ) ব্রাসেলস

68304. মালদ্বীপের মুদ্রার নাম কী?

ক) রুপী
খ) ডলার
গ) পাউন্ড
ঘ) রুপাইয়া

68305. এডেন কোন দেশের সমুদ্রবন্দর?

ক) ইয়েমেন
খ) কাতার
গ) ওমান
ঘ) ইরাক

68306. পবিত্রভূমি কোনটিকে বলা হয়?

ক) প্যালেষ্টাইন
খ) জেরুজালেম
গ) জেদ্দা
ঘ) তায়েফ

68307. ‘হারারে’-এর পুরাতন নাম–

ক) সলসবেরী
খ) ফরমোজা
গ) পেট্রোগ্রাড
ঘ) রোডেসিয়া

68308. ওডার-নীস নদী–

ক) পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ) পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমা নির্ধারক
গ) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ) সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যসীমা নির্ধারক

68309. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে–

ক) স্বাভাবিক সুদে
খ) বিনা ‍সুদে
গ) অল্প সুদে
ঘ) অতি সামন্য সুদে

68310. নামিবিয়ার রাজধানী–

ক) কারাভু
খ) উইন্ডহুক
গ) প্রিটোরিয়া
ঘ) কোটাভি

68311. জাতিসংঘ দিবস কোনটি?

ক) ২৪ অক্টোবর
খ) ২৪ সেপ্টেম্বর
গ) ১৭ সেপ্টেম্বর
ঘ) ১৭ অক্টোবর

68312. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-

ক) ৭ জুলাই
খ) ৯ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ মে

68313. সাউথ কমিশনের চেয়ারম্যান–

ক) জুলিয়াস নায়ারে
খ) সুহার্তো
গ) ক্যাষ্ট্রো
ঘ) উত্তর নাই

68314. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

ক) ফ্লোরিডা
খ) পক
গ) জিব্রাল্টার
ঘ) বেরিং

68315. জাপানের পার্লামেন্টের নাম–

ক) ডায়েট
খ) পিনাসাস
গ) নেসেট
ঘ) সোরা

68316. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (IAEA)-এর সদর দফতর কোথায় অবস্থিত?

ক) ভিয়েনা
খ) ওয়াশিংটনে
গ) জেনেভায়
ঘ) ব্রাসেলসে

68317. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী?

ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) বরিশাল
ঘ) হাতিয়া

68318. মা ও মণি হলো–

ক) একটি উপন্যাসের নাম
খ) একটি প্রসাধনী শিল্পের নাম
গ) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
ঘ) একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী

68319. বিকেএসপি হলো–

ক) একটি ক্রিড়া শিক্ষা সংস্থার নাম
খ) একটি সংবাদ সংস্থার নাম
গ) একটি কিশোর ফুটবল টিমের নাম
ঘ) একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম

68320. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো–

ক) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
খ) ঔষধ শিল্পের দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
গ) ঔষধ শিল্পের দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
ঘ) বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্য করা

68321. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক) করতোয়া
খ) গঙ্গা
গ) ব্রহ্মপুত্র
ঘ) মহানন্দা

68322. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক) ২৫০ নটিক্যাল মাইল
খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ২২৫ নটিক্যাল মাইল
ঘ) ১০ নটিক্যাল মাইল

68323. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?

ক) ২ কোটি ৪০ লক্ষ একর
খ) ২ কোটি ৫০ লক্ষ একর
গ) ২ কোটি একর
ঘ) ২ কোটি ২৫ লক্ষ একর

68324. বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়?

ক) রংপুর
খ) ময়মনসিংহ
গ) টাংগাইল
ঘ) ফরিদপুর

68325. মিশুকের স্থপতি কে?

ক) মোস্তফা মনোয়ার
খ) শামীম সিকদার
গ) হামিদুজ্জামান খান
ঘ) মঈনুল হোসেন

68326. হরিপুরে তেল আবিষ্কার হয়–

ক) ১৯৪৭ সালে
খ) ১৯৮৬ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৪ সালে

68327. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য–

ক) ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
খ) বাংলাদেশ-চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
গ) ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
ঘ) দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা

68328. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

ক) সিলেটের বনভূমি
খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি

68329. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?

ক) ২৬ মার্চ
খ) ১৬ ডিসেম্বর
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ১৪ ডিসেম্বর

68330. বাসস একটি–

ক) একটি সংবাদ সংস্থার নাম
খ) একটি প্রেস ক্লাবের নাম
গ) একটি খবরের কাগজের নাম
ঘ) একটি বিদেশি কোম্পানির নাম

68331. ইউরিয়া সারের কাঁচামাল-

ক) অপরিশোধিত তেল
খ) ক্লিংকার
গ) এমোনিয়া
ঘ) মিথেন গ্যাস

68332. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী?

ক) রাজশাহী
খ) ফরিদপুর
গ) রংপুর
ঘ) যশোর

68333. বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি?

ক) মেঘনা
খ) পদ্মা
গ) ব্রহ্মপুত্র
ঘ) যমুনা

68335. ”Justice delayed is justice denied” was stated by-

ক) Disraeli
খ) Emerson
গ) Gladstone
ঘ) Shakespeare

68336. ‘syntax’ means–

ক) Manner of speech
খ) Sentence building
গ) Supplementary tax
ঘ) Synchronizing act

68337. Choose the correct sentence-----

ক) He had been hanged for murder
খ) He has been hanged for murder
গ) He was hanged for murder
ঘ) He was hanged of murder

68338. Choose the correct sentence–

ক) Rich is not always happy
খ) The rich is not always happy
গ) The rich is not happy always
ঘ) The rich are not always happy

68339. ‘Out and out’ means-

ক) Not at all
খ) Thoroughly
গ) To be last
ঘ) Whole heartedly

68340. Hold water means–

ক) keep water
খ) Drink water
গ) Bear examination
ঘ) Store water

68341. Which is the noun of the word 'beautiful'?

ক) Beautious
খ) Beauty
গ) Beautifully
ঘ) Beautify

68342. He has been ill ___ Friday last.

ক) since
খ) in
গ) from
ঘ) on

68343. A rolling stone gathers no moss. what ‘rolling’ is?

ক) Gerund
খ) Verbal noun
গ) Participle
ঘ) Adjective

68344. ‘May Allah help you’ What kind of sentence is this?

ক) Optative
খ) Imperative
গ) Assertive
ঘ) Exclamatory

68346. Who is the author of ‘For Whom the Bell Tolls’?

ক) Charles Dickens
খ) Homer
গ) Lord Tennison
ঘ) Ernest Hemingway

68347. Who is the poet of the' Victorian age'?

ক) Helen keller
খ) Mathew Arnold
গ) Shakespeare
ঘ) Charles Dickens

68348. What is the verb of the word ‘ability’?

ক) ableness
খ) able
গ) ably
ঘ) enable

68349. What is the antonym ‘Honorary’?

ক) Official
খ) Honorable
গ) Salaried
ঘ) Literary

68350. What is the synonym of ‘Incite’ ?

ক) Instigate
খ) Permit
গ) Urge
ঘ) deceive

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore