বিষয়ঃ Other

68001. শুদ্ধ বানানটি নির্দেশ কর?

ক) মুহুর্মুহু
খ) মূহুর্মুহু
গ) মুর্হুমূর্হু
ঘ) মুর্হুর্মূহু

68002. ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ-

ক) জ্ঞান
খ) বুদ্ধি
গ) মেধা
ঘ) প্রজ্ঞা

68003. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-

ক) শৈত্য
খ) শীতল
গ) উত্তাৎ
ঘ) হিম

68004. যে ভূমিতে ফসল জন্মায় না-

ক) পতিত
খ) অনুর্বর
গ) ঊষর
ঘ) বন্ধ্যা

68005. Who wrote ‘Beauty is truth,truth is beauty’?

ক) Shakespeare
খ) Wordsworth
গ) Keats
ঘ) Eliot

68006. Who of the following was both a poet and painter?

ক) Keats
খ) donne
গ) Blake
ঘ) Spenser

68007. Which of the following school of litarary writings is connected with a medical theory?

ক) Comedy of manners
খ) Theater of the Absurd
গ) Heoric Tragedy
ঘ) Comedy of Humours

68008. People always remember patriots -Which of the following is the best passive form of the above sentence?

ক) The patriots will always be remembered by people
খ) The patriots are always being remembered
গ) People are always remembered by the patriots
ঘ) The patriots are always remembered by the people

68012. ‘Pediatric’ relates to the treatment of:

ক) adults
খ) women
গ) old people
ঘ) children

68013. আকাশ নীল দেখায় কেন?

ক) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেমি বলে
খ) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
গ) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
ঘ) নীল আলোর প্রতিফলন বেশি বলে

68014. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

ক) সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব প্রস্তুত করে
খ) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ) মাটির অজৈব লবণনে পরিবর্তিত করে

68015. আল্ট্রাসনোগ্রাফী কী?

ক) নতুন ধরনের এক্সরে
খ) ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তা পাথর বিচূর্ণকরণ

68016. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর‌্য কি?

ক) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
খ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
গ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে
ঘ) কোনিটই নয়

68017. নিত্য ব্যবহার্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?

ক) ফুসফুসে রোগ সৃষ্টি করে
খ) গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে
গ) ওজোন স্তরে ফুটো তৈরি করে
ঘ) দাহ্য বলে অগ্নিকান্ডের সৃষ্টি করে

68018. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?

ক) নদী স্রোতের ব্যবহার করে
খ) যথাযথভাবে হাল ঘুরিয়ে
গ) গুন টানার সময় টানটি সাম্নের দিকে রেখে
ঘ) পাল ব্যবহার করে

68019. কোন সংখ্যাটি বৃহত্তম?

ক) ০.৩
খ) √০.৩
গ) ২/৫
ঘ) ১/৩

68020. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?

ক) ১৮
খ) ২৪৮
গ) ২১৭
ঘ) ২২৪

68023. কোনটি রক্তের কাজ নহে?

ক) কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ) ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ) হরমোন বিতরণ করা
ঘ) জারক রস বিতরণ করা

68024. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?

ক) হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
গ) হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা
ঘ) ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া

68026. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-

ক) সুন্দরম
খ) লোকায়ত
গ) উত্তরাধিকার
ঘ) কিছুধ্বনি

68027. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-

ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
খ) মোহাম্মদ বরকতউল্লাহ,আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
গ) মোহাম্মদ আকরাম হক,মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
ঘ) কাজী ইমদাদুল হক,মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

68028. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল পার্থক্য-

ক) জীবনানুভূতির গভীরতায়
খ) দৃষ্টিভঙ্গির সূক্ষতায়
গ) কাহিনীর সরলতা ও জটিলতায়
ঘ) ভাষার প্রকারভেদ

68029. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-

ক) বিনয় ঘোষ
খ) সিকান্দার আবু জাফর
গ) মোহাম্মদ আকরাম খাঁ
ঘ) তফাজ্জল হোসেন

68030. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

ক) কালীপ্রসন্ন
খ) কালীপ্রসন্ন ঘোষ
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ) এস ওয়াজেদ আলী

68031. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী আব্দুল ওদুদ
গ) মোহাম্মদ লুৎফর রহমান
ঘ) প্রমথ চেীধুরী

68032. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?

ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) গোলাম মোস্তফা
ঘ) শেখ ফজলল করিম

68034. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

ক) আলালের ঘরের দুলাল
খ) জোহরা
গ) মৃত্যুক্ষুধা
ঘ) হাজার বছর ধরে

68035. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?

ক) হাসান হাফিজুর রহমান
খ) আল মাহমুদ
গ) হুমায়ুন আজাদ
ঘ) শক্তি চট্টোপাধ্যায়

68036. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

ক) ২০,০০০ টাকা
খ) ২৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা
ঘ) ৩৫,০০০ টাকা

68038. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক-

ক) আসলের সমান হবে
খ) আসলের চেয়ে বেশী হবে
গ) আসলের চেয়ে কম হবে
ঘ) আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

68040. কোথায় সাতার কাটা সহজ?

ক) পুকুরে
খ) বিলে
গ) নদীতে
ঘ) সাগরে

68041. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

ক) গাড়ির মধ্যেই বসে থাকবেন
খ) কোন গাছের তলায় আশ্যয় নিবেন
গ) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
ঘ) বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন

68043. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?

ক) উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী
খ) পাখি পালন বিষয়াদি
গ) বাজ পাখি পালন বিষয়াদি
ঘ) উড়োজাহাজ ব্যবস্হাপনা

68044. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

ক) প্রতিফলন
খ) প্রতিধ্বনি
গ) প্রতিসরণ
ঘ) প্রতিসরাঙ্ক

68046. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?

ক) শূণ্যতায়
খ) তরল পদার্থে
গ) বায়বীয় পদার্থে
ঘ) কঠিন পদার্থে

68049. am.an=am+n কখন হবে?

ক) m ধনাত্মক হলে
খ) n ধনাত্মক হলে
গ) m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
ঘ) m ও n ধনাত্মক হলে

68050. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

ক) দৈর্ঘ্য X প্রস্থ
খ) ভূমিXউচ্চতা
গ) 2(দৈর্ঘ্য+প্রস্থ)
ঘ) 1/2 (ভূমিXউচ্চতা)

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore