বিষয়ঃ Other

67902. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

ক) অব্যয় ও শব্দাংশ
খ) নূতন শব্দ গঠনে
গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
ঘ) ভিন্ন অর্থ প্রকাশে

67903. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-

ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্রত্যক্ষ
ঘ) নিরপেক্ষ

67904. ‘লাঠালাঠি’- এটি কোন সমাস ?

ক) প্রাদিসমাস
খ) বহুব্রীহি সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) কর্মধারয় সমাস

67905. Browning was the composer of any of the following poems–

ক) Two voices
খ) The Scholar Gipsy
গ) Andrea del sarto
ঘ) Oneone

67906. Any one of the following pairs are literary collaborators-

ক) Eliot and pound
খ) Yeats and Eliot
গ) Pope and Dryden
ঘ) Shelly and keats

67907. The correct sentence of the followings:

ক) The Nile is longest river in Africa
খ) The Nile is longest river in the Africa
গ) Nile is longest river in Africa
ঘ) The Nile is the longest river in Africa

67908. The best passive form of the sentence: ‘we don’t like idle people’–

ক) We are not liked by idle people
খ) Idle people are not like us
গ) Idle people are not liked by us
ঘ) Idle people are not of our liking

67909. ‘Razzmatazz’ means:

ক) A musical instrument
খ) A well-planned programme
গ) A noisy activity
ঘ) A musical activity

67910. 'To read between the lines' means ---

ক) to concentrate
খ) to suspect
গ) to read carefully
ঘ) to read carefully to find out any hidden meaning

67911. ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-

ক) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
খ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
গ) কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
ঘ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ

67912. মুক্তা হলো ঝিনুকের-

ক) খোলসের টুকরা
খ) চোখের মণি
গ) প্রদাহের ফল
ঘ) জমাট হরমোন

67913. পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-

ক) আদ্রতা
খ) স্থিতিস্থাপকতা
গ) প্লবতা
ঘ) পৃষ্টটান

67914. টুথপেস্টের প্রধান উপাদান কি?

ক) জেলি ও মশলা
খ) ভোজ্য তেল ও সোডা
গ) সাবান ও পাউডার
ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল

67916. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

ক) স্নো লোরিস
খ) রাজ কাঁকড়া
গ) গণ্ডার
ঘ) পিপীলিকাভুক ম্যানিস

67917. ল্যাপটপ কী?

ক) ছোট কুকুর
খ) পর্বতারোহণ সামগ্রী
গ) বাদ্যযন্ত্র
ঘ) ছোট কম্পিউটার

67918. Natural protein এর কোড নাম–

ক) protein – P53
খ) Protien – P51
গ) Protien – P49
ঘ) Protien – P54

67921. (১২৫/২৭)^-২/৩ –এর সহজ প্রকাশ-

ক) ৩/২৫
খ) ৫/২০
গ) ৯/২৫
ঘ) ৩/২০

67925. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে–

ক) সংস্কৃত
খ) পালি
গ) প্রাকৃত
ঘ) অপভ্রংশ

67926. বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-

ক) ডঃ সুকুমার সেন
খ) ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ
গ) ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

67927. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-

ক) হুমায়ূন আজাদ
খ) আহমদ রফিক
গ) ওয়াকিল আহমদ
ঘ) আবদুল মতিন খান

67928. ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি” । কবিতার এই অংশবিশেষের রচিয়তা–

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মোহাম্মদ মনিরুজ্জামান
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) নির্মেলেন্দু গুণ

67930. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-

ক) মুকুন্দুরাম চক্রবর্তী
খ) ভরতচন্দ্র রায়
গ) মদনমোহন তর্কালংকার
ঘ) কামিনী রায়

67931. ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-

ক) তালিম হোসেন
খ) ফররুখ আহমদ
গ) গোলাম মোস্থফা
ঘ) আবুল হোসেন

67932. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-

ক) স্বরবৃত্ত
খ) পয়ার
গ) মাত্রাবৃত্ত
ঘ) অক্ষরবৃত্ত

67933. ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-

ক) ১৮৪১ সালে
খ) ১৮৪২ সালে
গ) ১৮৫০ সালে
ঘ) ১৮৪৩ সালে

67934. হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-

ক) দৌলত উজীর বাহরাম খান
খ) সৈয়দ সুলতান
গ) আব্দুল করিম সাহিত্যবিশারদ
ঘ) আলাওল

67935. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

ক) প্রথম নাথ বিশী
খ) প্রমথ চৌধুরী
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) প্রথম নাথ বসু

67936. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়–

ক) সিলেটের মালনীছড়ায়
খ) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
গ) সিলেটের জাফলং
ঘ) সিলেটের তামাবিলে

67937. পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে গোল্ডেন ট্রায়্যাঙ্গেল বলা হয়?

ক) মায়ানমার-থাইল্যান্ড ও চীন
খ) মায়ানমার-থাইল্যান্ড ও লাওস
গ) মায়ানমার- থাইল্যান্ড ও কম্বোডিয়া
ঘ) ইরান- আফগানিস্তান ও পাকিস্তান

67939. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করেন?

ক) ১০ সেপ্টেম্বর ১৯৯৩
খ) ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
গ) ১১ সেপ্টেম্বর ১৯৯৩
ঘ) ২০ সেপ্টেম্বর ১৯৯৩

67940. Which of the following ages in literary history is the latest?

ক) The Victorian Age
খ) The Augustan Age
গ) The restoration Age
ঘ) The Georgian Age

67945. নিম্নের কোন দেশটি Group Of Eight এর সদস্য নয়?

ক) জাপান
খ) কানাডা
গ) ইতালি
ঘ) সুইডেন

67948. The first English Dictionary was compiled by ?

ক) Sir Thomas Browne
খ) Lzaak Walton
গ) Samuel Butler
ঘ) Samuel Johnson

67949. ২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে রিপোর্ট বেরিয়েছিল?

ক) ১০ মিলিয়ন
খ) ১২ মিলিয়ন
গ) ২০ মিলিয়ন
ঘ) ২৩ মিলিয়ন

67950. বর্ন হচ্ছে-

ক) শব্দের ক্ষুদ্রতম অংশ
খ) একসঙ্গে উচ্চারিত হত্তয়া শব্দগুচ্ছ
গ) ধ্বনি নির্দেশক প্রতিক
ঘ) ধ্বনির রূপ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore