বিষয়ঃ Other

70751. 1/2{(a+b)2+(a-b)2}= কত?

ক) a2+b2
খ) a2-b2
গ) {a2+b2}/2-{a2-b2}/2
ঘ) (a+b)2+(a-b2)

70752. ক্যাটালন কোন দেশের ভাষা?

ক) স্পেন
খ) বেলজিয়াম
গ) নাইজেরিয়া
ঘ) মঙ্গোলিয়া

70754. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-

ক) পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিনত করা
খ) সংবিধান থেকে কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
গ) সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
ঘ) জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গনভোট অনুষ্ঠান

70755. এশিয়ার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?

ক) আসিয়ান জোটকে সমার্থন করা
খ) দক্ষিন কোরিয়াকে রক্ষা করা
গ) ভিয়েতনামকে দমন করা
ঘ) জাপানকে সাহায্য করা

70757. গ্লাসনস্ত এর অর্থ কি?

ক) সমাজতন্ত্রের পরিবর্তে গনতন্ত্র প্রতিষ্ঠা
খ) সমাজতন্ত্রের সংগঠন
গ) সমাজতন্ত্র ও গনতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
ঘ) খোলামেলা আলোচনা

70758. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

ক) উয়েন
খ) পেসো
গ) ইউয়ান
ঘ) উয়ন

70761. কোনটি ‘ওআইসি’(OIC) এর অংগ সংস্থা নয়?

ক) আন্তর্জাতিক ইসলামী আদালত
খ) সাধারণ সচিবালয়
গ) ইসলামী উন্নয়ণ ব্যাংক
ঘ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

70764. জার্মানি ব্যাতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

ক) সুইজারল্যান্ড
খ) পোল্যান্ড
গ) অস্ট্রিয়া
ঘ) ডেনমার্ক

70766. কোন দেশটি আরব লীগের অর্ন্তভুক্ত নয়?

ক) জর্ডান
খ) লেবানন
গ) ইরান
ঘ) বাহরাইন

70767. বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?

ক) মাইকেল এঞ্জেলো
খ) লিওনার্দো দ্যা ভিঞ্চি
গ) পাবলো পিকাশো
ঘ) ভ্যাণগগ

70768. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

ক) ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
খ) ১৯৬৫ সালের ১০ ডিসেম্বর
গ) ১৯৬৬ সালের ১০ জানুয়ারী
ঘ) ১৯৬৬ সালের ৩০ জানুয়ারী

70769. পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?

ক) মায়ানমার, থাইল্যান্ড, চীন
খ) মায়ানমার, থাইল্যান্ড, লাওস
গ) মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া
ঘ) ইরান, আফগানিস্তান, পাকিস্তান

70771. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?

ক) প্রথম সোমবার
খ) দ্বিতীয় সোমবার
গ) তৃতীয় সোমবার
ঘ) চতুর্থ সোমবার

70772. বাংলাদেশর সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

ক) ১২ অক্টোবর,১৯৭২
খ) ১৬ ডিসেম্বর,১৯৭২
গ) ২৬ মার্চ,১৯৭৩
ঘ) ১৬ ডিসেম্বর,১৯৭৪

70773. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

ক) ২৬ মার্চ,১৯৭১
খ) ১০ এপ্রিল,১৯৭১
গ) ৬ সেপ্টেম্বর,১৯৭১
ঘ) ১০ নভেম্বর,১৯৭১

70774. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী কে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?

ক) কৃষি ব্যাংক
খ) গ্রামীণ ব্যাংক
গ) সমবায় ব্যাংক
ঘ) ইসলামী ব্যাংক

70776. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

ক) নারায়ণগঞ্জ
খ) কক্সবাজার
গ) চট্টগ্রাম
ঘ) খুলনা

70777. বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?

ক) সিপাহী
খ) ল্যান্স নায়েক
গ) হাবিলদার
ঘ) ক্যাপ্টেন

70778. দক্ষিন তালপট্টি দীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

ক) ভৈরব
খ) রূপসা
গ) বলেশ্বর
ঘ) হাড়িয়াভাঙ্গা

70779. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক) তানভীর কবির
খ) হামিদুর রহমান
গ) মাযহারুল ইসলাম
ঘ) মঈনুল হোসেন

70780. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ক) সোনারগাঁ
খ) রাজশাহী
গ) ময়নামতি
ঘ) ঢাকা

70781. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) কামরুল হাসান
খ) জয়নুল আবেদিন
গ) হাসেম খান
ঘ) হামিদুর রহমান

70782. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

ক) বঙ্গোপসাগর
খ) পদ্মা
গ) ব্রহ্মপুত্র
ঘ) মেঘনা

70783. চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল কি?

ক) আখের ছোবড়া
খ) বাঁশ
গ) জারুল গাছ
ঘ) নল-খাগড়া

70784. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?

ক) বরাল
খ) কুমার
গ) ভৈরব
ঘ) মহানন্দা

70785. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) কুড়িগ্রাম
খ) নীলফামারি
গ) লালমনির হাট
ঘ) পঞ্চগড়

70786. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

ক) ঠাকুরগাও
খ) দিনাজপুর
গ) পঞ্চগড়
ঘ) লালমনির হাট

70787. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

ক) বাংলা ১০৭৬
খ) বাংলা ১১৭৬
গ) বাংলা ১৩৭৬
ঘ) ইংরেজি ১৮৭৬

70788. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

ক) এক রাজনৈতিক মতবাদের
খ) এক সাংস্কৃতিক আন্দোলনের
গ) এক নতুন জাতীয় চেতনার
ঘ) এক নতুন সমাজ ব্যবস্থার

70789. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?

ক) তিতুমির
খ) ফকির মজনু শাহ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরীয়তুল্লাহ

70790. ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি?

ক) টি এস পি
খ) ইউরিয়া
গ) পটাশ
ঘ) অ্যামোনিয়া

70791. What is the meaning of ‘soft soap’?

ক) To speak high to others
খ) To speak ill of others
গ) Flatter for self motives
ঘ) To recognize other good deeds

70792. Paradise lost attempted to-

ক) Justify the ways of god to men
খ) Justify the ways of man to god
গ) Show that the satan and god have equal power
ঘ) Explain why god and evil are necessary

70795. What is the full name of the great American short story writer O’Henry?

ক) Walt Whitman
খ) Mark Twain
গ) William Sydney Porter
ঘ) None of the above

70797. Can you tell me where ___? Which of the following of the best clause in the above sentence?

ক) Does Mr. Ali live
খ) Mr. Ali doesn’t live
গ) Mr. Ali lives
ঘ) Lives Mr. Ali

70799. What kind of man is quite the opposite type of “supercilious”?

ক) Affable
খ) Haughty
গ) Disdainful
ঘ) Wicked

70800. ‘Dog day’ means-

ক) a period of being carefree
খ) a period of having youthful flings
গ) a period of misfortune
ঘ) hot weather

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore