বিষয়ঃ Other

70851. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

ক) প্রথম নাথ বিশী
খ) প্রমথ চৌধুরী
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) প্রথম নাথ বসু

70852. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

ক) জগৎ মোহিনী
খ) বসন্ত কুমারি
গ) আয়না
ঘ) মোহিনী প্রেমপাস

70853. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?

ক) বেনজির আহমেদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাস
ঘ) শামসুর রাহমান

70858. [2-3(2-3)⁻¹]⁻¹ এর মান কত?

ক) 5
খ) -5
গ) 1/5
ঘ) -1/5

70861. y =3x+2, y = -3x+2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?

ক) একটি সমবাহু ত্রিভুজ
খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
গ) একটি বিষমবাহু ত্রিভুজ
ঘ) একটি সমকোনী ত্রিভুজ

70864. I have never seen such a slow coach like you, this small work has taken you three full month. what does the idiom ‘a slow coach’ mean?

ক) an irresponsible person
খ) a careless person
গ) an unthougtful person
ঘ) a very lazy person

70868. It`s time (you realize) your mistakes. Which of the following clause best fits in the above sentence ?

ক) you realized
খ) that you realize
গ) you would realize
ঘ) you have realized

70871. Do not worry, English grammar is not_____to understand. – which of the following best fit in the blank space?

ক) so difficult
খ) very difficult
গ) too difficult
ঘ) difficult enough

70873. What was the real name of the great American short writer, 'O Henry'?

ক) Samuel L clemens
খ) William Sydney Porter
গ) Fitz-james O’Brien
ঘ) William huntington wright

70874. T.S. Eliot was born in -.

ক) Ireland
খ) England
গ) Wales
ঘ) U.S.A

70875. The literary work ‘Kuble Khan’is —

ক) a history by Vincent Smith
খ) a verse by Coleridge
গ) a drama by Oscar Wilde
ঘ) a short story by Somerset Maugham

70876. ‘Tom Jones’ by Henry Fielding was first published in—

ক) the 1st half of 19th century
খ) the 2nd half of 19th century
গ) the 1st half of 18th century
ঘ) the 2nd half of 18th century

70877. ‘The Rainbow ‘is —

ক) a poem by wordsworth
খ) a short story by somerset maugham
গ) a novel by D.H. Lawrence
ঘ) a verse by coleridge

70878. what is the meaning of the word ‘euphemism’?

ক) vague idea
খ) in offensive expression
গ) verbal play
ঘ) wise saying

70879. what is the meaning of the word ‘sequences’?

ক) to follow
খ) round up
গ) withdraw
ঘ) question closely

70880. what is the meaning of the word ‘belated ‘ –

ক) complaining
খ) off hand
গ) weak
ঘ) Tardy

70881. what is the meaning of the word ‘stanch’ –

ক) be weak
খ) smooth out
গ) to reinforce
ঘ) put an end to

70882. what is the meaning of the word ‘scuttle ‘ –

ক) to tease
খ) abandon
গ) pile up
ঘ) gossip

70883. Select the answer of the word 'stagflagation'.

ক) controlled prices
খ) economic slow down
গ) a disintegrating government
ঘ) cultural dullness

70884. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?

ক) ৩৮০০ বর্গ কিলোমিটার
খ) ৪১০০ বর্গ কিলোমিটার
গ) ৫৮০০ বর্গ কিলোমিটার
ঘ) উত্তর নাই

70885. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) কুড়িগ্রাম
খ) নীলফামারী
গ) ঠাকুরগাঁ
ঘ) লালমনিরহাট

70886. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?

ক) ২৪.৭ কি:মি:
খ) ২১.০ কি:মি:
গ) ১৬.৫ কি:মি:
ঘ) ১৯.৩ কি:মি:

70887. চলন বিল কোথায় আবস্থিত?

ক) রাজশাহী জেলায়
খ) রাজশাহী ও নওগাঁ জেলায়
গ) পাবনা ও নাটোর জেলায়
ঘ) নাটোর ও নওগাঁ জেলায়

70888. বাংলাদেশের চিকিৎসক (ডিগিপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?

ক) প্রায় ৪৭৯৭
খ) প্রায় ৪৫৭২
গ) প্রায় ৯৭৯১
ঘ) ২,৬২৮
Note : অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসক প্রতি জনসংখ্যা ২,৬২৮ জন।

70889. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

ক) শীতলক্ষা
খ) বুড়িগঙ্গা
গ) মেঘনা
ঘ) তুরাগ

70890. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?

ক) লুসাই
খ) তাজিংডং
গ) গারো
ঘ) জয়ন্তিয়া

70891. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

ক) বরাইল
খ) কৈলাশ
গ) কাঞ্চনজঙ্ঘা
ঘ) গডউইন অস্টিন

70892. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?

ক) ১৬ ফেব্রুয়ারি
খ) ২৭ ফেব্রুয়ারি
গ) ৪ মার্চ
ঘ) ২ মার্চ

70893. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?

ক) ১৪ ডিসেম্বর
খ) ২৭ ফেব্রুয়ারি
গ) ২ মার্চ
ঘ) ৭ মার্চ

70894. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

ক) সিপাহী
খ) ল্যান্স নায়েক
গ) হাবিলদার
ঘ) ক্যাপ্টেন

70896. জাতীয় স্মৃতি সৌধ এর স্থপতি –

ক) মাইনুল হোসেন
খ) হামিদুর রহমান
গ) লুই আই কান
ঘ) তানভীর কবির

70897. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?

ক) আবদুল লতিফ
খ) আব্দুল আহাদ
গ) আলতাফ মাহমুদ
ঘ) মাহমুদুনব্বী

70898. রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৫ সালে

70899. আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশ করা হয়েছিল?

ক) ১৯৬৫ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৬৮ সালে

70900. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore