রোহিঙ্গা গণহত্যা দিবস’ কবে পালন করা হয়?
ক) ২৪ মার্চ
খ) ২৫ আগস্ট
গ) ২৬ ডিসেম্বর
ঘ) ২১ ফেব্রুয়ারি
বিস্তারিত ব্যাখ্যা:
২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ব্যাপক নির্যাতন ও গণহত্যা শুরু হয়। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ২৫শে আগস্ট 'রোহিঙ্গা গণহত্যা দিবস' পালন করা হয়।
Related Questions
ক) ড. গাজী রিয়াজা
খ) ড. নাজমা আক্তার
গ) ড. জাহিদ হাসান
ঘ) ড. শারমিন হোসেন
Note : এশিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কারটি ড. গাজী রিয়াজা লাভ করেছেন। এই ধরনের পুরস্কার সাধারণত কোনো ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়।
ক) 7
খ) 9
গ) 10
ঘ) 12
Note : মোট কাজের পরিমাণ = ৯ × ১২ = ১০৮ জন-দিন। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করায় মোট লোকসংখ্যা হলো ৯+৩=১২ জন। কাজটি শেষ করতে সময় লাগবে = মোট কাজ / লোকসংখ্যা = ১০৮ / ১২ = ৯ দিন।
ক) ২১ দিন
খ) ২২ দিন
গ) ২৩ দিন
ঘ) ২৪ দিন
Note : মোট কাজ = ৩০ × ২৪ = ৭২০ জন-দিন। ১২ দিনে ৩০ জন শ্রমিক কাজ করেছে = ৩০ × ১২ = ৩৬০ জন-দিন। অবশিষ্ট কাজ = ৭২০ - ৩৬০ = ৩৬০ জন-দিন। ১৫ জন শ্রমিক চলে যাওয়ায় বাকি শ্রমিক থাকে ৩০-১৫=১৫ জন। অবশিষ্ট কাজ করতে ১৫ জন শ্রমিকের সময় লাগবে = ৩৬০ / ১৫ = ২৪ দিন।
ক) a≠0
খ) a>0
গ) a<0
ঘ) a=0
Note : যেকোনো অশূন্য (non-zero) সংখ্যার ঘাত বা শক্তি শূন্য হলে তার মান ১ হয়। অর্থাৎ a⁰ = 1 হবে যদি এবং কেবল যদি a ≠ 0 হয়। 0⁰ অসংজ্ঞায়িত।
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
Note : সমীকরণটি সমাধান করা যেতে পারে অথবা বিকল্পগুলো বসিয়ে পরীক্ষা করা যেতে পারে। x = 3 বসালে, (3/3) + 4/(3+1) = 1 + 4/4 = 1 + 1 = 2। বামপক্ষ ও ডানপক্ষ মিলে যায়, সুতরাং x=3 হলো সঠিক উত্তর।
ক) 16.65 মি
খ) 17.72 মি.
গ) 17.32 মি
ঘ) 17.75 মি
Note : এখানে, উন্নতি কোণ (θ) = ৬০°, ভূমি = ১০ মিটার, এবং গাছের উচ্চতা (লম্ব) বের করতে হবে। আমরা জানি, tanθ = লম্ব/ভূমি। সুতরাং, tan(৬০°) = উচ্চতা / ১০। বা, উচ্চতা = ১০ × tan(৬০°)। tan(৬০°) এর মান √3 (প্রায় ১.৭৩২)। উচ্চতা = ১০ × ১.৭৩২ = ১৭.৩২ মিটার।
জব সলুশন