কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

ক) পরিকেন্দ্র
খ) অন্তঃকেন্দ্র
গ) ভরকেন্দ্র
ঘ) লম্ববিন্দু
বিস্তারিত ব্যাখ্যা:
ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক রেখাগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র (Incenter) বলা হয়।

Related Questions

ক) 0.1248
খ) 1.248
গ) 12.48
ঘ) 124.8
Note : ১৫.৬ এর ৮% হলো (১৫.৬ * ৮) / ১০০ = ১২৪.৮ / ১০০ = ১.২৪৮।
ক) ৩/৫,
খ) ৫/৮,
গ) ৭/১২,
ঘ) ১১/১৮,
Note : ভগ্নাংশগুলোকে দশমিকে পরিণত করলে হয়: ৩/৫=০.৬ ৫/৮=০.৬২৫ ৭/১২=০.৫৮৩ ১১/১৮=০.৬১১। দেখা যাচ্ছে ০.৬২৫ অর্থাৎ ৫/৮ বৃহত্তম।
ক) ১০০ টাকা
খ) ১০৫ টাকা
গ) ১১০ টাকা
ঘ) ১২০ টাকা
Note : ১০% লাভে বিক্রয়মূল্য ৫০০ + (৫০০ এর ১০%) = ৫৫০ টাকা। ক্রয়মূল্য ১০% কম হলে নতুন ক্রয়মূল্য হতো ৫০০ - (৫০০ এর ১০%) = ৪৫০ টাকা। তখন লাভ হতো ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা।
ক) ১২ জন
খ) ১৪ জন
গ) ১৫ জন
ঘ) ১৬ জন
Note : অর্ধেক কাজ ১৫ দিনে করে ৩০ জন লোকে। বাকি অর্ধেক কাজ (২৫-১৫)=১০ দিনে করতে হবে। ১৫ দিনে লাগে ৩০ জন লোক হলে ১ দিনে লাগে ৩০*১৫ জন লোক এবং ১০ দিনে লাগে (৩০*১৫)/১০=৪৫ জন লোক। অতিরিক্ত লোক লাগবে ৪৫-৩০=১৫ জন।
ক) ১২ সেকেন্ড
খ) ১৩ সেকেন্ড
গ) ১৪ সেকেন্ড
ঘ) ১৫ সেকেন্ড
Note : বানরটি কার্যকরভাবে ২ সেকেন্ডে (৩-১) = ২ মিটার ওঠে। সে ১২ মিটার উঠবে ১২ সেকেন্ডে। পরবর্তী সেকেন্ডে সে ৩ মিটার লাফ দিয়ে ১৫ মিটারের মাথায় পৌঁছাবে এবং আর নামবে না। মোট সময় লাগবে ১২+১=১৩ সেকেন্ড।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন