৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে?

ক) ২৪ দিনে
খ) ২০ দিনে
গ) ১৫ দিনে
ঘ) ১২ দিনে
বিস্তারিত ব্যাখ্যা:
৩০ জন লোক ২৪ দিনে করে = ১টি কাজ। ১ জন লোক ২৪/৩০ দিনে করে = ১টি কাজ। ৩০ জন লোক ১২ দিনে করে = ১২*৩০/২৪ = ১৫টি কাজ। কাজ বাকি থাকে = ১ - ১৫/৩০ = ১/২ টি কাজ। এখন লোক সংখ্যা = ৩০-১৫ = ১৫ জন। ১৫ জন লোক ১/২ টি কাজ করবে = (১/২) * (২৪/৩০) * ১৫ = ১২ দিনে।

Related Questions

ক) ৬ ঘণ্টা
খ) ৪ ঘণ্টা
গ) ২ ঘণ্টা
ঘ) ৩ ঘণ্টা
Note : প্রথম নলের ১ ঘন্টায় পূর্ণ করে = ১/১০ অংশ। দ্বিতীয় নলের ১ ঘন্টায় পূর্ণ করে = ১/১২ অংশ। তৃতীয় নলের ১ ঘন্টায় পূর্ণ করে = ১/১৫ অংশ। তিনটি নল একসাথে খুলে ১ ঘন্টায় পূর্ণ করে = (১/১০ + ১/১২ + ১/১৫) = (৬+৫+৪)/৬০ = ১৫/৬০ = ১/৪ অংশ। সুতরাং, চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে = ৬০/১৫ = ৪ ঘণ্টা। অর্ধেক পূর্ণ হতে সময় লাগবে = ৪/২ = ২ ঘণ্টা।
ক) ২৮ টাকা
খ) ৩০ টাকা
গ) ৩২ টাকা
ঘ) ৩৪ টাকা
Note : ধরি, কলমটির ক্রয়মূল্য = ক টাকা। ২৫ টাকায় বিক্রি করলে ক্ষতি = (ক - ২৫) টাকা। ৩৫ টাকায় বিক্রি করলে লাভ = (৩৫ - ক) টাকা। প্রশ্নানুসারে, ক্ষতি = লাভ। সুতরাং, ক - ২৫ = ৩৫ - ক => ২ক = ৬০ => ক = ৩০ টাকা।
ক) এক সমকোণের অর্ধেক
খ) দুই সমকোণ
গ) এক সমকোণ
ঘ) সূক্ষ্মকোণ
Note : একটি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে। অর্থাৎ, তাদের অন্তর্ভুক্ত কোণ হলো ৯০ ডিগ্রী বা এক সমকোণ।
ক) ২(দৈর্ঘ্য × উচ্চতা)
খ) দৈর্ঘ্য × প্রস্থ
গ) ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
ঘ) ভূমি × উচ্চতা
Note : সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি × উচ্চতা।
ক) হেগে
খ) প্যারিসে
গ) লন্ডনে
ঘ) জেনেভায়
Note : স্থায়ী সালিশী আদালত (Permanent Court of Arbitration - PCA) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন