দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠন হয়েছে?
ক) ফিটফাট
খ) সরাসরি
গ) ছটফট
ঘ) খটাখট
বিস্তারিত ব্যাখ্যা:
ছটফট' শব্দে প্রথম 'ছ' দ্বিতীয়বার 'ফ' তে পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে।[3]
Related Questions
ক) ৬ টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি
Note : এই বাক্যে ৬টি শব্দে ধ্বনি পরিবর্তন ঘটেছে: ফাল্গুন>ফাগুন (অন্তর্হতি), সকাল>সক্কাল (ব্যঞ্জনদ্বিত্বতা), তর্ক>তক্ক (সমীভবন/ব্যঞ্জনদ্বিত্বতা), করতে>কত্তে (সমীভবন/ব্যঞ্জনদ্বিত্বতা), বড়দাদা>বড়দা (সমাক্ষর লোপ), বড়দিদি>বউদি (স্বরসঙ্গতি ও স্বরলোপ)
ক) ধ্বনিবিকার
খ) শ্রুতিধ্বনি
গ) অন্তর্হতি
ঘ) ধ্বনিবিপর্যয়
Note : এখানে ফাল্গুন থেকে ফাগুন শব্দে 'ল' ব্যঞ্জনধ্বনিটি লোপ পেয়েছে। শব্দের মাঝখান থেকে ধ্বনির লোপকে অন্তর্হতি বলে। এটি একটি ধ্বনিলোপের প্রক্রিয়া।
ক) ১৯০ < x < ২০০
খ) ১৭০ < x < ১৮০
গ) ১৬০ < x < ১৭০
ঘ) ১৮০ < x < ১৯০
Note :
ধরি,
জিনিসটির ক্রয়মূল্য = ক টাকা
প্রথম ক্ষেত্রে,
বিক্রয়মূল্য = ১৩৬ টাকা
ক্ষতি = ১৫%
অর্থাৎ, ১৩৬ টাকা হল ক্রয়মূল্যের ৮৫%
সুতরাং, ক x ৮৫/১০০ = ১৩৬
অতএব, ক = (১৩৬ x ১০০) / ৮৫ = ১৬০ টাকা
দ্বিতীয় ক্ষেত্রে,
বিক্রয়মূল্য = x টাকা
লাভ = ১৫%
অর্থাৎ, x টাকা হল ক্রয়মূল্যের ১১৫%
সুতরাং, x = ১৬০ x ১১৫/১০০ = ১৮৪ টাকা
সুতরাং, x এর মান ১৮০ এবং ১৯০ এর মধ্যে।
∴ ১৮০ < x < ১৯০
ক) x > 5
খ) x ≤ 1
গ) x ≤ 5
ঘ) x > 2
Note :
2x − 3 ≤ 7
বা, 2x ≤ 7 + 3
বা, 2x ≤ 10
বা, x ≤ 5
ক) (∞,০]
খ) (-∞,4]
গ) (-∞,4)
ঘ) (4,0)
Note :
x+3>2x-1
⇒ 3+1>2x-x
⇒ 4>x
So, x -এর মান -∞ থেকে 4 পর্যন্ত।
ক) [4/3, 5)
খ) (4/3, 5]
গ) [4/3, 5]
ঘ) (4/3, 5)
Note :
5 ≤ 3x + 1 < 16
= 5 - 1 ≤ 3x + 1 - 1 < 16 - 1
= 4 ≤ 3x < 15
= 4/3 ≤ x < 15/3
= 4/3 ≤ x < 5
∴ অসমতাটির সমাধান [4/3, 5)
জব সলুশন