নিচের কোন গ্রন্থে প্রথম যতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয়?

ক) কপালকুণ্ডলা
খ) বেতালপঞ্চবিংশতি
গ) মরুশিখা
ঘ) মেঘনাদবধ
বিস্তারিত ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থে বাংলা গদ্যে প্রথম সার্থকভাবে যতিচিহ্নের ব্যবহার করা হয় যা বাংলা গদ্যের আধুনিকীকরণে একটি মাইলফলক।

Related Questions

ক) অতি অল্প হইল
খ) একে কি বলে সভ্যতা
গ) মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়
ঘ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
Note : 'অতি অল্প হইল' (১৮৭৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বিখ্যাত রম্য বা প্রহসনমূলক রচনা।
ক) ভ্রান্তিবিলাস
খ) কথামালা
গ) বোধোদয়
ঘ) ব্রজবিলাস
Note : ব্রজবিলাস' (১৮৫০) ছিল তার একটি ব্যঙ্গাত্মক রচনা যা তৎকালীন সমাজের ভণ্ডামি ও কুসংস্কারের সমালোচনা করে লেখা হয়েছিল।
ক) নবান্ন
খ) ভ্রান্তিবিলাস
গ) আত্মচরিত
ঘ) কাসেমের যুদ্ধযাত্রা
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনী 'আত্মচরিত' এর একটি অংশ যেখানে তিনি তার শৈশবের একটি কৌতূহল বর্ণনা করেছেন।
ক) স্মৃতি কথামালা
খ) আত্মচরিত
গ) আত্মকথা
ঘ) আমার কথা
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত অসম্পূর্ণ আত্মজীবনীটির নাম 'আত্মচরিত'।
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
গ) রামমোহন রায়
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Note : শোকগাথাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক রচনা যা তিনি তার প্রিয় ছাত্রী প্রভাবতীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন।
ক) প্রভাবতী সম্ভাষণ
খ) জীবন চরিত
গ) বেতালপঞ্চবিংশতি
ঘ) সীতার বনবাস
Note : প্রভাবতী সম্ভাষণ' (১৮৬৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক শোকগাথা যা তিনি তার প্রিয় ছাত্রী প্রভাবতীর অকাল প্রয়াণে রচনা করেন। জীবন চরিত বেতালপঞ্চবিংশতি ও সীতার বনবাস তার অনুবাদ বা অবলম্বনে রচিত গ্রন্থ।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন