'আয়ু যেন পদ্ম পাতায় নীর' বাক্যে 'পদ্ম পাতায়' কোন কারক?
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অধিকরণ কারক
ঘ) অপাদান কারক
বিস্তারিত ব্যাখ্যা:
পদ্ম পাতায়' দ্বারা ক্রিয়ার আধার বা স্থান বোঝানো হচ্ছে যেখানে 'নীর' বা পানি থাকে। ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে
Related Questions
ক) রূপায়ন
খ) রূপায়ণ
গ) রুপায়ন
ঘ) রুপায়ণ
Note : রূপায়ণ' শব্দটি সঠিক। এটি 'রূপ' থেকে গঠিত এবং এর অর্থ রূপদান বা কার্যকর করা।
ক) কপালকুণ্ডলা
খ) বেতালপঞ্চবিংশতি
গ) মরুশিখা
ঘ) মেঘনাদবধ
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থে বাংলা গদ্যে প্রথম সার্থকভাবে যতিচিহ্নের ব্যবহার করা হয় যা বাংলা গদ্যের আধুনিকীকরণে একটি মাইলফলক।
ক) অতি অল্প হইল
খ) একে কি বলে সভ্যতা
গ) মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়
ঘ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
Note : 'অতি অল্প হইল' (১৮৭৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বিখ্যাত রম্য বা প্রহসনমূলক রচনা।
ক) ভ্রান্তিবিলাস
খ) কথামালা
গ) বোধোদয়
ঘ) ব্রজবিলাস
Note : ব্রজবিলাস' (১৮৫০) ছিল তার একটি ব্যঙ্গাত্মক রচনা যা তৎকালীন সমাজের ভণ্ডামি ও কুসংস্কারের সমালোচনা করে লেখা হয়েছিল।
ক) নবান্ন
খ) ভ্রান্তিবিলাস
গ) আত্মচরিত
ঘ) কাসেমের যুদ্ধযাত্রা
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনী 'আত্মচরিত' এর একটি অংশ যেখানে তিনি তার শৈশবের একটি কৌতূহল বর্ণনা করেছেন।
ক) স্মৃতি কথামালা
খ) আত্মচরিত
গ) আত্মকথা
ঘ) আমার কথা
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত অসম্পূর্ণ আত্মজীবনীটির নাম 'আত্মচরিত'।
জব সলুশন