১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

ক) ৪৯৯৯
খ) ৫৫০১
গ) ৫০৫০
ঘ) ৫০০১
বিস্তারিত ব্যাখ্যা:

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = n(n + 1)/2

= ১০০×(১০০ + ১)/২

= ১০০×১০১/২

= ৫০×১০১

= ৫০৫০

Related Questions

ক) ৪৮ ফুট
খ) ৪১ ফুট
গ) ৪৪ ফুট
ঘ) ৪৩ ফুট
Note :

আমরা জানি, AC² = AB² + BC²

AC² = (৪০)² + (৯)²

AC² = ১৬০০ + ৮১

AC² = ১৬৮১

AC = ৪১

অথএব, মইটি লম্বা ৪১ ফুট

ক) ২৮ ফুট
খ) ৩৬.৮ ফুট
গ) ৪৯.৬ ফুট
ঘ) ৪৪ ফুট
Note :

বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ ৫৬/২ ফুট =  ২৮ ফুট

বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল πr2 = π(২৮)২

                                                               = ২২/৭  ×  ২৮  ×  ২৮ = ২৪৬৪ বর্গফুট

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল  = ২৪৬৪

বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = রুট (২৪৬৪) =  ৪৯.৬ ফুট

ক) ২৪
খ) ২৩
গ) ২২
ঘ) ১১
Note :

দূরত্ব = ৪৫ মাইল

করিম ১ ঘন্টায় যায় ৩ মাইল

অবশিষ্ট দূরত্ব  =  ৪৫ - ৩  =  ৪২ মাইল

রহিম ও করিম প্রতি ঘন্টায় যায়  =  ৪  +  ৩  = ৭ মাইল

৭ মাইল যায়     ১ ঘন্টায়

৪২ মাইল যায়    (৪২÷৭)  =  ৬ ঘন্টায়

৬ ঘন্টায় রহিমের অতিক্রান্ত দূরত্ব =  ৬×৪  =  ২৪ মাইল।  (উত্তর)

ক) ৮/১৫ ঘণ্টা
খ) ৩/৪ ঘণ্টা
গ) ৫/৪ ঘণ্টা
ঘ) ২/৩ ঘণ্টা
Note :

১ম পাইপ দ্বারা ১ ঘন্টায় ভর্তি হয় ১/৫ অংশ

এবং,   ২য় পাইপ দ্বারা ১ ঘন্টায় ভর্তি হয়  ১/৩ অংশ

দুইটও পাইপ দ্বারা ১ ঘন্টায় ভর্তি হয়  = (১/৫  +  ১/৩) = ৮/১৫ অংশ

অতএব,  ৮/১৫ অংশ ভর্তি হয় ১ ঘন্টায়

২/৩ অংশ ভর্তি হয়  =  ১  ×  ১৫  ×  ২/ ৮  ×  ৩ =  ৫/৪ ঘন্টায়

ক) লাভ-লোকসান কিছুই হয়নি
খ) ৯০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৬০০ টাকা
Note :

20% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য (১০০ + ২০) = ১২০

সুতরাং ক্রয়মূল্য = (১০০÷১২০)*৩৬০০

= ৩০০০ টাকা

আবার,

২০% লোকসানে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০

সুতরাং ক্ষতিতে ক্রয়মূল্য = (১০০÷৮০)× ৩৬০০

= ৪৫০০

দুটি পন্যের ক্রয়মূল্য = (৩০০০ + ৪৫০০) = ৭৫০০

দুটি পন্যের বিক্রয়মূল্য = ৩৬০০*২ = ৭২০০

ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে

সুতরাং ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য

= ৭৫০০ - ৭২০০ = ৩০০

ক) ৬০ জন
খ) ৮০ জন
গ) ১০০ জন
ঘ) ১২০ জন
Note :

একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে।
ফেল করেছে = (১০০ - ৩০)% = ৭০%

যারা পাশ  করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি।
অর্থাৎ, (১২ + ৩০) বা ৪২ জন পাশ করে নি

ধরি, মোট পরীক্ষার্থী ক জন
ক এর ৭০% = ৪২
⇒ ক × ৭০/১০০ = ৪২
∴ ক = (৪২ × ১০০)/৭০
      = ৬০ জন

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন