কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
বাংলাদেশের খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণ - পরিষদে উত্থাপন করা হয়, ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়।
Related Questions
ইকোলজি হল জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান। এনাটমী হচ্ছে প্রাণী দেহের বিশেষ কোনো অংশের অঙ্গসংস্থান ও গঠন সম্পর্কিত বিজ্ঞান। হিস্টোলজি উদ্ভিদ ও প্রাণী দেহের নির্দিষ্ট কাজ সম্পাদনকারী বিভিন্ন কলার গঠন ও রাসায়নিক উপাদান সংক্রান্ত বিজ্ঞান।
ক্ষমতার একক ওয়াট। নিউটন বলের একক। ক্যালোরি এককের আন্তর্জাতিক পদ্ধতি প্রচলনের পূর্বে ব্যবহৃত তাপের একক। জুল আই এস পদ্ধতিতে কাজ বা শক্তি ও তাপের একক হিসেবে ব্যবহৃত হয়।
যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে তাপ সুপরিবাহী পদার্থ বলে। ধাতুর তাপ সুপরিবাহী পদার্থ হওয়ায় এ কে উত্তপ্ত করলে তার মধ্য দিয়ে সহজেই প্রবাহিত হয় ফলে ধাতুর সকলে স্থান প্রসারিত হয়। তাই ধাতু ফাটে না। কিন্তু কাজ তাপ কুপরিবাহী পদার্থটি একে উত্তপ্ত করলে তাপ কাচের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রবাহিত হয়। ফলে কাজকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়।
কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ এর জন্য সাধারণত বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে কোন বড় সংখ্যা লেখার জন্য অক্টাল হেক্সাডেসিমেল পদ্ধতি ব্যবহার করা হয়। কম্পিউটারে দশমিক পদ্ধতির ব্যবহার হয় না।
- ভারতবর্ষে ইসলামের আবির্ভাব ঘটে মুহম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে।
- তবে মুসলিম শাসনের সূচনা করেন গজনীর সুলতান মুহম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে (১১৯২ খ্রি.) পৃথ্বিরাজ চৌহানকে পরাজিত করার মধ্য দিয়ে।
- আর বাংলার প্রথম মুসলিম বিজেতা তুর্কি বীর বখতিয়ার খলজী ।
'গ্রান্ড ট্রাঙ্ক রোড' ষোড়শ শতাব্দীতে সম্রাট শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সড়ক। ব্রিটিশ আমলে শূন্য চলাচলের সুবিধা এবং ডাক বিভাগের উন্নতির উদ্দেশ্য সড়কের সংস্কার করে কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত সম্প্রসারিত করা হয়। এ সময় এই সড়কটির নাম দেওয়া হয় 'গ্রান্ড ট্রাঙ্ক রোড'।
জব সলুশন