আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' -বাক্যে 'রাঘবে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী
খ) অপাদানে সপ্তমী
গ) কর্মে সপ্তমী
ঘ) অপাদানে শূন্য

Related Questions

ক) অদৃষ্ট
খ) অদৃশ্য
গ) অদৃষ্টপূর্ব
ঘ) অদেখা
ক) সুচিস্মিতা
খ) শুচিস্মিতা
গ) সুহাসিনী
ঘ) সুহাস্য
Note :

যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা।
যে নারীর হাসি পবিত্র- শুচিস্মিতা ।
যে নারী অন্যের নিন্দা করে না - অনসূয়া।
সরোবরে জন্ম যার - সরোজ।
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। 
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। 
যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। 
যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। 
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। 
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। 
যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। 
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। 
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। 
যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। 
যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। 
যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। 
যে নারী বীর = বীরাঙ্গনা। 
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। 
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। 
যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। 
নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। 
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। 
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।  
যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

ক) অনাথীনি
খ) অনাথিনী
গ) অনাথি
ঘ) নাথবতী
ক) অশ্রুজলে চোখ ভেসে গেলো।
খ) সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
গ) অঙ্ক কষিতে ভূল করিওনা।
ঘ) আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
ক) ভরাডুবি
খ) রাবনের চিতা
গ) জগদ্দল পাথর
ঘ) শাপেবর
ক) লাফ দেওয়ার আগে তাকাও।
খ) ভাবিয়া করিও কাজ।
গ) দেখে তারপর লাফ দাও।
ঘ) আকাশকুসুম ভাবিও না।

জব সলুশন

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সহকারী পরিচালক (22-11-2024)

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার (30-11-2024)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক / অফিস সহায়ক (15-11-2024)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী (15-11-2024)

সাধারণ বীমা কর্পোরেশন || সহকারী ব্যবস্থাপক (08-11-2024)

সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার (01-11-2024) 2024

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore