অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
ক) অশোক
খ) শশাঙ্ক
গ) মেগদা
ঘ) ধর্মপাল
বিস্তারিত ব্যাখ্যা:
যদিও বাংলায় আগেও অনেক রাজা ছিলেন, শশাঙ্ককেই প্রথম সমগ্র বাংলা অঞ্চলকে একটি শাসনাধীনে আনার প্রচেষ্টাকারী এবং প্রথম গুরুত্বপূর্ণ বাঙালি রাজা হিসেবে গণ্য করা হয়।
Related Questions
ক) ধর্মপাল
খ) গোপাল
গ) শশাঙ্ক
ঘ) দ্বিতীয় চন্দ্র গুপ্ত
Note : শশাঙ্কই প্রথম বাঙালি শাসক যিনি বাংলার খণ্ড খণ্ড জনপদগুলোকে একত্রিত করে একটি স্বাধীন ও সার্বভৌম রাজ্য (গৌড়) প্রতিষ্ঠা করেছিলেন। তাই তাকেই প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়।
ক) শশাঙ্ক
খ) দেবগুপ্ত
গ) ভাস্কর
ঘ) বর্মন
Note : শশাঙ্কই ছিলেন গৌড়ের প্রথম সার্বভৌম ও স্বাধীন নরপতি। তিনি ৭ম শতকের শুরুতে রাজত্ব করেন এবং সমগ্র উত্তর ভারতে তাঁর প্রভাব বিস্তার করেছিলেন।
ক) মুর্শিদাবাদ
খ) যশোর
গ) ময়মনসিংহ
ঘ) চট্টগ্রাম
Note : শশাঙ্কের গৌড় রাজ্যের মূল কেন্দ্র ছিল বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান অঞ্চল। এর রাজধানী ছিল মুর্শিদাবাদের কাছে অবস্থিত কর্ণসুবর্ণ।
ক) ধর্মপাল
খ) লক্ষ্মণ সেন
গ) শশাঙ্ক
ঘ) ইলিয়াস শাহ
Note : রাজা শশাঙ্কই প্রথম বাংলার বিভিন্ন ক্ষুদ্র ও বিক্ষিপ্ত জনপদকে একত্রিত করে 'গৌড়' নামে একটি ঐক্যবদ্ধ ও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম 'বাঙালির রাজা' হিসেবে পরিচিত।
ক) গোপচন্দ্র
খ) শশাঙ্ক
গ) শ্রীচন্দ্র
ঘ) লড়হচন্দ্র
Note : গুপ্ত শাসনের পর বঙ্গ অঞ্চলে যে স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, তার অন্যতম শাসক ছিলেন গোপচন্দ্র। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা।
ক) আকবর,হুমায়ুন ও জাহাঙ্গীর
খ) ইলিয়াস শাহ, তুগলক ও জালালউদ্দিন
গ) ধর্মপাল ও গোপাল
ঘ) গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
Note : ৬ষ্ঠ শতকে বঙ্গ রাজ্যে গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব নামে তিনজন রাজা রাজত্ব করতেন এবং তাঁরা 'মহারাজাধিরাজ' উপাধি ধারণ করতেন, যা তাঁদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রমাণ করে।
জব সলুশন